Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

ভারতীয় ক্লাব নিয়ম ভাঙায় এএফসি কাপ স্থগিত

নিজস্ব প্রতিবেদক

ভারতীয় ক্লাব নিয়ম ভাঙায় এএফসি কাপ স্থগিত

ঢাকা: আজ সন্ধ্যায় মালদ্বীপের বিমান ধরার কথা ছিল বসুন্ধরা কিংসের। সব প্রস্তুতি শেষ। এ সময় মালদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশন বসুন্ধরা কিংস থেকে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এএফসি কাপ স্থগিত!

নিজদের দেশে এএফসি কাপ আয়োজন নিয়ে অবশ্য মালদ্বীপের আপত্তি ছিল গত কদিন ধরেই। বিশেষ করে ভারত থেকে আসা দুই দল বেঙ্গালুরু এফসি ও এটিকে মোহনবাগানকে নিয়ে সংশয়ে ছিল মালদ্বীপ এফএ। বেঙ্গালুরুর খেলোয়াড়েরা করোনা প্রটোকল ভাঙায় ভীষণ চটেছেন মালদ্বীপের ক্রীড়ামন্ত্রী আহমেদ মাহলুফ।

১১ মে ‘ডি’ গ্রুপের বাছাইপর্বে মাঠে নামার কথা ছিল মালদ্বীপের ক্লাব ঈগলস ও বেঙ্গালুরু এফসির। এ ম্যাচের জয়ী দলের মূলপর্বে প্রতিদ্বন্দ্বিতা করার কথা বসুন্ধরা কিংস, মাজিয়া স্পোর্টস ও এটিকে মোহনবাগানের বিপক্ষে। ভারতীয় দল হওয়ায় বেঙ্গালুরু এফসি ও এটিকে মোহনবাগানের জন্য কঠিন জৈব সুরক্ষাবলয় তৈরি করেছিল মালদ্বীপ সরকার। কিন্তু বেঙ্গালুরু খেলোয়াড়েরা সেটা মেনে চলতে পারেননি। সুরক্ষাবলয় ভেঙে তারকা খেলোয়াড় সুনীল ছেত্রীসহ একাধিক ফুটবলার প্রকাশ্যে ঘুরে বেড়িয়েছেন বাইরে।

বিষয়টি জানাজানি হওয়ার পর বেঙ্গালুরুকে মালদ্বীপ ছাড়তে চাপ এসেছে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়ের দিকে। পরে বেঙ্গালুরুকে মালদ্বীপ ছাড়ার নির্দেশ দিয়েছেন ক্রীড়ামন্ত্রী আহমেদ মাহলুফ। টুইটারে তিনি লিখেছেন, ‘এএফসি ও আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ না মেনে ক্ষমার অযোগ্য অপরাধ করেছে বেঙ্গালুরু এফসি। বেঙ্গালুরুকে দ্রুত মালদ্বীপ ছাড়তে হবে। তাদের এই আচরণ আমরা মানতে পারছি না। জনগণের চাপ আর মামলা হজম করেও আমরা প্রতিশ্রুতি মেনে কয়েক মাস আগে টুর্নামেন্ট আয়োজনে রাজী হয়েছিলাম।’

পরে আরেক টুইট বার্তায় মাহলুফ নিশ্চিত করেন এএফসির সঙ্গে আলোচনা করেই স্থগিত করা হয়েছে গ্রুপ পর্বের ম্যাচ। স্থগিত হওয়া খেলা কবে সেটা এখনো ঠিক হয়নি। গত বছর করোনার কারণেই বাতিল হয়েছিল এএফসি কাপ।

লিভারপুল-পিএসজি ম্যাচে বিতর্কিত রেফারিংয়ের কাহিনি কী

জেতা ম্যাচে রিয়াল দেখল আর্জেন্টাইন আতঙ্ক

পিএসজিকে রুখতে প্রস্তুত সালহরা

সৌদি আরবে সুদানের বিপক্ষে খেলবে বাংলাদেশ

রিয়ালকে হারানোর সুযোগ দেখছেন সিমিওনে

আরব আমিরাত থেকে ফিরেই লম্বা ছুটিতে আফঈদারা

কোন ভয়ে রোনালদো খেলছেন না আজ

দু্ই মেসিকে নিয়ে ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের দল ঘোষণা আর্জেন্টিনার

সাক্ষাৎকারের সময়ই ১৩ কোটি টাকা দামের ঘড়ি-জামাকাপড় পরেছিলেন নেইমার

ভারত ম্যাচ নিয়ে মানসিকভাবে ‘প্রস্তুত’ বাংলাদেশ