চোখের জলে আজ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম ইকবাল। ১৬ বছরের ক্যারিয়ারের সিদ্ধান্তটা আজ হুট করেই নিয়েছেন বাঁ-হাতি ব্যাটার। যদিও তিনি সংবাদ সম্মেলনে জানিয়েছেন সিদ্ধান্তটা আচমকা নেননি তিনি। সে যাই হোক, তাঁর বিদায়ে বাংলাদেশ ক্রিকেটে একটা যুগের সমাপ্তি হলো।
ক্যারিয়ার শুরুর সময় হাবিবুল বাশার, জাভেদ ওমর বেলিম, খালেদ মাসুদ পাইলটকে বড়ভাই হিসেবে পেয়েছিলেন তামিম। সময়ের পরিক্রমায় তিনি এখন বড়ভাই হয়েছেন অনুজদের। তাঁর বিদায়ে এখন থেকে আর ড্রেসিংরুমে পাবেন না মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, লিটন দাসরা।
তামিমের বিদায়ে আবেগতাড়িত হয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। সামাজিক মাধ্যমে নিজেদের অনুভূতি জানিয়েছেন তাঁরা। বাংলাদেশের পেস বোলিংয়ের নেতা তাসকিন আহমেদ লিখেছেন, ‘অনেক মুহূর্ত ও স্মৃতি একসঙ্গে নিয়ে মাঠ ও মাঠের বাইরে আপনার সঙ্গে দীর্ঘ এক ভ্রমণ হলো। অধিনায়ক ও ভাই হিসেবে আপনি আমাদের যে সমর্থন দিয়েছেন তার কারণে আমি আপনার কাছে কৃতজ্ঞ। আপনাকে মিস করব তামিম ভাই।’
‘কাটার মাস্টার’ নামে খ্যাত মোস্তাফিজুর রহমান লিখেছেন, ‘এই খবর শোনে অবাক। আমার কানকেও বিশ্বাস করতে পারছি না! আমি সব সময় আপনার নেতৃত্ব এবং আমার কাঁধে আপনার সহায়তার হাত মিস করব করব তামিম ভাই।’
উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস লিখেছেন, ‘আমরা একসঙ্গে ব্যাট করেছি, ড্রেসিংরুম ভাগাভাগি করেছি। একসঙ্গে অনেক স্মৃতি রয়েছে। আপনি আর খেলবেন না সেটি বিশ্বাস করতে পারছি না। আপনাকে খুব মিস করব ভাই। ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা।’
অনেক দিন ধরে জাতীয় দলের বাইরে থাকা সৌম্য সরকার লিখেছেন, ‘বিদায় বলা আমাদের জীবনের অংশ এবং এর জন্য দুঃখিত হওয়ার দরকার নেই। বরং চলুন সুন্দর মুহূর্তগুলোকে ধারণ করি এবং সুন্দর ভবিষ্যতের অপেক্ষায় থাকি। আপনি আমাদের জন্য অনেক স্মৃতি রেখে গেলেন। প্রত্যেকে আপনাকে মিস করবে। নতুন গন্তব্যে চমৎকার ভ্রমণ হোক। সবকিছুর জন্য ধন্যবাদ।’