অনলাইন ডেস্ক
টিকটককে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করার সময়সীমা আরও ৭৫ দিন পেছালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময়ের মধ্যে টিকটককে তার যুক্তরাষ্ট্রের ব্যবসা বিক্রির ব্যাপারে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে, অন্যথায় দেশটিতে বন্ধ হয়ে যেতে পারে অ্যাপটি।
ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছেন, ‘আমরা চাই না টিকটক বন্ধ হয়ে যাক। টিকটক এবং চীনকে নিয়ে একটি সমঝোতায় পৌঁছানোর আশা করছি।’ বর্তমানে চীনা কোম্পানি বাইটড্যান্স টিকটকের মালিকানায় রয়েছে।
গত জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর টিকটক নিষিদ্ধের সময়সীমা বাড়িয়েছিলেন ট্রাম্প। এই সময়সীমা আজ শনিবারে শেষ হওয়ার কথা ছিল। তবে নতুন সময়সীমা অনুসারে টিকটক এখন আরও কিছুদিন সময় পাবে।
গত বছর কংগ্রেসে একটি দ্বিদলীয় আইন পাস হয়। এ আইন অনুসারে, ছয় মাসের মধ্যে টিকটকের নিয়ন্ত্রণমূলক অংশ বিক্রির জন্য বাইটড্যান্সের ওপর চাপ সৃষ্টি করা হয়। অন্যথায় অ্যাপটি যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে যাবে।
গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাইটড্যান্স জানায়, তারা ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে এখনো কোনো চুক্তি সম্পন্ন হয়নি।
কোম্পানির এক মুখপাত্র বলেছেন, ‘কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখনো নিষ্পত্তি করা বাকি এবং যেকোনো চুক্তি চীনা আইনের অধীনে অনুমোদন নিতে হবে।’
সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন জানিয়েছিল যে, চীন গুপ্তচরবৃত্তি এবং রাজনৈতিক প্রভাব বিস্তার করার জন্য টিকটক ব্যবহার করতে পারে। তাই চীনা মালিকানা থেকে টিকটককে আলাদা করতে হবে।
টিকটক বন্ধ করার বিরোধিতাকারীরা দাবি করেন, এটি বাক্স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতার ওপর আক্রমণ।
এদিকে, টিকটককে যুক্তরাষ্ট্রের মালিকানায় নিয়ে আসতে কাজ চালিয়ে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। গত শুক্রবার ‘ট্রুথ সোশ্যাল’ ট্রাম্প বলেন, ‘চুক্তিটি সম্পূর্ণ করতে কিছু কাজ বাকি রয়েছে এবং প্রয়োজনীয় সব অনুমোদন পেলে এটি চূড়ান্ত হবে।’
টিকটক বিক্রির সম্ভাব্য ক্রেতা
গত বুধবার টিকটক কেনার একটি চুক্তি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। তবে একই দিনে ট্রাম্প বিশ্বব্যাপী ব্যাপক শুল্ক আরোপের ঘোষণা করার পর চুক্তিটি ভেঙে যায়। কারণ চীনের ওপরও শুল্ক আরোপ করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি সিবিএস নিউজকে জানায়, বাইটড্যান্সের প্রতিনিধিরা হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁরা জানিয়েছেন যে, শুল্কসংক্রান্ত আলোচনা শুরু না হলে চুক্তিটির অনুমোদন দেবে না চীন।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের পরিকল্পনা ছিল যে, একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন ট্রাম্প। এই আদেশের মাধ্যমে চুক্তি সম্পন্ন করার জন্য ১২০ দিনের সময়সীমা শুরু হতো। এর মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র ঠিকঠাক করার এবং অর্থায়ন নিশ্চিতের জন্য সময় পাওয়া যেত।
বিদ্যমান বিনিয়োগকারী, নতুন বিনিয়োগকারী, বাইটড্যান্স এবং মার্কিন সরকার থেকে অনুমোদন পেয়েছিল চুক্তিটি। তবে যখন ট্রাম্প বিশ্বব্যাপী আমদানি শুল্ক আরোপ করেন, তখন চুক্তি থেকে পিছু হটে যায় চীন।
যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর ৫৪ শতাংশ মোট শুল্কের সম্মুখীন হয়েছে চীন এবং ৩৪ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে।
এদিকে, বেশ কিছু সম্ভাব্য ক্রেতা সম্প্রতি টিকটক কিনতে আগ্রহ প্রকাশ করেছে। সিবিএস নিউজের প্রতিবেদন অনুযায়ী, আমাজন শেষ মুহূর্তে বাইটড্যান্সকে টিকটক কেনার প্রস্তাব দিয়েছে। তবে প্রতিষ্ঠানটি এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। এ ছাড়া, বিলিয়নিয়ার ফ্রাংক ম্যাককোর্ট ও কানাডীয় ব্যবসায়ী কেভিন ও’লেয়ারি একত্রে টিকটক কেনার প্রস্তাব দিয়েছেন। রেডিটের সহপ্রতিষ্ঠাতা অ্যালেক্সিস ওহানিয়ানও ম্যাককোর্টের দলে যোগ দিয়েছেন।
এ ছাড়া, মাইক্রোসফট, ব্ল্যাকস্টোন, অ্যান্ড্রেসেন হোরোভিটজ এবং সার্চ ইঞ্জিন পারপ্লেক্সিটি এআই-ও সম্ভাব্য ক্রেতার তালিকায় রয়েছে।
ট্রাম্প জানিয়েছেন, টিকটক কিনতে আগ্রহী এমন চারটি আলাদা গ্রুপের সঙ্গে আলোচনা করছে তার প্রশাসন। তবে এসব গ্রুপের নাম প্রকাশ করেননি তিনি। টিকটক কেনার এই প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স।
এদিকে, ট্রাম্প সম্ভাব্য একটি চুক্তির বিষয়ে বলেছেন, ‘আমরা আশা করি চীনকে একটি টিকটক বিক্রির অনুমোদন দেওয়ার বিনিময়ে তারা পাল্টা শুল্ক হ্রাসে সম্মত হবে।’
ট্রাম্পের দাবি, ‘এই বাণিজ্যিক শুল্কগুলো সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক হাতিয়ার এবং আমাদের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
তথ্যসূত্র: বিবিসি
টিকটককে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করার সময়সীমা আরও ৭৫ দিন পেছালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময়ের মধ্যে টিকটককে তার যুক্তরাষ্ট্রের ব্যবসা বিক্রির ব্যাপারে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে, অন্যথায় দেশটিতে বন্ধ হয়ে যেতে পারে অ্যাপটি।
ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছেন, ‘আমরা চাই না টিকটক বন্ধ হয়ে যাক। টিকটক এবং চীনকে নিয়ে একটি সমঝোতায় পৌঁছানোর আশা করছি।’ বর্তমানে চীনা কোম্পানি বাইটড্যান্স টিকটকের মালিকানায় রয়েছে।
গত জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর টিকটক নিষিদ্ধের সময়সীমা বাড়িয়েছিলেন ট্রাম্প। এই সময়সীমা আজ শনিবারে শেষ হওয়ার কথা ছিল। তবে নতুন সময়সীমা অনুসারে টিকটক এখন আরও কিছুদিন সময় পাবে।
গত বছর কংগ্রেসে একটি দ্বিদলীয় আইন পাস হয়। এ আইন অনুসারে, ছয় মাসের মধ্যে টিকটকের নিয়ন্ত্রণমূলক অংশ বিক্রির জন্য বাইটড্যান্সের ওপর চাপ সৃষ্টি করা হয়। অন্যথায় অ্যাপটি যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে যাবে।
গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাইটড্যান্স জানায়, তারা ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে এখনো কোনো চুক্তি সম্পন্ন হয়নি।
কোম্পানির এক মুখপাত্র বলেছেন, ‘কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখনো নিষ্পত্তি করা বাকি এবং যেকোনো চুক্তি চীনা আইনের অধীনে অনুমোদন নিতে হবে।’
সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন জানিয়েছিল যে, চীন গুপ্তচরবৃত্তি এবং রাজনৈতিক প্রভাব বিস্তার করার জন্য টিকটক ব্যবহার করতে পারে। তাই চীনা মালিকানা থেকে টিকটককে আলাদা করতে হবে।
টিকটক বন্ধ করার বিরোধিতাকারীরা দাবি করেন, এটি বাক্স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতার ওপর আক্রমণ।
এদিকে, টিকটককে যুক্তরাষ্ট্রের মালিকানায় নিয়ে আসতে কাজ চালিয়ে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। গত শুক্রবার ‘ট্রুথ সোশ্যাল’ ট্রাম্প বলেন, ‘চুক্তিটি সম্পূর্ণ করতে কিছু কাজ বাকি রয়েছে এবং প্রয়োজনীয় সব অনুমোদন পেলে এটি চূড়ান্ত হবে।’
টিকটক বিক্রির সম্ভাব্য ক্রেতা
গত বুধবার টিকটক কেনার একটি চুক্তি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। তবে একই দিনে ট্রাম্প বিশ্বব্যাপী ব্যাপক শুল্ক আরোপের ঘোষণা করার পর চুক্তিটি ভেঙে যায়। কারণ চীনের ওপরও শুল্ক আরোপ করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি সিবিএস নিউজকে জানায়, বাইটড্যান্সের প্রতিনিধিরা হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁরা জানিয়েছেন যে, শুল্কসংক্রান্ত আলোচনা শুরু না হলে চুক্তিটির অনুমোদন দেবে না চীন।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের পরিকল্পনা ছিল যে, একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন ট্রাম্প। এই আদেশের মাধ্যমে চুক্তি সম্পন্ন করার জন্য ১২০ দিনের সময়সীমা শুরু হতো। এর মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র ঠিকঠাক করার এবং অর্থায়ন নিশ্চিতের জন্য সময় পাওয়া যেত।
বিদ্যমান বিনিয়োগকারী, নতুন বিনিয়োগকারী, বাইটড্যান্স এবং মার্কিন সরকার থেকে অনুমোদন পেয়েছিল চুক্তিটি। তবে যখন ট্রাম্প বিশ্বব্যাপী আমদানি শুল্ক আরোপ করেন, তখন চুক্তি থেকে পিছু হটে যায় চীন।
যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর ৫৪ শতাংশ মোট শুল্কের সম্মুখীন হয়েছে চীন এবং ৩৪ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে।
এদিকে, বেশ কিছু সম্ভাব্য ক্রেতা সম্প্রতি টিকটক কিনতে আগ্রহ প্রকাশ করেছে। সিবিএস নিউজের প্রতিবেদন অনুযায়ী, আমাজন শেষ মুহূর্তে বাইটড্যান্সকে টিকটক কেনার প্রস্তাব দিয়েছে। তবে প্রতিষ্ঠানটি এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। এ ছাড়া, বিলিয়নিয়ার ফ্রাংক ম্যাককোর্ট ও কানাডীয় ব্যবসায়ী কেভিন ও’লেয়ারি একত্রে টিকটক কেনার প্রস্তাব দিয়েছেন। রেডিটের সহপ্রতিষ্ঠাতা অ্যালেক্সিস ওহানিয়ানও ম্যাককোর্টের দলে যোগ দিয়েছেন।
এ ছাড়া, মাইক্রোসফট, ব্ল্যাকস্টোন, অ্যান্ড্রেসেন হোরোভিটজ এবং সার্চ ইঞ্জিন পারপ্লেক্সিটি এআই-ও সম্ভাব্য ক্রেতার তালিকায় রয়েছে।
ট্রাম্প জানিয়েছেন, টিকটক কিনতে আগ্রহী এমন চারটি আলাদা গ্রুপের সঙ্গে আলোচনা করছে তার প্রশাসন। তবে এসব গ্রুপের নাম প্রকাশ করেননি তিনি। টিকটক কেনার এই প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স।
এদিকে, ট্রাম্প সম্ভাব্য একটি চুক্তির বিষয়ে বলেছেন, ‘আমরা আশা করি চীনকে একটি টিকটক বিক্রির অনুমোদন দেওয়ার বিনিময়ে তারা পাল্টা শুল্ক হ্রাসে সম্মত হবে।’
ট্রাম্পের দাবি, ‘এই বাণিজ্যিক শুল্কগুলো সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক হাতিয়ার এবং আমাদের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
তথ্যসূত্র: বিবিসি
মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য রুখতে ‘ফুটনোটস’ নামের নতুন ফিচার নিয়ে এসেছে টিকটক। ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে যুক্তরাষ্ট্রে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) ‘কমিউনিটি নোটস’-এর মতোই কাজ করবে ফিচারটি।
১ ঘণ্টা আগেদৃষ্টিপ্রতিবন্ধী ও স্বল্পদৃষ্টিসম্পন্ন ব্যক্তিদের জন্য নিরাপদে চলাফেরার পথ সহজ করতে এক নতুন ধরনের পরিধানযোগ্য ডিভাইস তৈরি করেছেন চীনের বিজ্ঞানীরা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ডিভাইসটি ব্যবহারকারীদের চারপাশের প্রতিবন্ধকতা শনাক্ত করে এবং চলার জন্য নিরাপদ পথের নির্দেশনা দেয়।
৪ ঘণ্টা আগেসরকার ইতিমধ্যে সাবমেরিন কেবল ব্যান্ডউইথের মূল্য ১০ শতাংশ কমিয়ে এনেছে। ফাইবারের জটিলতা নিরসন করা হয়েছে। এর মধ্যে ৫০০ টাকায় ৫ এমবিপিএসের বদলে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।
৪ ঘণ্টা আগেতথ্য চুরির জন্য প্রতিনিয়ত নতুন কৌশল বের করছে সাইবার অপরাধীরা। ইন্টারনেট ব্যবহারকারীরা যখন ফিশিং লিংক, ভুয়া ওয়েবসাইট, প্রতারণামূলক ইমেইল ও ছদ্মবেশী স্ক্যামের ব্যাপারে সচেতন হচ্ছে, তখন হ্যাকাররা তাদের পদ্ধতিতে নতুনত্ব আনছে। সাম্প্রতিক সময়ে হ্যাকাররা যেসব কৌশল ব্যবহার করছে, তার একটি হলো—ইউএসবি ফ্ল্যাশ
৬ ঘণ্টা আগে