Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

কাতার বিশ্বকাপ নিশ্চিত করল যারা

ক্রীড়া ডেস্ক

কাতার বিশ্বকাপ নিশ্চিত করল যারা

কাজাখস্তানকে গত রাতে ৮-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ফ্রান্স। বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে বিশ্বকাপের জায়গা নিশ্চিত করেছে বেলজিয়ামও। এদিকে স্বাগতিক দেশ হিসেবে বিশ্বকাপে সবার আগে অংশগ্রহণ নিশ্চিত হয়েছে কাতারের। 

কাতারের পরেই বিশ্বকাপের টিকিট কেটেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করেছে ডেনমার্কও। ল্যাটিন আমেরিকা অঞ্চল থেকে সবার আগে কাতারের টিকিট কেটেছে অবশ্য পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। দ্বিতীয় দল হিসেবে আর্জেন্টিনার বিশ্বকাপ নিশ্চিত করা এখন শুধু সময়ের ব্যাপার। এগিয়ে আছে ইকুয়েডরও। আর এখনো বিশ্বকাপ নিশ্চিত হয়নি চিলি, কলম্বিয়া ও উরুগুয়ের। 

উত্তর আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপের মূলপর্বে দৌড়ে এগিয়ে আছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। আর প্লে-অফের সম্ভাবনা টিকিয়ে রেখেছে পানামা। বিশ্বকাপের মূলপর্বের টিকিট পেতে সবচেয়ে রোমাঞ্চকর লড়াই হবে ইউরোপিয়ান অঞ্চলে। এখানে প্রতিটি গ্রুপেই আছে অনিশ্চয়তা। লড়াই চলছে পর্তুগাল-সার্বিয়া, স্পেন-সুইডেন, ইতালি-সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস-তুরস্ক, রাশিয়া-ক্রোয়েশিয়া ও ইংল্যান্ড-পোল্যান্ডের মধ্যে। এর মধ্যে কোনো কোনো দলের ভাগ্য নির্ধারণ হবে আজ রাতেই। 

আফ্রিকা অঞ্চল থেকে প্লে-অফ নিশ্চিত করেছে মরক্কো, সেনেগাল, মিশর ও মালি। এশিয়া অঞ্চল থেকে সরাসরি কাতার যাওয়ার দৌড়ে এগিয়ে আছে ইরান, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব ও অস্ট্রেলিয়া। কিছুটা পিছিয়ে থাকলেও জাপানের প্লে-অফের সম্ভাবনা টিকে আছে ভালোভাবেই।  

জেতা ম্যাচে রিয়াল দেখল আর্জেন্টাইন আতঙ্ক

পিএসজিকে রুখতে প্রস্তুত সালহরা

সৌদি আরবে সুদানের বিপক্ষে খেলবে বাংলাদেশ

রিয়ালকে হারানোর সুযোগ দেখছেন সিমিওনে

আরব আমিরাত থেকে ফিরেই লম্বা ছুটিতে আফঈদারা

কোন ভয়ে রোনালদো খেলছেন না আজ

দু্ই মেসিকে নিয়ে ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের দল ঘোষণা আর্জেন্টিনার

সাক্ষাৎকারের সময়ই ১৩ কোটি টাকা দামের ঘড়ি-জামাকাপড় পরেছিলেন নেইমার

ভারত ম্যাচ নিয়ে মানসিকভাবে ‘প্রস্তুত’ বাংলাদেশ

আর্জেন্টিনা ম্যাচ সামনে রেখে ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার