Ajker Patrika
হোম > প্রযুক্তি

এবার রাতের চীনে চলবে চালকবিহীন গাড়ি

প্রযুক্তি ডেস্ক

এবার রাতের চীনে চলবে চালকবিহীন গাড়ি

সার্চ ইঞ্জিনের জন্য পরিচিত হয়ে ওঠা চীনা ইন্টারনেট জায়ান্ট বাইদু সম্প্রতি স্বয়ংক্রিয় গাড়ি চালনা প্রযুক্তিতে বেশ অগ্রগতি করেছে। এখন চীনের উহান শহরের মানুষ সকাল ৭টা থেকে রাত ১১টার মধ্যে বাইদুর স্বয়ংক্রিয় রোবোট্যাক্সি ভাড়া নিতে পারছেন।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়, আগে এই চালকবিহীন গাড়ি কেবলমাত্র সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শহরে চলাচল করতে পারত।

নতুন পরিকল্পনার আওতায় ১০ লাখ গ্রাহককে উহানের নির্দিষ্ট এলাকায় সেবা দেওয়া সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে।

গত আগস্টে বাইদু সম্পূর্ণরূপে চালকবিহীন রোবোট্যাক্সি সেবা চালু করে। যাত্রীদের কাছ থেকে ট্যাক্সির হারেই ভাড়া আদায় করা হচ্ছে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) এই সেবার অ্যাপ ‘অ্যাপোলো গো’ ৪ লাখ ৪৭ হাজারের বেশি রাইড সম্পন্ন করেছে।

চলতি মাসে যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের লাস ভেগাসে যৌথভাবে পাবলিক ‘রোবোট্যাক্সি’ সেবা চালু করেছিল অনলাইন পরিবহন নেটওয়ার্ক কোম্পানি উবার এবং চালকবিহীন প্রযুক্তি-নির্মাতা মোশনাল।

‘রোবোট্যাক্সি’ মূলত একটি চালক বিহীন গাড়ির সেবা। কোম্পানি দুটি জানিয়েছে, যানবাহনগুলো নিয়ন্ত্রণের জন্য আপাতত অপারেটর থাকছে। তবে আগামী বছরের মধ্যেই জনসাধারণকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় গাড়িতে চড়ার অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে তাঁরা।

জিমেইলে অথেনটিকেশনের জন্য এসএমএস কোড বাদ দেবে গুগল

ইতিহাসে বৃহত্তম ডিজিটাল চুরি, ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জের ১৫০ কোটি ডলার উধাও

ইশারা ভাষা শেখাবে এআই

স্যাটেলাইট ইন্টারনেটের বাজার দখলে চীন-মাস্ক দ্বৈরথ

এআই খাতে ৫৩ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা আলিবাবার

যে কারণে টেলিগ্রামকে প্রায় ৭ লাখ ডলার জরিমানা করল অস্ট্রেলিয়া

ইলন মাস্ককে ঢাকায় আমন্ত্রণ প্রধান উপদেষ্টার, তিন মাসের মধ্যে স্টারলিংক চালুর উদ্যোগ

নকিয়া ফোনে আইওএস ইনস্টল করলেন হ্যাকার

চ্যাটজিপিটি দিয়ে তৈরি হচ্ছে নজরদারির টুল, কিছু অ্যাকাউন্ট নিষিদ্ধ করল ওপেনএআই

পুলিশকে প্রবেশাধিকার দিতে যুক্তরাজ্যে ডেটা নিরাপত্তা টুল বন্ধ করল অ্যাপল