Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

গোলের চেয়ে মেসির সঙ্গে ‘আলিঙ্গন’ই এনজোর বিশেষ মুহূর্ত 

ক্রীড়া ডেস্ক

গোলের চেয়ে মেসির সঙ্গে ‘আলিঙ্গন’ই এনজোর বিশেষ মুহূর্ত 

আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচটি সমর্থকদের জন্য যতটা ‘বিশেষ’ ছিল, তার চেয়ে একটু বেশি ছিল এনজো ফার্নান্দেজের কাছে। গতকাল এই মিডফিল্ডারের দারুণ এক গোল আনন্দে ভাসিয়েছে আর্জেন্টাইন সমর্থকদের। এই গোল আর্জেন্টিনার হয়ে এনজোর ক্যারিয়ারে প্রথম গোল, তা-ও আবার দলের বিশেষ মুহূর্তে বিশ্বকাপের মতো মঞ্চে। তবু এটি খুব বিশেষ কিছু ছিল না ২১ বছর বয়সী এনজোর কাছে।

খেলোয়াড়ি জীবনে লিওনেল মেসিকে আদর্শ হিসেবে নিজের মধ্যে লালন করেন এনজো। আর্জেন্টিনার জার্সিতে পাঁচ ম্যাচ খেলে শুরুর একাদশে জায়াগা হয়নি একবারও। কিন্তু গতকাল ৫৭ মিনিটে গুইদো রদ্রিগেসের বদলি নেমে মেক্সিকোর রক্ষণকে দিশেহারা করে তুলেছিলেন বেনফিকা মিডফিল্ডার।

৮৭ মিনিটে নিজের আইডল লিওনেল মেসির পাস থেকেই দুর্দান্ত এক গোল করেছেন এনজো। গোলের পর মেসিই সবার আগে জড়িয়ে ধরেন এই সেন্টার মিডফিল্ডারকে। ম্যাচ শেষে মেসির সঙ্গে এই ‘আলিঙ্গনকেই’ বিশেষ মুহূর্ত বললেন এনজো, ‘লিওনেল মেসির সঙ্গে এই আলিঙ্গন প্রথম এবং বিশেষ। বিশ্বকাপে আমার অন্যতম আইডল লিওকে আলিঙ্গন করা খুবই বিশেষ। আমি খুবই রোমাঞ্চিত। এ জন্য তাঁকে আমি ধন্যবাদ জানাতে চাই। তাঁর পাসেই আমি একটি গোল করেছি।’

এনজো ফার্নান্দেজ গোল করার পর মেসি তাঁর সঙ্গে আলিঙ্গন করছেন।এনজো আগেই জানিয়েছেন, ছোট থেকেই আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে খেলা এবং গোল করার স্বপ্ন দেখতেন। সেই স্বপ্ন এখন বাস্তব। লো সেলসো চোটে ছিটকে যাওয়ায় প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে মধ্যমাঠ নিয়ে ভুগেছিল আর্জেন্টিনা। এবার হয়তো কোচ লিওনেল স্কালোনিকে সেই জায়াগায় এনজোকে দিয়েই পূরণের চিন্তা করতে হবে।

তবে এনজো ফার্নান্দেজের নৈপুণ্যে বিস্মিত হননি লিওনেল মেসি। অধিনায়ক জানতেন তাঁর সেনার প্রতিভা সম্পর্কে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মেসি বললেন, ‘এনজোকে (ফার্নান্দেজ) দেখে আমি বিস্মিত নই, আমি তাকে চিনি এবং আমি তাকে প্রতিদিন প্রশিক্ষণে দেখি। সে এটার যোগ্য, কারণ সে একজন দর্শনীয় খেলোয়াড়।’

আর্জেন্টিনা ফুটবল সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন

২০০১ সালের ১৭ জানুয়ারি আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসের প্রাশাসনিক অঞ্চল সান মার্টিনে জন্মগ্রহণ করেন এনজো ফার্নান্দেজ। গত গ্রীষ্মকালীন দলবদলে আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেট থেকে পর্তুগালের ক্লাব বেনফিকায় যোগ দিয়েছেন।

বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:

জেতা ম্যাচে রিয়াল দেখল আর্জেন্টাইন আতঙ্ক

পিএসজিকে রুখতে প্রস্তুত সালহরা

সৌদি আরবে সুদানের বিপক্ষে খেলবে বাংলাদেশ

রিয়ালকে হারানোর সুযোগ দেখছেন সিমিওনে

আরব আমিরাত থেকে ফিরেই লম্বা ছুটিতে আফঈদারা

কোন ভয়ে রোনালদো খেলছেন না আজ

দু্ই মেসিকে নিয়ে ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের দল ঘোষণা আর্জেন্টিনার

সাক্ষাৎকারের সময়ই ১৩ কোটি টাকা দামের ঘড়ি-জামাকাপড় পরেছিলেন নেইমার

ভারত ম্যাচ নিয়ে মানসিকভাবে ‘প্রস্তুত’ বাংলাদেশ

আর্জেন্টিনা ম্যাচ সামনে রেখে ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার