যে শিরোপা কাছে পেতে এত কিছু, এত অপেক্ষা—সেটি অবশেষে এসেছে। লিওনেল মেসি শিরোপাটা যেন কিছুতেই হাতছাড়া করতে চান না! আর্জেন্টিনায় পৌঁছে একটু ঘুমানোর সুযোগ পেয়েছিলেন। সকালে তাঁর বিছানায় দেখা গেল ট্রফিটাও।
অবশ্য ট্রফি নিয়ে ঘুমানোর দৃশ্য অপরিচিত নয়। তারকারা বড় শিরোপা জিতলে বিছানায় নিয়ে এটির একটি ছবি দেবেনই সামাজিক যোগাযোগমাধ্যমে। কিন্তু মেসির কাছে এই শিরোপার তাৎপর্য অন্যরকম। আর্জেন্টিনায় মেসিরা পৌঁছেছেন গতকাল স্থানীয় সময় রাত আড়াইটায়। এই মুহূর্তে সেখানে সকাল। ঘুম থেকে উঠেই মেসি ট্রফি নিয়ে ‘শুভ সকাল’ জানিয়েছেন ভক্ত-সমর্থকদের।
মেসিরা ট্রফি হাতে ছাদ খোলা বাসে জনতার স্রোতে যাবেন—এমন সকাল, এমন দিন আর্জেন্টাইনরা পেল ৩৬ বছর পর।