হোম > প্রযুক্তি

নিত্যদিনের সঙ্গী স্মার্টওয়াচ ও ইয়ারবাড 

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তির উৎকর্ষের এই সময়ে পোর্টেবল ডিভাইস হিসেবে ব্যবহারের জন্য ইয়ারবাড এবং স্মার্টওয়াচ মানুষের নিত্যসঙ্গী। এই দুটির ব্যবহার জীবনকে সহজ করে দিয়েছে অনেকটাই। 

যেমন ইয়ারবাড ব্যবহার করার মাধ্যমে গান শোনা, অডিও বুক ও পডকাস্ট, ফোনকল করা এবং ভয়েস অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করা যায়। তেমনি স্মার্টওয়াচও স্বাস্থ্যের অবস্থা জানিয়ে দিতে পারে ব্যবহারকারীকে। এমনকি ঘুমের ধরন পর্যবেক্ষণ করা, বার্তা পাঠানো এবং গ্রহণ করা ছাড়াও এটি অন্যান্য ডিভাইসকে নিয়ন্ত্রণ করতেও সহযোগিতা করে। 

ইয়ারবাড ও স্মার্টওয়াচের কাজের ধরনে অনেকটা মিল থাকলেও এদের মধ্যে রয়েছে কিছু পার্থক্যও। যেমন—

  • ইয়ারবাড সাধারণত ছোট এবং পোর্টেবল হয়। 
  • ভ্রমণ কিংবা ব্যায়াম করার সময়ও ব্যবহার করা সহজ। 
  • স্মার্টওয়াচ কবজিতে ঘড়ি পরার মতো করে ব্যবহার করা হয়। 
  • স্মার্টওয়াচে সময় দেখার সঙ্গে সঙ্গে কল করা সম্ভব। 
  • স্মার্টওয়াচে মেসেজ চেক করা, হার্ট-রেট মনিটর, জিপিএস এবং স্পোর্টস মোড ব্যবহার করা সম্ভব।

পোর্টেবল গ্যাজেট হিসেবে ইয়ারবাড এবং স্মার্টওয়াচ সবার পছন্দের তালিকায় থাকলেও কেনার সময় খেয়াল রাখতে হবে কয়েকটি বিষয়—

ইয়ারবাড

শব্দের গুণমান
ইয়ারবাড কেনার সময় শব্দের গুণগত মান ঠিক আছে কি না। শব্দ ভালো না হলে গান, অডিও বুক—যা-ই শুনতে চাই না কেন ভালো লাগবে না। কানকে আরাম দেবে না। 

অডিও কোডেক
ইয়ারবাড কেনার আগে অবশ্যই দেখে নিতে হবে, ইয়ারবাডটি কোন অডিও কোডেক সাপোর্টেড। যেমন এসবিসি, এএসি, অ্যাডাপটিভ/এইচডি, এলডিএসি সাপোর্ট করে কি না। 

ব্যাটারি লাইফ
ইয়ারবাড ব্যবহারের ক্ষেত্রে ব্যাটারি একটি গুরুত্বপূর্ণ বিষয়। ফলে কেনার সময় জেনে নিতে হবে ইয়ারবাডের ব্যাটারি ঠিক কতক্ষণ কাজ করবে। 

বিল্ড কোয়ালিটি
ইয়ারবাড কেনার সময় বিল্ড কোয়ালিটি এবং ওয়াটারপ্রুফ সম্পর্কেও জেনে নিতে হবে। 

দাম
কোন ইয়ারবাডের কেমন দাম হতে পারে, বিষয়টি জেনে বুঝে কিনতে হবে। 

কলিং ফিচার 
কলিং ফিচার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, স্মার্টওয়াচগুলোতে কলিং ফিচার আছে কি নেই জেনে নিতে হবে। 

ডিজাইন
স্মার্টওয়াচ কেনার সময় এর ডিজাইনও একটি গুরুত্বপূর্ণ বিষয়। বয়স এবং ব্যক্তিত্বভেদে স্মার্টওয়াচ কেনার সময় তা ঠিক ঠিক মানানসই কি না কিংবা চলতি স্টাইল বা ফ্যাশনের সঙ্গে মানাচ্ছে কি না ভেবে নিতে হবে। স্কুল, কলেজ বা অফিসে পরার ক্ষেত্রে যথাযথ কি না, তা-ও ভাবনায় রেখে কিনতে হবে।

সেন্সর
স্মার্টওয়াচে এখন হার্ট-রেট, ব্লাড প্রেশার, অক্সিজেন স্যাচুরেশন মিটারসংবলিত স্মার্টওয়াচের মতো নানা সুবিধা পাওয়া যায়। দৈনন্দিন জীবনযাপনে কোন স্মার্টওয়াচে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে, খোঁজখবর করে কিনলে ভালো হয়।
 
সব সুবিধা নিয়ে এসব গ্যাজেট পাওয়া যাচ্ছে স্টারটেকে। সুলভ মূল্যে এসব পণ্য এখান থেকে কিনলে রয়েছে হোম ডেলিভারি সুবিধা।

এআইয়ের বাজার দাঁড়াবে ৪.৮ ট্রিলিয়ন ডলার, হুমকিতে ৪০ শতাংশ চাকরি

অনলাইনে রেস্টুরেন্ট রিজার্ভেশন ও টিকিট বুকিং করে দেবে মাইক্রোসফটের এআই

২০ হাজার টাকায় ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার রেডমি ১৩ এক্স

ইসরায়েলি নজরদারি টুল ব্যবহার করছে বিশ্বের ছয় দেশ

ফেসবুক রিল বানানোর সঠিক পদ্ধতি

অক্টোবরেই অচল হবে ২৪ কোটি কম্পিউটার, সচল রাখার বিকল্প উপায় কী

টিকটককে আরও ৭৫ দিন সময় দিলেন ট্রাম্প

জিবলি ঝড়ে হিমশিম চ্যাটজিপিটি, ঘণ্টায় ১০ লাখ ব্যবহারকারী

ইলন মাস্কের এক্স–এর মালিক এখন এক্সএআই

ফেসবুকে আর্কাইভ হওয়া স্টোরি খুঁজে পাবেন যেভাবে