আইপিএলে একবারই কাজ করেছেন জাস্টিন ল্যাঙ্গার। ২০০৯ সালে রাজস্থান রয়্যালসের প্রধান কোচ হিসেবে। এরপর আইপিএলের ১৪ সংস্করণ হলেও অস্ট্রেলিয়ার সাবেক কোচ ও ওপেনারকে আর কখনো দেখা যায়নি টুর্নামেন্টে।
এবার দীর্ঘ ১৪ বছর পর আবারও কোচ হয়ে আইপিএলে ফিরছেন ল্যাঙ্গার। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের ডাগআউটে থাকবেন এই ৫৩ বছর বয়সী কোচ। আর ফিরেই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের উচ্চ প্রশংসা করে বসেছেন অস্ট্রেলিয়াকে প্রথমবার ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো কোচ।
লক্ষ্ণৌর সঙ্গে চুক্তি করার পরেই আইপিএলকে অলিম্পিকের সঙ্গে তুলনা করেছেন ল্যাঙ্গার। তাঁর মতে, আইপিএল হচ্ছে অলিম্পিক গেমসের মতো। পার্থ স্কর্চাসকে বিগব্যাশ জেতানো কোচ বলেছেন, ‘আইপিএল অলিম্পিক গেমসের মতো। এটা খুবই বড় এক টুর্নামেন্ট। প্রতিটি ম্যাচই দর্শনীয়। এটি এতটাই সমাদৃত এবং সমর্থনে পরিপূর্ণ টুর্নামেন্ট যা শুধু স্টেডিয়ামে নয়, সারা ভারত এবং সারা বিশ্বে। এটির অংশ হওয়ার সুযোগ পাওয়াটা এমন একটি বিষয় যা নিয়ে আমি খুবই রোমাঞ্চিত।’