অস্ট্রেলিয়ান ওপেনে দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়েছেন অ্যান্ডি মারে। র্যাঙ্কিংয়ে ১২০ নম্বরে থাকা টারো ড্যানিয়েলের কাছে হেরে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিলেন এই ব্রিটিশ তারকা। মেলবোর্ন পার্কে ড্যানিয়েলের কাছে সরাসরি সেটে হেরেছেন মারে। এদিকে মেয়েদের এককে ৯৮ নম্বরে থাকা ডানকা কোভিনিকের কাছে সরাসরি সেটে হেরে বাদ পড়েছেন আরেক ব্রিটিশ তারকা এমা রাদুকানুও।
২ ঘণ্টা ৪৭ মিনিটের লড়াইয়ে ড্যানিয়েলের কাছে ৪-৬,৪-৬, ৪-৬ গেমে হেরেছেন মারে। বছরের শুরুতে এটিপি ট্যুরে ফাইনাল খেলে আসা মারেকে এই টুর্নামেন্টের অন্যতম ফেবারিট মনে করা হচ্ছিল। টুর্নামেন্টের প্রথম রাউন্ডে নিকোলোজ ব্যাসিলাশভিলির সঙ্গে জিতেছিলেন তিনি। প্রথম রাউন্ডের জয়ের পর দারুণ আত্মবিশ্বাসী ছিলেন মারে।
মারে নিজেও মনে করেন দ্বিতীয় রাউন্ডে এই ম্যাচ তাঁর জেতা উচিত ছিল। হারের পর এই ব্রিটিশ তারকা বলেন, ‘প্রথম রাউন্ডে জয়ের পর একটা সুযোগ তৈরি করেছিলাম। এটি সম্ভবত এমন একটি ম্যাচ যা আমার জেতা উচিত ছিল। কিন্তু সে সুযোগ কাজে লাগাতে পারিনি। আমি ভীষণ হতাশ।’