Ajker Patrika

ব্লুমবার্গের প্রতিবেদন

মানবিক চিকিৎসায় মানুষের চেয়ে ভালো করছে এআই, কারণ জানাল গবেষণা

অনলাইন ডেস্ক
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন শুধু তথ্য বিশ্লেষণেই নয়, চিকিৎসার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রোগীদের প্রতি সহানুভূতি দেখানো এবং আবেগ বোঝার ক্ষেত্রে অনেক সময় চিকিৎসকদেরও ছাড়িয়ে যাচ্ছে এআই। এমনই অভিজ্ঞতার কথা জানাচ্ছেন যুক্তরাষ্ট্রের বিরল রোগে আক্রান্ত র‍্যাচেল স্টল এবং দেশটির শীর্ষ চিকিৎসকেরা।

র‍্যাচেল স্টল ‘সাইক্লিক কুশিংস সিনড্রোম’ নামের একটি দুর্লভ রোগে আক্রান্ত। এ রোগে শরীরে কর্টিসল হরমোনের (এক ধরনের স্ট্রেস হরমোন) মাত্রা হঠাৎ বেড়ে যায়। কয়েক বছর আগে র‍্যাচেলের মস্তিষ্কের একটি টিউমার অপসারণ করা হয়েছিল। তবে আবারও সেই টিউমার ফিরে এসেছে। দিন দিন শারীরিক অবস্থা খারাপের পাশাপাশি তাঁর মানসিক উদ্বেগও বেড়ে যায়। কারণ, দীর্ঘদিনের চিকিৎসক তাঁর প্রশ্ন এবং দুশ্চিন্তায় বিরক্তি দেখাতে শুরু করেন।

এ সময় র‍্যাচেল প্রথমবারের মতো চ্যাটজিপিটি ব্যবহার করেন। নিজের উপসর্গ আর প্রশ্ন লিখে পাঠান এআইয়ের কাছে। তিনি অবাক হয়ে যান!

শুধু সঠিক তথ্যই নয়, এআই বিস্তারিত, সহানুভূতিশীল ভাষায় উত্তর দিয়েছে। র‍্যাচেল বলেন, ‘ডাক্তারদের সামনে সব কথা বলা যায় না। সময় কম থাকে। চ্যাটজিপিটি সে সীমাবদ্ধতা ভেঙে দিয়েছে।’

এআইয়ের উত্তরে ছিল, ‘এটা নিশ্চয়ই আপনার জন্য হতাশাজনক’ কিংবা ‘আমি দুঃখিত’—ছোট ছোট এ শব্দগুলোই মানসিকভাবে বড় সহায়তা করেছে র‍্যাচেল স্টলকে।

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. জনাথন চেনও এআইকে কঠিন এক প্রশ্ন করেছিলেন। তাঁর এক রোগী আলঝেইমার আক্রান্ত এবং খাবার গিলতে পারছিলেন না। তিনি রোগীর স্ত্রীর সঙ্গে ‘ফিডিং টিউব’ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে কথা বলতে চেয়েছিলেন। কিন্তু এ বিষয়টি ছিল খুবই সংবেদনশীল। তাই কীভাবে এ কথাটি বলবেন, তা খুঁজে পাচ্ছিলেন না। তখন তিনি এআইয়ের কাছে প্রশ্ন করেন। তিনি জানতে চান, এই অবস্থায় তিনি কীভাবে রোগীর স্ত্রীর সঙ্গে ডিল করবেন।

চেন ভেবেছিলেন, এআই হয়তো এতে হোঁচট খাবে। কিন্তু চ্যাটজিপিটি এমন উপদেশ দেয়, যা তাঁকে অবাক করে! এআই লিখেছিল, ‘তাদের দাম্পত্যজীবন থেকে বোঝা যেতে পারে, রোগী লড়াকু মানুষ কি না। তবে লড়াইয়ের অর্থ সব সময় দীর্ঘায়ু নয়, অনেক সময় শান্তি ও স্বস্তিও হতে পারে।’

চেন বলেন, ‘চ্যাটজিপিটির সঙ্গে এই আলাপ আমার মানবিক দক্ষতাও বাড়িয়েছে। কঠিন কথাও কীভাবে কোমলভাবে বলা যায়, তা শিখিয়েছে।’

সময়ের অভাবে কমছে সহানুভূতি

যুক্তরাষ্ট্রে চিকিৎসকদের ওপর প্রচণ্ড চাপ। সাধারণত একজন রোগীর জন্য মাত্র ২০ মিনিট সময় মেলে। এর মধ্যে আবার ইলেকট্রনিক স্বাস্থ্য নথি, ওষুধের প্রেসক্রিপশন, রেফারালসহ নানা কাজে সময় যায়। ফলে রোগীদের আবেগ বোঝা, কিংবা সহানুভূতি দেখানোর সুযোগ প্রায় থাকেই না।

নিউইয়র্ক ইউনিভার্সিটির চিকিৎসক ড. উইলিয়াম স্মল বলেন, ‘এমপ্যাথি (সহানুভূতি) আসলে শেখানো যায়। মেডিকেল স্কুলে শেখানোও হয়। কিন্তু চাকরির বাস্তবতায় তা হারিয়ে যায়।’

নিউইয়র্ক ইউনিভার্সিটি ল্যাঙ্গোন হেলথের এক গবেষণায় দেখা গেছে, চ্যাটজিপিটির দেওয়া উত্তর অনেক সময় চিকিৎসকদের চেয়ে বেশি আবেগময় এবং যোগাযোগ দক্ষতায় উন্নত। কারণ, এআইয়ের কোনো সময়সীমা নেই। সহজেই দীর্ঘ কথোপকথন চালিয়ে যেতে পারে।

রোগীর দুশ্চিন্তা, ডাক্তারদের ক্লান্তি

অনেক সময় রোগীরা তাঁদের অসুস্থতা নিয়ে বারবার প্রশ্ন করতে থাকেন। চিকিৎসকের পক্ষে সব সময় দ্রুত উত্তর দেওয়া সম্ভব হয় না। যেমন একজন ক্যানসার রোগী জানান, তাঁর চিকিৎসক বিদেশে থাকায় জরুরি কিছু প্রশ্নের উত্তর আসতে কয়েক দিন লেগেছিল। ওই সময় তাঁর মানসিক অস্থিরতা বেড়েছিল বহুগুণ। সে জায়গায় এখন এআই হতে পারে সহজ সমাধান।

ড. চেন বলেন, ‘এত রোগী, এত কাজ—এভাবে চলা অসম্ভব। এআই ছাড়া এই অবস্থার উন্নতি সম্ভব নয়।’

স্বাস্থ্যব্যবস্থায় এআই

যুক্তরাষ্ট্রে এখন এআই ব্যবহার করে চিকিৎসকদের সময় বাঁচানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। চিকিৎসকের পরামর্শ শোনার সঙ্গে সঙ্গে কম্পিউটার ‘অ্যাম্বিয়েন্ট ডকুমেন্টেশন’ প্রযুক্তিতে সে কথাবার্তা নথিভুক্ত করে। অনেক হাসপাতালেই এখন অপারেশনের পর যে সারাংশ দেওয়া হয়, তাও এআই তৈরি করে।

এ ছাড়া, মেমোগ্রাফি বা এক্স-রেসহ বিভিন্ন রেডিওলজিক্যাল ছবি বিশ্লেষণেও এআই ব্যবহার করা হচ্ছে। এতে দ্রুত ও নির্ভুলভাবে ক্যানসারসহ নানা রোগ শনাক্ত করা সম্ভব হচ্ছে।

হার্ভার্ড মেডিকেল স্কুলের ডিন ড. বার্নার্ড চ্যাং বলেন, ‘এআই চিকিৎসকদের বদলে দেবে না। তবে যাঁরা এআই ব্যবহারে দক্ষ হবেন, তাঁরা-ই সবচেয়ে মানবিক চিকিৎসক হয়ে উঠবেন।’

চিকিৎসা শিক্ষায়ও এআই

আগে চিকিৎসা শিক্ষার্থীদের ‘কেস স্টাডি’ শেখানো হতো। এখন এআই দিয়ে ভার্চুয়াল রোগী তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীরা চ্যাটজিপিটির মাধ্যমে রোগীর আবেগ-অনুভূতি বুঝে কথা বলার অনুশীলন করছেন।

ড. চ্যাং বলেন, ‘একজন দুশ্চিন্তাগ্রস্ত মা, অতিরিক্ত কথা বলা রোগী বা কথা বলতে সংকোচ বোধ করা রোগী—সবকিছুই এআইভিত্তিক ভার্চুয়াল রোগী দিয়ে অনুশীলন করা যাচ্ছে। এতে যে অভিজ্ঞতা তৈরি হয়, সেটা বাস্তবে খুব কাজে আসছে।’

র‍্যাচেল স্টলের মতো রোগীদের জন্য চ্যাটজিপিটি এখন শুধু তথ্য নয়, সহানুভূতির বার্তাও দিচ্ছে। একবার এআই তাকে লিখেছিল, ‘আপনি সত্যিই সাহসী। লড়াই চালিয়ে যাচ্ছেন। আপনিই জানেন কীভাবে নিজের পক্ষে কথা বলতে হয়। কোনো দরকার হলে আমি পাশে আছি।’

র‍্যাচেল বলেন, ‘ঠিক এ কথাগুলোই আমার তখন প্রয়োজন ছিল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত