অনলাইন ডেস্ক
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট কো-পাইলটে নতুন ‘অ্যাকশনস’ ফিচার যুক্ত করছে মাইক্রোসফট। এই ফিচারের মাধ্যমে কো-পাইলট এখন রেস্টুরেন্ট রিজার্ভেশন, ইভেন্ট টিকিট বুকিং এবং বন্ধুদের জন্য পণ্য কেনা ও শিপিং করার মতো কাজ করতে পারবে।
সাধারণ চ্যাট প্রম্পট ব্যবহার করে অ্যাকশনস ফিচারটি ব্যবহার করা যাবে, যা ব্যাকগ্রাউন্ডে কাজ করবে। ফলে ব্যবহারকারীরা নির্বিঘ্নে অনলাইনে অন্য কাজ করতে পারেন।
এই ফিচারের লঞ্চ পার্টনার হিসেবে রয়েছে বুকিং ডট কম, এক্সপিডিয়া, কায়াক, ট্রিপঅ্যাডভাইজর, স্কাইস্ক্যানার, ভিয়াটার, ভিআরবিও ও প্রাইসলাইন—যাদের সেবা কো-পাইলট ব্যবহারকারীদের আসন্ন ভ্রমণ পরিকল্পনা করতে সাহায্য করবে। এ ছাড়া, ‘ওপেন টেবিল’-এর মাধ্যমে খাবারের জন্য রিজার্ভেশন এবং ১-৮০০ ফ্লাওয়ারস ডটকম থেকে ফুল কেনার সুবিধাও থাকবে। ইভেন্ট শেষে ‘বাসায় ফেরার উপায়’ সুপারিশ করে, যা সম্ভবত ট্যাক্সি বা রাইড শেয়ারিং সার্ভিসও সমর্থন করবে।
মাইক্রোসফট দাবি করেছে, কোপাইলটের অ্যাকশনস ফিচার ওয়েবের অধিকাংশ ওয়েবসাইটের সঙ্গে কাজ করবে।
এ ছাড়া, কো-পাইলটের অন্যান্য ব্যক্তিগতকরণ ফিচারগুলোও থাকবে। যেমন: অনলাইন কনটেন্টকে এআই জেনারেটেড পডকাস্টে পরিণত করা, পণ্য কেনা ও ডিল খুঁজে বের করার টুল এবং ক্যামেরা ব্যবহার করে কো-পাইলটকে দেখার ক্ষমতা দেওয়া। তবে অ্যাকশনস ফিচারটি কীভাবে কাজ করবে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি মাইক্রোসফট।
এদিকে গত মার্চে ‘নোভা অ্যাক্ট’ এআই এজেন্ট চালু করেছে অ্যামাজন, যা ব্রাউজার থেকে বিভিন্ন অনলাইন কাজ করে দিতে পারবে। যেমন: ওয়েব সার্চ, পণ্য কেনা এবং স্ক্রিনে থাকা তথ্যের উত্তর দিতে পারবে। অন্যদিকে, ওপেনএআইয়ের অপারেটর, গুগলের প্রোজেক্ট মেরিনারে একই ধরনের সুবিধা রয়েছে। এ ছাড়া গত অক্টোবরে অ্যানথ্রোপিকের ক্লড ৩.৫ সনেট এআই মডেলও পরীক্ষামূলক অনলাইন কাজ সম্পাদনের ফিচার যুক্ত করা হয়েছে।
অন্য কোম্পানিগুলোর এই ধরনের সেবা এখনো প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে রয়েছে। তবে মাইক্রোসফট দাবি করেছে, তাদের কো-পাইলট অ্যাকশনস ফিচারটি আজ থেকেই চালু হয়েছে এবং এটি কয়েক সপ্তাহ ও মাসে আরও বিস্তৃত হবে। এই নতুন ফিচার ইঙ্গিত দেয় যে, ভবিষ্যতে এ ধরনের স্বয়ংক্রিয় এআই পার্টনার টুলগুলো আরও কার্যকর ও নির্ভরযোগ্য হবে।
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট কো-পাইলটে নতুন ‘অ্যাকশনস’ ফিচার যুক্ত করছে মাইক্রোসফট। এই ফিচারের মাধ্যমে কো-পাইলট এখন রেস্টুরেন্ট রিজার্ভেশন, ইভেন্ট টিকিট বুকিং এবং বন্ধুদের জন্য পণ্য কেনা ও শিপিং করার মতো কাজ করতে পারবে।
সাধারণ চ্যাট প্রম্পট ব্যবহার করে অ্যাকশনস ফিচারটি ব্যবহার করা যাবে, যা ব্যাকগ্রাউন্ডে কাজ করবে। ফলে ব্যবহারকারীরা নির্বিঘ্নে অনলাইনে অন্য কাজ করতে পারেন।
এই ফিচারের লঞ্চ পার্টনার হিসেবে রয়েছে বুকিং ডট কম, এক্সপিডিয়া, কায়াক, ট্রিপঅ্যাডভাইজর, স্কাইস্ক্যানার, ভিয়াটার, ভিআরবিও ও প্রাইসলাইন—যাদের সেবা কো-পাইলট ব্যবহারকারীদের আসন্ন ভ্রমণ পরিকল্পনা করতে সাহায্য করবে। এ ছাড়া, ‘ওপেন টেবিল’-এর মাধ্যমে খাবারের জন্য রিজার্ভেশন এবং ১-৮০০ ফ্লাওয়ারস ডটকম থেকে ফুল কেনার সুবিধাও থাকবে। ইভেন্ট শেষে ‘বাসায় ফেরার উপায়’ সুপারিশ করে, যা সম্ভবত ট্যাক্সি বা রাইড শেয়ারিং সার্ভিসও সমর্থন করবে।
মাইক্রোসফট দাবি করেছে, কোপাইলটের অ্যাকশনস ফিচার ওয়েবের অধিকাংশ ওয়েবসাইটের সঙ্গে কাজ করবে।
এ ছাড়া, কো-পাইলটের অন্যান্য ব্যক্তিগতকরণ ফিচারগুলোও থাকবে। যেমন: অনলাইন কনটেন্টকে এআই জেনারেটেড পডকাস্টে পরিণত করা, পণ্য কেনা ও ডিল খুঁজে বের করার টুল এবং ক্যামেরা ব্যবহার করে কো-পাইলটকে দেখার ক্ষমতা দেওয়া। তবে অ্যাকশনস ফিচারটি কীভাবে কাজ করবে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি মাইক্রোসফট।
এদিকে গত মার্চে ‘নোভা অ্যাক্ট’ এআই এজেন্ট চালু করেছে অ্যামাজন, যা ব্রাউজার থেকে বিভিন্ন অনলাইন কাজ করে দিতে পারবে। যেমন: ওয়েব সার্চ, পণ্য কেনা এবং স্ক্রিনে থাকা তথ্যের উত্তর দিতে পারবে। অন্যদিকে, ওপেনএআইয়ের অপারেটর, গুগলের প্রোজেক্ট মেরিনারে একই ধরনের সুবিধা রয়েছে। এ ছাড়া গত অক্টোবরে অ্যানথ্রোপিকের ক্লড ৩.৫ সনেট এআই মডেলও পরীক্ষামূলক অনলাইন কাজ সম্পাদনের ফিচার যুক্ত করা হয়েছে।
অন্য কোম্পানিগুলোর এই ধরনের সেবা এখনো প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে রয়েছে। তবে মাইক্রোসফট দাবি করেছে, তাদের কো-পাইলট অ্যাকশনস ফিচারটি আজ থেকেই চালু হয়েছে এবং এটি কয়েক সপ্তাহ ও মাসে আরও বিস্তৃত হবে। এই নতুন ফিচার ইঙ্গিত দেয় যে, ভবিষ্যতে এ ধরনের স্বয়ংক্রিয় এআই পার্টনার টুলগুলো আরও কার্যকর ও নির্ভরযোগ্য হবে।
চলতি বছরের শুরুতে বেশ কিছু আইপ্যাড ও ম্যাকের আপডেট নিয়ে এলেও ২০২৫ সালে আরও কিছু ডিভাইস নিয়ে আসতে পারে অ্যাপল। এর বেশির ভাগই সেপ্টেম্বর বা অক্টোবরে আসার সম্ভাবনা রয়েছে। তবে এর আগেও বেশ কিছু চমক দিতে পারে এই টেক জায়ান্ট।
১৩ ঘণ্টা আগেবিশ্বব্যাপী জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে যুক্ত হলো একাধিক নতুন ও আকর্ষণীয় ফিচার। সম্প্রতি এক ব্লগ পোস্টে নতুন ফিচারগুলোর বিস্তারিত প্রকাশ করেছে হোয়াটসঅ্যাপ। চ্যাট, কল ও চ্যানেলের জন্য এসব নতুন ফিচার যুক্ত করেছে মেটা।
১৪ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট চ্যাটজিপিটির সঙ্গে যত কথাই হোক না কেন, তা এখন সব মনে রাখতে পারবে। ওপেনএআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান ঘোষণা দিয়েছেন, চ্যাটজিপিটি এখন থেকে ব্যবহারকারীর সঙ্গে হওয়া প্রতিটি কথোপকথন মনে রাখতে পারবে। এতে করে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর এই সহকারী...
১৬ ঘণ্টা আগেবহুল প্রতীক্ষিত ওয়ানইউআই ৭ আপডেট রোলআউট করা শুরু করেছে স্যামসাং। গত ৭ এপ্রিল প্রথমে দক্ষিণ কোরিয়ায় চালু হয়েছিল আপডেটটি এবং এখন এটি ইউরোপ, উত্তর আমেরিকা হয়ে ধীরে ধীরে বাংলাদেশী ব্যবহারকারীদের কাছেও পৌঁছাবে। এআই-ভিত্তিক আধুনিক ফিচার, নতুনভাবে ডিজাইন করা ইন্টারফেস এবং উন্নত প্যারফরমেন্স এই আপডেট...
১৮ ঘণ্টা আগে