Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

ভারতের পিচ বদল নিয়ে সমস্যা দেখছে না আইসিসি 

ক্রীড়া ডেস্ক

ভারতের পিচ বদল নিয়ে সমস্যা দেখছে না আইসিসি 

সেমিফাইনালের আগে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচ বদল নিয়ে বিতর্ক উঠেছে। এই বিষয়ে আইসিসিকে ইমেল করে অভিযোগ করেছিলেন আইসিসির প্রধান পিচ প্রস্তুতকারক অ্যান্ডি অ্যাটকিনসন। তার মেইলের জবাবে বিবৃতি দিতে হয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে।

আজ এক বিবৃতিতে আইসিসির একজন মুখপাত্র বলেছেন, ‘এই ধরনের প্রতিযোগিতার শেষ দিকে পিচে বদল স্বাভাবিক ব্যাপার। আগেও এই ঘটনা হয়েছে। আয়োজক দেশের যে মাঠে খেলা হচ্ছে, সেই মাঠের পিচ প্রস্তুতকারকের পরামর্শে বদল হতে পারে। আইসিসির পিচ প্রস্তুতকারককে এই বিষয়ে জানানো হয়েছে। পিচ বদল হলে যে সেই পিচে খেলা ভালো হবে না তার কোনো কারণ নেই।’

ভারত-নিউজিল্যান্ডের সেমিফাইনালের ম্যাচটি ওয়াংখেড়ের ৭ নম্বর উইকেট হওয়ার কথা ছিল। এই মাঠে এখন পর্যন্ত হওয়া লিগ পর্বের চার ম্যাচের একটিও এই উইকেটে হয়নি। সেটি বিবেচনা করেই সেমির ম্যাচ হওয়ার কথা ছিল এই উইকেটে। কিন্তু ভারত স্পিনসহায়ক পিচের সুবিধা নেওয়ার জন্য ৬ নম্বর উইকেট পছন্দ করেছে, যেখানে এর আগে দুটি ম্যাচ হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, ভারত-নিউজিল্যান্ড যে উইকেটে খেলছে সেখানে এর আগে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ও ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচ হয়েছে। সেমিফাইনালের জন্য তাই অব্যবহৃত ৭ নম্বর পিচকে নির্বাচন করেছিলেন অ্যাটকিনসন। যে পিচে আগে খেলা হওয়ার কথা ছিল সেখানে ঘাস ছিল। মেইলের প্রতিবেদনে বলা হয়েছিল, ভারতীয় বোলারদের সুবিধা করে দিতেই নতুন পিচ বেছে নেওয়া হয়েছে।

আইসিসির সেই মুখপাত্রের দাবি, ‘কোন পিচে খেলা হবে সেই পিচ বেছে নেওয়া ও তারপর সেটা তৈরি করার দায়িত্ব সংশ্লিষ্ট রাজ্য সংস্থা ও সেই সংস্থার পিচ প্রস্তুতকারকের। এ ক্ষেত্রে দায়িত্বটা ছিল মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের।’

মুশফিকের পরিশ্রম নিয়ে আমরা হাসাহাসিও করি: তামিম

অভিমান থেকেই মুশফিকের অবসর

হঠাৎই মুশফিকের অবসর ঘোষণা

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড

ভারতের ফাইনালের টিকিট এত তাড়াতাড়ি শেষ

আইসিসির কাছে ক্রিকেটের যে নিয়ম বদলাতে বলেছেন ভারতীয় ক্রিকেটার

মাহমুদউল্লাহকে টপকে রোহিতের রেকর্ড ভাঙতে যাচ্ছেন নিউজিল্যান্ডের ক্রিকেটার

১১ দিনে অস্ট্রেলিয়ার বিশ্বরেকর্ড ভেঙে দিল নিউজিল্যান্ড

এক আফগানকে হটিয়ে আইসিসির ‘সিংহাসনে’ আরেক আফগান

পাকিস্তানের কাটা ঘায়ে নুনের ছিটা দিলেন ভারতীয় ক্রিকেটার