ক্রীড়া ডেস্ক
আগের দিন কোয়ার্টার ফাইনালের বৈতরণি পেরিয়েছিলেন নোভাক জোকোভিচ ও আলেক্সান্দার জভেরভ। আর আজ কোয়ার্টার ফাইনালে জিতলেন ইয়ানিক সিনার ও বেন শেলটন। তাতে অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় সেমিফাইনালের লাইনআপও ঠিক হয়ে গেছে। ইয়ানিক সিনার খেলবেন শেলটনের বিপক্ষে।
গতকাল পুরুষ এককের কোয়ার্টার ফাইনালে শীর্ষ বাছাই ইয়ানিক সিনার সরাসরি সেটে হারিয়ে দেন অষ্টম বাছাই অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনাউরকে। সিনার জেতেন ৬-৩, ৬-২, ৬-১ গেমে। আরেক কোয়ার্টার ফাইনালে লরেঞ্জো সোনেগোকে ৬-৪, ৭-৫, ৪-৬, ৭-৬ (৭-৪) গেমে হারান ২১তম বাছাই যুক্তরাষ্ট্রের বেন শেলটন।
আগের দিন জোকোভিচ-আলকারাজ শেষ আটের লড়াইটিকে যে কাব্যিক ম্যাচের রূপ দিয়েছিলেন, তার ধারেকাছেও যেতে পারেনি সিনার-ডি মিনাউরের লড়াই। আসলে সিনারকে সেভাবে চ্যালেঞ্জেই ফেলতে পারেননি স্বাগতিক প্রতিযোগী ডি মিনাউর। স্বাগতিক বলেই গ্যালারির সমর্থন পেয়েছেন তিনি। পয়েন্ট জিতলেই সমর্থকেরা হর্ষধ্বনি দিয়েছেন। কিন্তু তাতে কাজ হয়নি। ম্যাচের স্কোরলাইনই বলছে, সিনারের সামনে তেমন প্রতিরোধই গড়ে তুলতে পারেননি ডি মিনাউর। ফলে সহজ জয়ই পেয়েছেন সিনার।
আলকারাস বিদায় নেওয়ার পর এবারের অস্ট্রেলিয়ান ওপেনে জোকোভিচের সম্ভাব্য চ্যালেঞ্জার ভাবা হচ্ছে সিনারকেই। নিজ নিজ সেমিফাইনাল জয়ী হলে ফাইনালেই দেখা হয়ে যাবে জোকোভিচ-সিনারের।
ছেলেদের মতো মেয়েদের দ্বিতীয় সেমিফাইনালের লাইনআপও চূড়ান্ত হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের মেডিসন কিস খেলবেন দ্বিতীয় বাছাই ইগা শিয়াতেকের বিপক্ষে। প্রথম সেমিফাইনালের লাইনআপ আগের দিনই ঠিক হয়েছিল, যেখানে শীর্ষ বাছাই আরিনা সাবালেঙ্কা খেলবেন স্পেনের ১১তম বাছাই পলা বাদোসার বিপক্ষে।
আগের দিন কোয়ার্টার ফাইনালের বৈতরণি পেরিয়েছিলেন নোভাক জোকোভিচ ও আলেক্সান্দার জভেরভ। আর আজ কোয়ার্টার ফাইনালে জিতলেন ইয়ানিক সিনার ও বেন শেলটন। তাতে অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় সেমিফাইনালের লাইনআপও ঠিক হয়ে গেছে। ইয়ানিক সিনার খেলবেন শেলটনের বিপক্ষে।
গতকাল পুরুষ এককের কোয়ার্টার ফাইনালে শীর্ষ বাছাই ইয়ানিক সিনার সরাসরি সেটে হারিয়ে দেন অষ্টম বাছাই অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনাউরকে। সিনার জেতেন ৬-৩, ৬-২, ৬-১ গেমে। আরেক কোয়ার্টার ফাইনালে লরেঞ্জো সোনেগোকে ৬-৪, ৭-৫, ৪-৬, ৭-৬ (৭-৪) গেমে হারান ২১তম বাছাই যুক্তরাষ্ট্রের বেন শেলটন।
আগের দিন জোকোভিচ-আলকারাজ শেষ আটের লড়াইটিকে যে কাব্যিক ম্যাচের রূপ দিয়েছিলেন, তার ধারেকাছেও যেতে পারেনি সিনার-ডি মিনাউরের লড়াই। আসলে সিনারকে সেভাবে চ্যালেঞ্জেই ফেলতে পারেননি স্বাগতিক প্রতিযোগী ডি মিনাউর। স্বাগতিক বলেই গ্যালারির সমর্থন পেয়েছেন তিনি। পয়েন্ট জিতলেই সমর্থকেরা হর্ষধ্বনি দিয়েছেন। কিন্তু তাতে কাজ হয়নি। ম্যাচের স্কোরলাইনই বলছে, সিনারের সামনে তেমন প্রতিরোধই গড়ে তুলতে পারেননি ডি মিনাউর। ফলে সহজ জয়ই পেয়েছেন সিনার।
আলকারাস বিদায় নেওয়ার পর এবারের অস্ট্রেলিয়ান ওপেনে জোকোভিচের সম্ভাব্য চ্যালেঞ্জার ভাবা হচ্ছে সিনারকেই। নিজ নিজ সেমিফাইনাল জয়ী হলে ফাইনালেই দেখা হয়ে যাবে জোকোভিচ-সিনারের।
ছেলেদের মতো মেয়েদের দ্বিতীয় সেমিফাইনালের লাইনআপও চূড়ান্ত হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের মেডিসন কিস খেলবেন দ্বিতীয় বাছাই ইগা শিয়াতেকের বিপক্ষে। প্রথম সেমিফাইনালের লাইনআপ আগের দিনই ঠিক হয়েছিল, যেখানে শীর্ষ বাছাই আরিনা সাবালেঙ্কা খেলবেন স্পেনের ১১তম বাছাই পলা বাদোসার বিপক্ষে।
বিশ্ব সাঁতার ফেডারেশনের বৃত্তি নিয়ে বর্তমানে থাইল্যান্ডে উন্নত প্রশিক্ষণ করছেন সামিউল ইসলাম রাফি। থাইল্যান্ড সাঁতার চ্যাম্পিয়নশিপেও অংশ নিয়েছেন তিনি। গতকাল ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ব্রোঞ্জ জেতার পর আজ ৫০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে রুপা জিতেছেন বাংলাদেশের এই সাঁতারু।
৮ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেট মহেন্দ্র সিং ধোনি ছেড়েছেন ২০২০ সালে। প্রতিযোগিতামূলক ক্রিকেটে শুধু আইপিএলই খেলেন তিনি।। আলোর চেয়ে দ্রুত গতিতে স্টাম্পিং এখনো তাঁর জুড়ি মেলা ভার। তবে উইকেটরক্ষক হিসেবে যতটা না দুর্দান্ত, ব্যাটিংয়ে সেভাবে জ্বলে উঠতে পারছেন না ভারতীয় এই উইকেটরক্ষক ব্যাটার।
৩৭ মিনিট আগেসংযুক্ত আরব আমিরাতের সহযোগিতায় দেশের আটটি বিভাগে হবে স্পোর্টস হাব। জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এমনটি জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর বরাবরই খেলাধুলাকে বিকেন্দ্রীকরণের কথা বলে আসছেন তিনি।
২ ঘণ্টা আগেবিতর্কিত ঘটনা যে হোসে মরিনিওর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। কদিন আগে প্রতিপক্ষ কোচের নাক টিপে দেওয়ার কাণ্ডে মরিনিওকে চলে তুমুল সমালোচনা। পর্তুগিজ এই কোচকে এবার করা হয়েছে মোটা অঙ্কের টাকা জরিমানা।
৩ ঘণ্টা আগে