শুক্রবার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে আর্জেন্টিনা। সোমবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় আবার লিওনেল মেসিদের প্রতিপক্ষ উরুগুয়ে। প্যারাগুয়ের বিপক্ষে ড্রয়ের পর ঘরের মাঠে শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে ম্যাচটি জিততে চায় আর্জেন্টিনা।
শেষ পাঁচ ম্যাচে উরুগুয়ের বিপক্ষে হারেনি আর্জেন্টিনা। দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল জুলাইয়ে কোপা আমেরিকায়। গ্রুপ পর্বের সেই ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছিল আকাশি নীলরা।
সব মিলিয়ে এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ১৯০ ম্যাচে, যেখানে উরুগুয়ের চেয়ে যোজন যোজন এগিয়ে আর্জেন্টিনা। আর্জেন্টিনার ৮৮ জয়ের বিপরীতে উরুগুয়ে ম্যাচ জিতেছে ৫৭টি। অন্যদিকে ড্র হয়েছে ৪৫টি ম্যাচ।
উরুগুয়ের বিপক্ষে ম্যাচে চোট কাটিয়ে একাদশে ফিরতে পারেন লাওতারো মার্টিনেজ। চোটে পড়ে আগের ম্যাচে একাদশে ছিলেন না ২৪ বছর বয়সী এই ইন্টার মিলান স্ট্রাইকার। তাঁর জায়গায় খেলানো হয়েছিল জোয়াকিন কোররেয়াকে। তবে উরুগুয়ের বিপক্ষে শুরুর একাদশে দেখা যেতে পারে মার্টিনেজকে।
এ ছাড়া রক্ষণেও চোটের সমস্যা আছে আর্জেন্টিনার। গত ম্যাচে পেশির চোটে ৬০ মিনিটের সময়ে মাঠ ছেড়ে যেতে হয়েছিল মার্কোস আকুনাকে। তাঁর বদলি হিসেবে নামানো হয় নিকোলাস তাগলিয়াফিকোকে। উরুগুয়ে ম্যাচেও শুরুর একাদশে তালিয়াফিকোর থাকার সম্ভাবনাই বেশি।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:
এমিলিয়ানো মার্টিনেজ, গঞ্জালো মন্টিয়েল/নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো দি পল, লেয়ান্দ্র পারেদেস, জিওভান্নি লো সেলসো/আলেজান্দ্রো গোমেজ, আনহেল দি মারিয়া, লাওতারো মার্টিনেজ ও লিওনেল মেসি।