হোম > প্রযুক্তি

আইপ্যাডে অ্যাপ লক করবেন যেভাবে 

অনলাইন ডেস্ক

ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অ্যাপ লক একটি গুরুত্বপূর্ণ ফিচার। তবে আইপ্যাডের অ্যাপ লকের পদ্ধতিটি একটু অন্যরকম। ‘স্ক্রিন টাইম’ ফিচারের মাধ্যমে এই ডিভাইসে অ্যাপ লক করা যায়। এই ফিচার চালু হলে নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে অ্যাপ লক হয়ে যাবে। আইপ্যাডে দীর্ঘসময় ধরে ভিডিও দেখা বা গেম খেলা থেকে শিশুদের বিরত রাখতেই এই ফিচার তৈরি করা হয়েছে।

স্ক্রিন টাইম ফিচারের প্রয়োজনীয়তা কি
আইপ্যাডের অ্যাপ লক করার প্রধান কারণগুলোর মধ্যে একটি হলো নিরাপত্তা এবং ব্যবহারের নিয়ন্ত্রণ। বিশেষ করে স্ক্রিন টাইম ফিচারটি মূলত শিশুদের জন্য ডিজাইন করা হয়েছে, যাতে তারা নির্দিষ্ট অ্যাপগুলোতে কত সময় ব্যয় করতে পারে সেটি সীমিত করা যায়। তবে এই ফিচার অ্যাপ লক করার জন্য একটি কার্যকর কৌশল হিসেবেও ব্যবহৃত হতে পারে।

অ্যাপ লক করার এই পদ্ধতিটি সংবেদনশীল তথ্যের নিরাপত্তা নিশ্চিত করে। উদাহরণস্বরূপ, ফটো অ্যাপে ফিচারটি চালু থাকলে কেউ আপনার আইপ্যাড ব্যবহার করলেও ব্যক্তিগত ছবি দেখতে পারবে না।

আইপ্যাডের অ্যাপ লক করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন
১. আইপ্যাডের সেটিংসে প্রবেশ করুন এবং বাম পাশের অপশনগুলো থেকে ‘স্ক্রিন টাইম’ এ ট্যাপ করুন।
২. এবার বাম পাশ থেকে ‘ইউজ স্ক্রিন টাইম পাসকোড’ অপশনে ট্যাপ করুন। যদি এই অপশন না দেখেন, তাহলে ‘টার্ন অন স্ক্রিন টাইম’ নির্বাচন করুন।
৩. এরপর একটি পাসওয়ার্ড দিন এবং পুনরায় টাইপ করে পাসকোডটি নিশ্চিত করুন। যদি আপনি ইতিমধ্যে স্ক্রিন টাইম পাসওয়ার্ড সেট করে থাকেন, তাহলে এই ধাপটি বাদ দিন।
৪. এখন অ্যাপল আইডি বা অ্যাপল অ্যাকাউন্ট টাইপ করুন ও অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিন। তারপর ‘ওকে’ বাটনে ট্যাপ করুন।
৫. এবার ‘অ্যাপ লিমিটস’–অপশনে ট্যাপ করুন।
৬. এবার ‘অ্যাড লিমিট’ অপশনে ট্যাপ করুন ও পাসকোডটি দিন।
৭. একটি অ্যাপ ক্যাটাগরি নির্বাচন করুন, যেমন: ‘এন্টারটেইনমেন্ট’ অথবা এক বা একাধিক নির্দিষ্ট অ্যাপ বেছে নিন। তারপর ‘নেক্সট’ বাটনে ট্যাপ করুন।
৮. এখন সময় ‘০ ঘণ্টা ১ মিনিট’ সেট করুন। সেই সঙ্গে নিশ্চিত করুন যে ‘ব্লক অ্যাট অ্যান্ড অব লিমিট’ টগলটি চালু রয়েছে। এরপর ‘অ্যাড’ অপশনে ট্যাপ করুন।
৯. যে অ্যাপটি লক করার জন্য পাসকোড দিয়েছেন তা এক মিনিটের জন্য খুলুন।
১০. এখন ‘আসক ফর মোর টাইম’ অপশনে ট্যাপ করুন।
১১. এরপর ‘ওয়ান মোর মিনিট’ এ ট্যাপ করুন ও এক মিনিট অপেক্ষা করুন। এখন অ্যাপটি আপনার পাসকোড দিয়ে লক হয়ে গেছে।

এই সহজ পদক্ষেপগুলো অনুসরণ করে আইপ্যাডে যেকোনো অ্যাপকে নিরাপদভাবে লক করা যাবে। ফলে কিছু সময় পরে অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে যাবে।

লক করা আইপ্যাড অ্যাপ ব্যবহার করার উপায়
স্ক্রিন টাইম ব্যবহার করলে নির্দিষ্ট সময় পর অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে যাবে। অর্থাৎ অ্যাপটি বন্ধ হয়ে যাবে এবং পাসকোড না দেওয়া পর্যন্ত তা আর ব্যবহার করা যাবে না। যতক্ষণ না আপনি এর মাধ্যমে অ্যাপ ব্যবহারের সময় বাড়ানো যাবে।

লক করা অ্যাপের ব্যবহারের সময় বাড়ানোর জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. লক করা অ্যাপটি ওপেন করুন।
২. অ্যাপের মধ্যে ‘আসক ফর মোর টাইম’ এ ট্যাপ করুন।
৩. আপনার স্ক্রিন টাইম পাসকোড দিন।
৪. অ্যাপটি আনলক থাকার সময় নির্বাচন করুন। এখানে ১৫ মিনিট, ১ ঘণ্টা বা পুরো দিনের অপশন থাকবে।

এভাবে লক করা অ্যাপগুলো পাসকোডের মাধ্যমে সহজেই ব্যবহার করতে পারবেন।

তথ্যসূত্র: লাইফওয়্যার

২০৩০ সালের মধ্যে ৬০ লাখ আইটি পেশাদার তৈরি করবে সরকার

চলতি বছরে শক্তিশালী ব্যাটারি প্রযুক্তি নিয়ে আসবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ফুঁ দিয়ে গরম কফি ঠান্ডা করে দেবে এই বিড়াল রোবট

এক্সের অ্যালগরিদম সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

সরকারি কর্মকর্তাদের তথ্য হাতিয়ে নিতে রুশ হ্যাকারদের নয়া কৌশল

ফেসবুক প্রোফাইলে মিউজিক যুক্ত করবেন যেভাবে

স্যামসাংয়ের মিড রেঞ্জ ট্যাবের চিপসেট সম্পর্কে যা জানা গেল

সার্চ ইঞ্জিনের বাজারে আধিপত্য কমল গুগলের, মাইক্রোসফটের শেয়ার বাড়তি

ইউরোপীয় ইউনিয়নের ফ্যাক্টচেকিং আইন মানবে না গুগল

সেকশন