Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

এক জয়েই ফিফা র‍্যাঙ্কিং ছয় ধাপ উত্তরণ বাংলাদেশের 

ক্রীড়া ডেস্ক

এক জয়েই ফিফা র‍্যাঙ্কিং ছয় ধাপ উত্তরণ বাংলাদেশের 

আনুষ্ঠানিক ঘোষণাটা এখনো আসেনি। কিন্তু মালদ্বীপকে গতকাল কিংস অ্যারেনায় ২-১ গোলে হারিয়ে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের ছয় ধাপ উত্তরণটা নিশ্চিত হয়ে গেছে। 

ফিফার র‍্যাঙ্কিং হিসাব অনুযায়ী, মালদ্বীপকে হারানোয় বাংলাদেশের নামের পাশে রেটিং যোগ হয়েছে ১৮.৩৭ পয়েন্ট। বাড়তি এই রেটিং পয়েন্ট নিয়ে ছয় ধাপ এগিয়ে ১৮৩তম অবস্থানে উঠে আসা নিশ্চিত হয়েছে জামাল ভূঁইয়াদের। 

দলের এই সাফল্যের নেপথ্যের কারিগর কিন্তু স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরাই। এলিটা কিংসলের মতো অভিজ্ঞদের বাদ দিয়েই তিনি গত জুনে যখন সাফ চ্যাম্পিয়নশিপের দল ঘোষণা করলেন, অনেকেই ছিলেন নাখোশ। ঘরোয়া ফুটবলারদের মধ্যে লিগে সে সময় সর্বোচ্চ স্কোরার ছিলেন কিংসলেই। 

তবে দূরের একটা ছবি এঁকেই এলিটার মতো অভিজ্ঞদের বাদ দিয়ে তারুণ্যনির্ভর দল গড়েছিলেন কাবরেরা। সাম্প্রতিক বছরগুলোর মতো সে সাফেও সাফল্য পায়নি বাংলাদেশ। কিন্তু তারুণ্যনির্ভর দল নিয়েই গত সাফে সেমিফাইনালে খেলেছে বাংলাদেশ। শেষ চারে বাংলাদেশ বিদায় নিলেও দলের খেলা নজর কাড়ে অনেকেরই। 

কাবরেরার হাতে গড়া সেই দলটাই প্রাক-বিশ্বকাপ বাছাইয়ে মালেতে মালদ্বীপের সঙ্গে ড্র করেছে। আর পরশু বসুন্ধরা কিংস অ্যারেনায় ফিরতি ম্যাচে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়েও দিয়েছে। সেই জয়ের সুবাদেই ফিফা র‍্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে যাওয়া।

কোন ভয়ে রোনালদো খেলছেন না আজ

দু্ই মেসিকে নিয়ে ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের দল ঘোষণা আর্জেন্টিনার

সাক্ষাৎকারের সময়ই ১৩ কোটি টাকা দামের ঘড়ি-জামাকাপড় পরেছিলেন নেইমার

ভারত ম্যাচ নিয়ে মানসিকভাবে ‘প্রস্তুত’ বাংলাদেশ

আর্জেন্টিনা ম্যাচ সামনে রেখে ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার

তিন ম্যাচে দ্বিতীয় হার দেখলেন রোনালদো

বরফে ঢাকা গ্রিনল্যান্ড যেভাবে ফুটবলের স্বপ্ন বুনছে

রিয়ালের ‘ব্ল্যাংক চেক’ প্রস্তাব, টাকার অঙ্ক বসাননি নেইমার

ইতিহাস গড়তে নামছে আফগানিস্তান, খেলা দেখবেন কোথায়

আরব আমিরাতের বিপক্ষে কোথায় পিছিয়ে বাংলাদেশ, জানেন অধিনায়ক