নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। শিহরণ জাগানিয়া ম্যাচটির জন্য খেলোয়াড়দের মানসিকতা নিয়ে কোনো দুর্ভাবনা নেই কোচ হাভিয়ের কাবরেরার। আপাতত কিংস অ্যারেনায় অনুশীলন করলেও ৫ মার্চ সৌদি আরবে যাবে দল।
আজ প্রস্তুতি নিয়ে কাবরেরা বলেন, ‘মানসিকভাবে ভারত ম্যাচের জন্য প্রস্তুত আমরা। আগেও বলেছি, শিহরণ জাগানিয়া ম্যাচ হবে, ছেলেরা ম্যাচটি নিয়ে দারুণ অনুপ্রাণিত। আমি মনে করি, গুছিয়ে নেওয়ার জন্য পর্যাপ্ত সময় পাচ্ছি, আমরা যথেষ্ট প্রস্তুতি নিতে পারব এবং ভারতের বিপক্ষে দারুণ কিছু পাওয়ার সুযোগ থাকবে আমাদের।’
ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডে খেলা হামজা চৌধুরীকে নিয়েই এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে দল ঘোষণা করেছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। সশরীরে উপস্থিত না থাকলেও আলোচনায় ঠিকই ছিলেন হামজা। তাঁর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে দল।
অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘আমি মনে করি, হামজা দলের সেরা ফুটবলার এবং সম্ভবত এই দক্ষিণ এশিয়ারও সেরা খেলোয়াড়। হামজা এলে দলকে উজ্জীবিত করবে। প্রবাসী খেলোয়াড়দের আসা একটা ইতিবাচক দিক। বিদেশ থেকে অনেক খেলোয়াড় আসছে, যারা বাংলাদেশের হয়ে খেলতে চায়, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে চায়, এটা ইতিবাচক দিক। ফরাসি দলের দিকে যদি দেখেন, ওরা কিন্তু অনেক বিদেশিদের নিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন (২০১৮) হয়েছে।’
১৯ মার্চ হামজার ঢাকায় আসার কথা রয়েছে। এদিকে ২৫ মার্চ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। শিহরণ জাগানিয়া ম্যাচটির জন্য খেলোয়াড়দের মানসিকতা নিয়ে কোনো দুর্ভাবনা নেই কোচ হাভিয়ের কাবরেরার। আপাতত কিংস অ্যারেনায় অনুশীলন করলেও ৫ মার্চ সৌদি আরবে যাবে দল।
আজ প্রস্তুতি নিয়ে কাবরেরা বলেন, ‘মানসিকভাবে ভারত ম্যাচের জন্য প্রস্তুত আমরা। আগেও বলেছি, শিহরণ জাগানিয়া ম্যাচ হবে, ছেলেরা ম্যাচটি নিয়ে দারুণ অনুপ্রাণিত। আমি মনে করি, গুছিয়ে নেওয়ার জন্য পর্যাপ্ত সময় পাচ্ছি, আমরা যথেষ্ট প্রস্তুতি নিতে পারব এবং ভারতের বিপক্ষে দারুণ কিছু পাওয়ার সুযোগ থাকবে আমাদের।’
ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডে খেলা হামজা চৌধুরীকে নিয়েই এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে দল ঘোষণা করেছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। সশরীরে উপস্থিত না থাকলেও আলোচনায় ঠিকই ছিলেন হামজা। তাঁর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে দল।
অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘আমি মনে করি, হামজা দলের সেরা ফুটবলার এবং সম্ভবত এই দক্ষিণ এশিয়ারও সেরা খেলোয়াড়। হামজা এলে দলকে উজ্জীবিত করবে। প্রবাসী খেলোয়াড়দের আসা একটা ইতিবাচক দিক। বিদেশ থেকে অনেক খেলোয়াড় আসছে, যারা বাংলাদেশের হয়ে খেলতে চায়, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে চায়, এটা ইতিবাচক দিক। ফরাসি দলের দিকে যদি দেখেন, ওরা কিন্তু অনেক বিদেশিদের নিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন (২০১৮) হয়েছে।’
১৯ মার্চ হামজার ঢাকায় আসার কথা রয়েছে। এদিকে ২৫ মার্চ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
যেখানে শুরুর কথা বলার আগেই শেষ—অন্যতম জনপ্রিয় গানের এই ছত্রটা লিটন দাসের সঙ্গে ভালোভাবে মিলে গেছে। পাকিস্তান সুপার লিগে (পিএসএর) খেলতে গিয়েছিলেন অনেক আশা নিয়ে। কিন্তু কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরেছেন বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার।
১৭ মিনিট আগেভুটানের নারী লিগে পারো এফসির হয়ে খেলবেন সাবিনা খাতুন, মাতসুশিমা সুমাইয়া, মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা। এক সপ্তাহ আগেই ভুটানে পৌঁছে অনুশীলন। শুরু করে দিয়েছেন তাঁরা। আজ ভুটানের বিমান ধরেছেন আরও পাঁচ ফুটবলার।
৪০ মিনিট আগেহায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে গত রাতে অভিষেক শর্মার ব্যাটিংটা ছিল ভিডিও গেমসের মতোই। বোলারদের যেভাবে বলে কয়ে চার-ছক্কা মেরেছেন, সেটা দেখে অনেকেই তাজ্জব বনে গেছেন। বিধ্বংসী ব্যাটিংয়ে ভারতের এই তরুণ ব্যাটার তছনছ করে দিয়েছেন রেকর্ড বইয়ের পাতা।
১ ঘণ্টা আগেজয় দিয়ে শুরু করতে চেয়েছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও কোচ সারোয়ার ইমরান। ২০২৫ মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে প্রত্যাশিত সেই জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। তবে সে ম্যাচে এমন দুর্দান্ত পারফরম্যান্স করেছে যে দলকে নিয়ে বেড়ে গেছে প্রত্যাশা।
১ ঘণ্টা আগে