Ajker Patrika

আইফোন ১৭ প্রো মডেলের সম্ভাব্য ১২ ফিচার

অনলাইন ডেস্ক
আইফোন ১৭ প্রো মডেলগুলোতে অ্যালুমিনিয়াম ফ্রেম থাকবে বলে ধারণা করা হচ্ছে। ছবি: ম্যাকরিউমার
আইফোন ১৭ প্রো মডেলগুলোতে অ্যালুমিনিয়াম ফ্রেম থাকবে বলে ধারণা করা হচ্ছে। ছবি: ম্যাকরিউমার

চলতি বছরের সেপ্টেম্বরে আইফোন ১৭ প্রো ও আইফোন ১৭ প্রো ম্যাক্স মডেল উন্মোচন করতে পারে অ্যাপল। তবে ইতিমধ্যে এসব ডিভাইস নিয়ে অনেক গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

প্রযুক্তি বিশ্লেষক ও নির্ভরযোগ্য সূত্রগুলোর মতে, এই ডিভাইসগুলোতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। নিচে সেই সম্ভাব্য ফিচার ও পরিবর্তনগুলো তুলে ধরা হলো—

১. অ্যালুমিনিয়াম ফ্রেম: আইফোন ১৭ প্রো মডেলগুলোতে অ্যালুমিনিয়াম ফ্রেম থাকবে বলে ধারণা করা হচ্ছে। যেখানে আইফোন ১৫ প্রো ও আইফোন ১৬ প্রো মডেলে ছিল টাইটানিয়াম ফ্রেম এবং আইফোন এক্স থেকে আইফোন ১৪ প্রো পর্যন্ত মডেলগুলোতে ছিল স্টেইনলেস স্টিল ফ্রেম। তবে এবারের নতুন ডিভাইসগুলোর পেছনের অংশ হবে নতুন ‘আংশিক অ্যালুমিনিয়াম ও আংশিক কাচের’ তৈরি।

২. আয়তাকার ক্যামেরা বাম্প: আইফোন ১৭ প্রো মডেলগুলোর কোনাগুলো গোলাকার হওয়া সত্ত্বেও বড় আকারের একটি আয়তাকার ক্যামেরা বাম্প থাকবে বলে শোনা যাচ্ছে। তবে পেছনের ক্যামেরা লেন্সের ত্রিভুজাকৃতি বিন্যাস আগের মতোই থাকবে।

৩. আরও বেশি স্ক্র্যাচ-প্রতিরোধী ডিসপ্লে: এই মডেলগুলোর স্ক্রিনে নতুন একটি অ্যান্টি-রিফ্লেকটিভ প্রলেপ থাকবে, যা আগের মডেলগুলোর তুলনায় স্ক্র্যাচ বা দাগ প্রতিরোধে আরও কার্যকর হবে।

৪. বড় ব্যাটারি: আইফোন ১৭ প্রো ম্যাক্স মডেলটি সামান্য মোটা হবে বলে গুঞ্জন রয়েছে, যাতে বড় ব্যাটারি রাখা সম্ভব হয়।

৫. এ১৯ প্রো চিপ: আইফোন ১৭ প্রো মডেলগুলোতে অ্যাপলের পরবর্তী প্রজন্মের এ১৯ প্রো চিপ থাকবে, যা টিএসএমসির তৃতীয় প্রজন্মের ৩-ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি হবে। প্রতিবছরের মতো স্বাভাবিক পারফরম্যান্সে আরও উন্নত হবে।

৬. অ্যাপল ডিজাইনকৃত ওয়াইফাই-৭ চিপ: আইফোন ১৭ সিরিজের সব মডেলে ব্রডকমের পরিবর্তে অ্যাপলের নিজস্ব ডিজাইন করা ওয়াইফাই ৭ চিপ থাকবে বলে জানা গেছে।

৭.২৪-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা: আইফোন ১৭ সিরিজের সব মডেলে থাকবে একটি ২৪-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেখানে আইফোন ১৬ মডেলগুলোতে ছিল ১২-মেগাপিক্সেল ক্যামেরা।

৮.৪৮-মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা: আইফোন ১৭ প্রো মডেলগুলোর টেলিফটো ক্যামেরা আপগ্রেড হয়ে ৪৮-মেগাপিক্সেল হতে পারে, যেখানে আইফোন ১৬ প্রো মডেলগুলোতে রয়েছে ১২-মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা।

৯. ডুয়েল ভিডিও রেকর্ডিং: ইউটিউব চ্যানেল ফ্রন্ট পেজ টেকের কনটেন্ট ক্রিয়েটর জন প্রসার জানান, আইফোন ১৭ প্রো ও আইফোন ১৭ প্রো ম্যাক্স মডেলগুলোতে সামনের ও পেছনের ক্যামেরায় একই সঙ্গে ভিডিও রেকর্ড করার সুবিধা থাকবে।

১০.৮কে ভিডিও রেকর্ডিং: আইফোন ১৬ প্রো মডেলগুলোতে ৮কে ভিডিও রেকর্ডিং পরীক্ষা-নিরীক্ষা করেছিল অ্যাপল। তবে এই ফিচার এখনো চালু হয়নি। যেহেতু আইফোন ১৭ প্রো মডেলগুলোর সব ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই এবার হয়তো ৮কে রেকর্ডিং চালু হতে পারে।

১১.১২ গিগাবাইট র‍্যাম: আইফোন ১৭ প্রো ম্যাক্সে ১২ জিবি র‍্যাম থাকবে শুরুতে বলে জানা গিয়েছিল। তবে পরে জানা গেছে আইফোন ১৭ প্রোতেও এটি থাকবে। এটি অ্যাপল ইন্টেলিজেন্স এবং মাল্টিটাস্কিংয়ের পারফরম্যান্স উন্নত করতে সাহায্য করবে। আইফোন ১৬ সিরিজের সব মডেলে ৮ জিবি র‍্যাম আছে।

১২. উন্নত কুলিং সিস্টেম: আইফোন ১৭ সিরিজের সব মডেলেই আরও কার্যকর হিট ডিসিপেশন (তাপ নিঃসরণ) প্রযুক্তির জন্য অভ্যন্তরীণ ডিজাইনে পরিবর্তন আনা হতে পারে। প্রো মডেলগুলোতে ভ্যাপর চেম্বার কুলিং সিস্টেম থাকতে পারে।

তথ্যসূত্র: ম্যাকরিউমার

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত