নোভাক জোকোভিচের ভিসাসংক্রান্ত জটিলতা যেন শেষ হওয়ার নয়। সাম্প্রতিক সময়ের আলোচিত এই ইস্যু প্রতিদিনই নতুন মোড় নিচ্ছে। গতকাল শুক্রবার দ্বিতীয়বার এই সার্বিয়ান টেনিস তারকার ভিসা বাতিলের পর এবার তাঁকে আটক করা হয়েছে।
ভিসা বাতিল হলেও আপিলের সুযোগ আছে জোকোভিচের। কিন্তু আপিল শুনানির আগে আপাতত তাঁকে আটক করা হয়েছে। এই শুনানির ওপর নির্ভর করছে জোকোভিচ অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারবেন কি না।
করোনার টিকা না নেওয়া জোকোভিচকে জনসাধারণের জন্য ‘হুমকি’ হিসেবে আখ্যায়িত করেছে অস্ট্রেলীয় সরকার। পাল্টা ব্যাখ্যায় অস্ট্রেলিয়া সরকারের এই সিদ্ধান্তকে অযৌক্তিক দাবি করে আপিল করেছেন জোকোভিচের আইনজীবীরা। আগামীকাল বিষয়টি নিয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
শেষ পর্যন্ত জোকোভিচ খেলতে পারেন কি না, সেটা ঝুলে থাকবে ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগ পর্যন্ত। অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী স্কট মরিসনকে বলেছেন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন তাঁরা।
মরিসন আরও যোগ করেন, ‘সাধারণ মানুষের স্বার্থের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহামারিতে অস্ট্রেলিয়ার প্রত্যেক মানুষের কঠিন সময় গেছে। কিন্তু আমরা অনেক জীবন ও জীবিকা বাঁচিয়ে দিয়েছি।’