Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

ঝুঁকি নিয়েই ফাইনালে মেসিকে খেলাতে চান মার্তিনো

ক্রীড়া ডেস্ক

ঝুঁকি নিয়েই ফাইনালে মেসিকে খেলাতে চান মার্তিনো

লিওনেল মেসির স্পর্শে পাল্টে গেছে ইন্টার মায়ামির চিত্র। তাঁর নেতৃত্বে ধারাবাহিক ছন্দে রয়েছে মেজর লিগ সকারের ক্লাব। সেই ধারাবাহিকতায় ক্লাবকে এনে দিয়েছেন প্রথমবারের মতো কোনো শিরোপা।

আগামীকাল বাংলাদেশ সময় ভোরে মায়ামির সুযোগ থাকছে আরেকটি শিরোপা ঘরে তোলার। তবে ইউএস ওপেন কাপের ফাইনালে নামার আগে দুশ্চিন্তা ঘিরে ধরেছে দলকে। সর্বশেষ ম্যাচে দলের প্রাণভোমরা মেসিকে বিশ্রাম দেওয়ার পরও মুক্তি মিলছে না তাদের। চোটের কারণে সাতবারের ব্যালন ডি’অর বিজয়ীকে কোচ জেরার্দো মার্তিনো খেলাননি অরল্যান্ডোর বিপক্ষে। যেন ফাইনালে দলের অধিনায়ককে পুরোদমে পাওয়া যায়।

কিন্তু সেই আশায় জোর পাচ্ছেন না মার্তিনো। মেসি যে এখনো পুরোপুরি ফিট হননি। টানা ম্যাচ খেলার কারণে তাঁর মাংসপেশির ওপর বাড়তি চাপ পড়েছে। ফলে শরীর ক্লান্ত হয়েছে। তবে ‘এলএম টেনকে’ ফাইনালে পেতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করার কথা জানিয়েছেন তিনি। আর্জেন্টাইন কোচ বলেছেন, ‘সে কেমন অনুভব করছে তার ওপর ভিত্তি করে আগামীকাল সিদ্ধান্ত নেওয়া হবে। আমি তার সঙ্গে কথা বলব। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে অপেক্ষা করব।’

তাতেও যদি কাজ না হয়, তাহলে ঝুঁকি নিয়ে মেসিকে খেলাতে চান বলেও জানিয়েছেন মার্তিনো। হিউস্টন ডায়নামোর বিপক্ষে কেন ঝুঁকি নিতে চান, তার ব্যাখ্যাও দিয়েছেন সাবেক বার্সেলোনা কোচ। তিনি বলেছেন, ‘যদি ফাইনাল না হয়ে অন্য কিছু হতো, তাহলে কোনো ধরনের ঝুঁকি নিতাম না। কিন্তু এটি যেহেতু একটি ফাইনাল, তাই আমাদের ঝুঁকি নেওয়ার সুযোগ রয়েছে।’

জেতা ম্যাচে রিয়াল দেখল আর্জেন্টাইন আতঙ্ক

পিএসজিকে রুখতে প্রস্তুত সালহরা

সৌদি আরবে সুদানের বিপক্ষে খেলবে বাংলাদেশ

রিয়ালকে হারানোর সুযোগ দেখছেন সিমিওনে

আরব আমিরাত থেকে ফিরেই লম্বা ছুটিতে আফঈদারা

কোন ভয়ে রোনালদো খেলছেন না আজ

দু্ই মেসিকে নিয়ে ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের দল ঘোষণা আর্জেন্টিনার

সাক্ষাৎকারের সময়ই ১৩ কোটি টাকা দামের ঘড়ি-জামাকাপড় পরেছিলেন নেইমার

ভারত ম্যাচ নিয়ে মানসিকভাবে ‘প্রস্তুত’ বাংলাদেশ

আর্জেন্টিনা ম্যাচ সামনে রেখে ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার