টেনিসে বাংলাদেশের পাকিস্তান দুর্ভাগ্য যেন কাটছেই না। এশিয়া অনূর্ধ্ব-১৪ ডেভেলপমেন্ট চ্যাম্পিয়নশিপের প্রথম পর্বের বালক দ্বৈতে পাকিস্তানের বিপক্ষে হেরেছিল জাওয়াদ মোহাম্মদ ভূঁইয়া-তানভীর মুন তুষার জুটি। দ্বিতীয় পর্বেও ফাইনালে একই প্রতিপক্ষের বিপক্ষে হারল বাংলাদেশ।
গতকাল শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সের বালক দ্বৈতের ফাইনালে পাকিস্তানের রোমান-তালহা জুটির কাছে হেরেছে জাওয়াদ-তুষার জুটি। প্রথম পর্বে কোনো পয়েন্ট ছাড়াই হেরেছিল বাংলাদেশ। গতকাল হেরেছে হেরেছে ২-৬, ০-৬ সেটে।
বালিকা দ্বৈতে শিরোপা জিতেছে চায়নিজ তাইপে। গতকাল ফাইনালে ছিয়াং-ঝং জুটি ৬-৩, ৭-৫ সেটে মিয়ানমারের ছার-মিন্ট জুটিকে হারায়। পাকিস্তানের মতো প্রথম পর্বেও বালিকা দ্বৈতে ফাইনাল জিতেছিল চায়নিজ তাইপে। দুই পর্ব মিলিয়ে ১০ দলের মধ্যে সেরা চার দল খেলবে আঞ্চলিক পর্বের মূল পর্বে।