Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

পাকিস্তান ম্যাচ দিয়ে শিরোপা রক্ষার অভিযানে নামবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পাকিস্তান ম্যাচ দিয়ে শিরোপা রক্ষার অভিযানে নামবে বাংলাদেশ

২০২২ সালে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামেই চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের মেয়েরা। দুই বছর পর এবার শিরোপা ধরে রাখার লক্ষ্যে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল। সাবিনা খাতুন-সানজিদা আকতাররা গ্রুপ পর্বে খেলবেন ভারত ও পাকিস্তানের বিপক্ষে। 

২০২৪ নারী সাফের সূচি আজ প্রকাশ করা হয়েছে।  কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ১৭ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট। একই ভেন্যুতে ২০ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযানে নামবে বাংলাদেশের মেয়েরা। নিজেদের দ্বিতীয় ম্যাচ তথা গ্রুপ পর্বের শেষ ম্যাচ বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে। ২৩ অক্টোবর মুখোমুখি হবে দুই প্রতিবেশী। বাংলাদেশ নারী ফুটবল দলের দুটি ম্যাচই বাংলাদেশ সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে শুরু হবে।

দুই গ্রুপে সাত দল খেলবে এবারের নারী সাফে। ‘এ’ গ্রপে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই তিন দল থাকলেও অপর গ্রুপে রয়েছে চার দল। নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান এই চার দল রয়েছে ‘বি’ গ্রুপে।

টুর্নামেন্ট শুরুর দ্বিতীয় দিন ১৮ অক্টোবর হবে দুই ম্যাচ। বাংলাদেশ সময় বেলা ১টা ৪৫ মিনিটে খেলবে শ্রীলঙ্কা-মালদ্বীপ। একই দিন বিকেল ৫টা ৪৫ মিনিটে মুখোমুখি  নেপাল-ভুটান। একদিন বিরতি দিয়ে ২০ অক্টোবর হবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। ভুটান-শ্রীলঙ্কা, মালদ্বীপ-নেপাল ম্যাচ দুটি হবে ২১ অক্টোবর।

একদিন বিরতিতে বাংলাদেশ-ভারত ম্যাচ হবে ২৩ অক্টোবর। মালদ্বীপ-ভুটান, নেপাল-শ্রীলঙ্কা দুটি ম্যাচ দিয়ে ২৪ অক্টোবর শেষ হবে গ্রুপ পর্বের খেলা। দুই দিন বিশ্রামের পর ২৭ অক্টোবর হবে দুটি সেমিফাইনাল। টুর্নামেন্ট শেষ হবে ৩০ অক্টোবর। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টের সব ম্যাচ হবে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে। যেদিন দুটি ম্যাচ, সেদিন প্রথম ম্যাচ শুরু হবে বেলা ১টা ৪৫ মিনিটে। দ্বিতীয় ম্যাচ শুরু হবে বিকেল ৫টা ৪৫ মিনিটে। 

 

 

 

 

২০২৪ নারী সাফে বাংলাদেশের সূচি

প্রতিপক্ষ               তারিখ                   শুরুর সময় (বাংলাদেশ সময়)               
পাকিস্তান           ২০ অক্টোবর                বিকেল ৫টা ৪৫ মিনিট   
ভারত              ২৩ অক্টোবর                 বিকেল ৫টা ৪৫ মিনিট

   

 

সেমিফাইনালের সূচি

                     

                                                                               তারিখ                      শুরুর সময় (বাংলাদেশ সময়)

গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন-গ্রুপ ‘বি’ রানার্সআপ               ২৭ অক্টোবর                বেলা ১টা ৪৫ মিনিট   
গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন-গ্রুপ ‘এ’ রানার্সআপ               ২৭ অক্টোবর                বিকেল ৫টা ৪৫ মিনিট

                                                                             

ফাইনালের সূচি

                                                                              তারিখ                      শুরুর সময় (বাংলাদেশ সময়)

দুই সেমিফাইনালের জয়ী দল                                ৩০ অক্টোবর                    বিকেল ৫টা ৪৫ মিনিট

   

 

 
গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন-গ্রুপ ‘এ’ রানার্সআপ               ২৭ অক্টোবর                

আরব আমিরাত থেকে ফিরেই লম্বা ছুটিতে আফঈদারা

কোন ভয়ে রোনালদো খেলছেন না আজ

দু্ই মেসিকে নিয়ে ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের দল ঘোষণা আর্জেন্টিনার

সাক্ষাৎকারের সময়ই ১৩ কোটি টাকা দামের ঘড়ি-জামাকাপড় পরেছিলেন নেইমার

ভারত ম্যাচ নিয়ে মানসিকভাবে ‘প্রস্তুত’ বাংলাদেশ

আর্জেন্টিনা ম্যাচ সামনে রেখে ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার

তিন ম্যাচে দ্বিতীয় হার দেখলেন রোনালদো

বরফে ঢাকা গ্রিনল্যান্ড যেভাবে ফুটবলের স্বপ্ন বুনছে

রিয়ালের ‘ব্ল্যাংক চেক’ প্রস্তাব, টাকার অঙ্ক বসাননি নেইমার

ইতিহাস গড়তে নামছে আফগানিস্তান, খেলা দেখবেন কোথায়