Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

হ্যান্ডবলের জন্য ক্ষমা চাইবেন না, বলছেন সুয়ারেজ

ক্রীড়া ডেস্ক

হ্যান্ডবলের জন্য ক্ষমা চাইবেন না, বলছেন সুয়ারেজ

নিজের প্রথম বিশ্বকাপে খেলতে নেমেই হিরো হন লুইস সুয়ারেজ। তবে উরুগুয়েকে বিশ্বকাপ জিতিয়ে নয় অন্য এক ঘটনার কারণে। ২০১০ বিশ্বকাপে ঘানার নিশ্চিত গোল হাত দিয়ে আটকিয়ে নায়ক হন তিনি। তাই দুই দল মুখোমুখি হওয়ার আগে সুয়ারেজের ঘটনাটি এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ থাকে না।

এবারের বিশ্বকাপেও যেমন এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ ছিল না। আগামীকাল আবারও বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে দুই দল। এর আগে ম্যাচ পূর্ববর্তী সম্মেলনে এসে অতীতের বিষয়টি নিয়ে কথা বলতে হলো সুয়ারেজকে। ঘানার বিপক্ষে হওয়া ঘটনাটির জন্য দুঃখপ্রকাশ করবেন কি না এমন প্রশ্নের উত্তরে উরুগুয়ে স্ট্রাইকার ক্ষমা চাওয়ার কোনো কিছু দেখেন না বলে জানিয়েছেন।

বিশ্বকাপের ঘটনাটি নিয়ে সুয়ারেজ বলেছেন, ‘প্রথমত, ঘটনাটির জন্য ক্ষমা চাচ্ছি না। হ্যান্ডবল করেছি কিন্তু ঘানার খেলোয়াড় পেনাল্টি মিস করেছে, আমি না। এর জন্য আমি লাল কার্ড দেখেছি। তবে কোনো ফুটবলারকে চোটে ফেললে ক্ষমা চাইতাম।’

২০১০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ১-১ গোলের সমতা থাকা অবস্থায় বলটি ফিরিয়েছিলেন সুয়ারেজ। অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তের এই গোলটি হলেই সেমিফাইনালে যেত ঘানা। পরে পেনাল্টির সুযোগ পেলেও লক্ষ্যভেদ করতে পারেননি আসামো জিয়ান। শেষে টাইব্রেকারে ৪-২ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় ঘানাকে।

১২ বছর পর প্রথম ও আবারও বিশ্বকাপের মঞ্চে দেখা হচ্ছে দুই দলের। বাঁচা-মরার ম্যাচে যে দলই জিতবে তারাই যাবে শেষ ষোলোয়। উরুগুয়ের চেয়ে ঘানার সম্ভাবনা এবারও বেশি। ‘এইচ’ গ্রুপ থেকে শেষ ষোলো নিশ্চিত হওয়া পর্তুগালের পরেই ৩ পয়েন্ট দুইয়ে আছে ঘানারা। আর ১ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে আছে উরুগুয়ে। সুয়ারেজ-কাভানিদের সঙ্গে ড্র করলেও পরের পর্বে যাওয়ার সুযোগ থাকবে আন্দ্রে আইয়ু-মোহাম্মেদ কুদুসদের। অন্য ম্যাচে যদি দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দিতে পারে পর্তুগাল।

সৌদি আরবে সুদানের বিপক্ষে খেলবে বাংলাদেশ

রিয়ালকে হারানোর সুযোগ দেখছেন সিমিওনে

আরব আমিরাত থেকে ফিরেই লম্বা ছুটিতে আফঈদারা

কোন ভয়ে রোনালদো খেলছেন না আজ

দু্ই মেসিকে নিয়ে ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের দল ঘোষণা আর্জেন্টিনার

সাক্ষাৎকারের সময়ই ১৩ কোটি টাকা দামের ঘড়ি-জামাকাপড় পরেছিলেন নেইমার

ভারত ম্যাচ নিয়ে মানসিকভাবে ‘প্রস্তুত’ বাংলাদেশ

আর্জেন্টিনা ম্যাচ সামনে রেখে ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার

তিন ম্যাচে দ্বিতীয় হার দেখলেন রোনালদো

বরফে ঢাকা গ্রিনল্যান্ড যেভাবে ফুটবলের স্বপ্ন বুনছে