Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার চেয়ে বেশি টাকা পেল ইউরোজয়ী স্পেন

ক্রীড়া ডেস্ক

কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার চেয়ে বেশি টাকা পেল ইউরোজয়ী স্পেন

বার্লিন থেকে মায়ামি—পৃথিবীর দুই প্রান্তে মহাদেশীয় দুই টুর্নামেন্টের শিরোপা জিতল স্পেন ও আর্জেন্টিনা। দুটি দলই স্ব স্ব টুর্নামেন্টে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়েছে। তবে চ্যাম্পিয়ন হওয়ার পর টাকার অঙ্কে আর্জেন্টিনার চেয়ে ঢের এগিয়ে স্পেন। 

বাংলাদেশের হিসাবে ১৪ ও ১৫ জুলাই দুই তারিখে হয়েছে ইউরো ও কোপা ফাইনাল। বার্লিনে গত রাতে ইউরোর ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে রেকর্ড চতুর্থবার ইউরো জিতেছে স্পেন। শিরোপা জয়ের পর স্পেন পেয়েছে ২ কোটি ৮২ লাখ ৫০ হাজার ইউরো। বাংলাদেশি মুদ্রায় তা ৩৬২ কোটি ৫ লাখ টাকা। কয়েক ঘণ্টা পর মায়ামিতে আজ সকালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা ধরে রাখল লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। একই সঙ্গে উরুগুয়েকে ছাড়িয়ে রেকর্ড ১৬তম কোপা জিতল আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরা কোপা জয়ের পর পেল ১ কোটি ৬০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় হিসেব করলে সেটা হয় ১৮৮ কোটি ৩ লাখ টাকা।

দুই টুর্নামেন্টের রানার্সআপ ইংল্যান্ড, কলম্বিয়াও খালি হাতে ফিরছে না। ইউরো রানার্সআপ ইংল্যান্ড পাচ্ছে ২ কোটি ৮২ লাখ ৫০ হাজার ইউরো। বাংলাদেশি মুদ্রায় তা ৩১০ কোটি ৮৬ লাখ টাকা। এই নিয়ে টানা দুই ইউরোর ফাইনালে উঠেও শিরোপা জেতা হলো না ইংল্যান্ডের। আর্জেন্টিনার কাছে শিরোপা খুঁইয়ে কলম্বিয়া পেল ৭০ লাখ ডলার (বাংলাদেশি ৮২ কোটি ২৬ লাখ টাকা)। টানা ২৮ ম্যাচ অপরাজিত কলম্বিয়া হারল ফাইনালে এসেই।

ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সর্বোচ্চ চতুর্থ ইউরো জিতল স্পেন। ছবি: এএফপিএবারের কোপায় আর্জেন্টিনা করেছে ৯ গোল। ৬ ম্যাচে ৫ গোল করে সর্বোচ্চ গোলদাতা লাওতারো মার্তিনেজ জিতলেন গোল্ডেন বুটের পুরস্কার। অন্যদিকে ইউরোতে সর্বোচ্চ গোলদাতা যৌথভাবে ৬ ফুটবলার। নেদারল্যান্ডসের কোডি গাকপো, ইংল্যান্ডের হ্যারি কেইন, জর্জিয়ার জর্জেস মিকাউতাদজি, জার্মানির জামাল মুসিয়ালা, স্পেনের দানি অলমো, স্লোভাকিয়ার ইভান স্ক্র্যাঞ্জ—প্রত্যেকেই তিনটি করে গোল করেছেন। স্পেন-আর্জেন্টিনা মুখোমুখি হবে পরবর্তী ফিনালিসিমায়।

২০২৬ বিশ্বকাপ পর্যন্ত তাহলে ব্রাজিলের ক্লাবে থাকছেন নেইমার

নতুন ক্লাবে প্রথম হারের স্বাদ পেলেন হামজা

সিটির মাঠে কেন শিরোপার গান, কিছু বলতে চান না লিভারপুল কোচ

ভক্ত-সমর্থকদের দুয়োধ্বনির জবাব এভাবেই দিলেন নেইমার

উৎসবের আমেজে শেষ হলো কেএসআরএম ফুটবল টুর্নামেন্ট

সাবিনাদের অনুশীলনের জন্য বাটলারের দরজা খোলা

আলভারেজে উড়ছে আতলেতিকো, শীর্ষে ফিরল বার্সা

ইয়ংমেন্সকে উড়িয়ে আবাহনীর বড় জয়

আল নাসরের হারের রাতে মেজাজ হারালেন রোনালদো

ওয়ান্ডারার্সকে উড়িয়ে দিল মোহামেডান