বয়স ৪০ পেরিয়ে গেলেও শোয়েব মালিকের অবসর নেওয়ার কোনো ইঙ্গিত নেই। এখন পর্যন্ত অবসর নেওয়ার ব্যাপারে মুখও খোলেননি পাকিস্তানি এই তারকা ক্রিকেটার। তবে শোয়েবের স্ত্রী ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা চান না শোয়েব এখনই ক্রিকেটকে বিদায় জানাক। এক সাক্ষাৎকারে এসব কথা বলেন সানিয়া। এ সময় শোয়েব-সানিয়া জুটির জীবনীভিত্তিক ছবি নিয়েও কথা বলেন সানিয়া।
সম্প্রতি দেওয়া সেই সাক্ষাৎকারে অবধারিতভাবেই তাঁকে কথা বলতে হয় শোয়েবকে নিয়ে। শোয়েবের অবসর নিয়ে জানতে চাইলে সানিয়া বলেন, ‘শোয়েব একজন অসাধারণ খেলোয়াড়। সে আশীর্বাদপুষ্টও বটে। সেরা অবস্থায় থাকার জন্য সে কঠোর পরিশ্রম করে। স্বাস্থ্যকর জীবনধারণে সে একজন উৎকৃষ্ট উদাহরণ। আমি তাকে বলেছি, যদি সে মানসিকভাবে চাপ নিতে পারে, তবে আরও অন্তত দুবছর খেলতে পারে।’
খেলা চালিয়ে যাওয়ার পাশাপাশি নিজেদের ব্যবসাও দাঁড় করাচ্ছেন শোয়েব-সানিয়া জুটি। এ বিষয়ে জানতে চাইলে সানিয়া বলেন, ‘পারফিউম আনার বিষয়টি আমরা দারুণ উপভোগ করছি। এটি আমাদের দুজনের জন্যই নতুন। পারফিউমের মতো আমরা আরও অন্যান্য ব্যবসায় আসার ব্যাপারে ভাবছি।’
কদিন ধরে শোয়েব-সানিয়ার জীবনী নিয়ে চলচ্চিত্র বানানোর কথা শোনা যাচ্ছিল। সেই গুঞ্জনের সত্যতা স্বীকার করে সানিয়া বলেন, ‘বায়োপিক নিয়ে আমরা কয়েকজনের সঙ্গে কথা বলেছি। মহামারির কারণে প্রক্রিয়া মন্থর হয়ে গেছে, কিন্তু কয়েকজনের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে।’