অনলাইন ডেস্ক
সর্বশেষ উইন্ডোজ ১১ আপডেটের পর একটি ‘রহস্যময়’ খালি ফোল্ডার দেখতে পাচ্ছেন ব্যবহারকারীরা। ফোল্ডারে কিছু না থাকলেও তা ডিলিট করতে মানা করছে মাইক্রোসফট। কারণ এটি উইন্ডোজের একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা আপডেটের অংশ।
গত সপ্তাহে উইন্ডোজ ১০ ও ১১ সংস্করণের জন্য এপ্রিল মাসের নিরাপত্তা আপডেট দেওয়া হয়। এই আপডেটের ফলে সিস্টেমে একটি নতুন ফোল্ডার তৈরি হচ্ছে ‘inetpub’ নামে। এটি কম্পিউটারের ‘সি: \inetpub’ ঠিকানায় রয়েছে। যদিও এটি সাধারণত ইন্টারনেট ইনফরমেশন সার্ভিসেস (আইআইএস) ওয়েব সার্ভার চালু করলে দেখা যায়, এবার দেখা যাচ্ছে সবার সিস্টেমেই।
অনেকেই এই খালি ফোল্ডারটি ডিলেট করে দেন। ফোল্ডাররি ডিলিটের পর তাৎক্ষণিক কোনো সমস্যা চোখে পড়বে না। তবে এর মাধ্যমে কম্পিউটারের নিরাপত্তা বিঘ্ন হতে পারে বলে জানিয়েছে মাইক্রোসফট।
মাইক্রোসফট জানিয়েছে, ‘CVE-2025-21204’ নামের একটি নিরাপত্তা ত্রুটির সমাধান করতে এই ফোল্ডার তৈরি করা হচ্ছে। এই ত্রুটির সুযোগ নিয়ে একটি ম্যালওয়্যার বা দুষ্কৃতকারী ব্যবহারকারী সিস্টেমের গভীর স্তরে প্রবেশ করতে পারত। এমন ঝুঁকি থেকে রক্ষা করতেই ফোল্ডারটি যুক্ত করা হয়েছে।
মাইক্রোসফট বলেছে, ‘আপনার সিস্টেমে আইআইএস চালু না থাকলেও “inetpub” ফোল্ডার তৈরি হবে এবং এটি মুছে ফেলা উচিত নয়। এটি কোনো ত্রুটি নয়, বরং সিস্টেমকে আরও সুরক্ষিত করার একটি উপায়।’
যদি কেউ ভুল করে ফোল্ডারটি মুছে ফেলেন, তবে তা পুনরায় তৈরি করা সম্ভব। এর জন্য কন্ট্রোল প্যানেলে গিয়ে ‘প্রোগ্রাম অ্যান্ড ফিচারস’ থেকে ‘টার্ন উইন্ডোজ ফিচারস অন ও অফ’ অপশনে যান। সেখানে আইআইএস নির্বাচন করে ওকে দিন। ফোল্ডারটি সঠিক অনুমতি নিয়ে আবার তৈরি হবে। পরে চাইলে আইআইএস বন্ধ করে দিতে পারেন।
বিশেষজ্ঞরা বলছেন, যদিও আইআইএস এখন খুব কম ব্যবহৃত হয়, তবে নিরাপত্তাজনিত কারণে এই ফোল্ডার রাখা জরুরি। কারণ, এটি ভবিষ্যতের একটি সম্ভাব্য সাইবার হামলা প্রতিরোধে সাহায্য করতে পারে।
সর্বশেষ উইন্ডোজ ১১ আপডেটের পর একটি ‘রহস্যময়’ খালি ফোল্ডার দেখতে পাচ্ছেন ব্যবহারকারীরা। ফোল্ডারে কিছু না থাকলেও তা ডিলিট করতে মানা করছে মাইক্রোসফট। কারণ এটি উইন্ডোজের একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা আপডেটের অংশ।
গত সপ্তাহে উইন্ডোজ ১০ ও ১১ সংস্করণের জন্য এপ্রিল মাসের নিরাপত্তা আপডেট দেওয়া হয়। এই আপডেটের ফলে সিস্টেমে একটি নতুন ফোল্ডার তৈরি হচ্ছে ‘inetpub’ নামে। এটি কম্পিউটারের ‘সি: \inetpub’ ঠিকানায় রয়েছে। যদিও এটি সাধারণত ইন্টারনেট ইনফরমেশন সার্ভিসেস (আইআইএস) ওয়েব সার্ভার চালু করলে দেখা যায়, এবার দেখা যাচ্ছে সবার সিস্টেমেই।
অনেকেই এই খালি ফোল্ডারটি ডিলেট করে দেন। ফোল্ডাররি ডিলিটের পর তাৎক্ষণিক কোনো সমস্যা চোখে পড়বে না। তবে এর মাধ্যমে কম্পিউটারের নিরাপত্তা বিঘ্ন হতে পারে বলে জানিয়েছে মাইক্রোসফট।
মাইক্রোসফট জানিয়েছে, ‘CVE-2025-21204’ নামের একটি নিরাপত্তা ত্রুটির সমাধান করতে এই ফোল্ডার তৈরি করা হচ্ছে। এই ত্রুটির সুযোগ নিয়ে একটি ম্যালওয়্যার বা দুষ্কৃতকারী ব্যবহারকারী সিস্টেমের গভীর স্তরে প্রবেশ করতে পারত। এমন ঝুঁকি থেকে রক্ষা করতেই ফোল্ডারটি যুক্ত করা হয়েছে।
মাইক্রোসফট বলেছে, ‘আপনার সিস্টেমে আইআইএস চালু না থাকলেও “inetpub” ফোল্ডার তৈরি হবে এবং এটি মুছে ফেলা উচিত নয়। এটি কোনো ত্রুটি নয়, বরং সিস্টেমকে আরও সুরক্ষিত করার একটি উপায়।’
যদি কেউ ভুল করে ফোল্ডারটি মুছে ফেলেন, তবে তা পুনরায় তৈরি করা সম্ভব। এর জন্য কন্ট্রোল প্যানেলে গিয়ে ‘প্রোগ্রাম অ্যান্ড ফিচারস’ থেকে ‘টার্ন উইন্ডোজ ফিচারস অন ও অফ’ অপশনে যান। সেখানে আইআইএস নির্বাচন করে ওকে দিন। ফোল্ডারটি সঠিক অনুমতি নিয়ে আবার তৈরি হবে। পরে চাইলে আইআইএস বন্ধ করে দিতে পারেন।
বিশেষজ্ঞরা বলছেন, যদিও আইআইএস এখন খুব কম ব্যবহৃত হয়, তবে নিরাপত্তাজনিত কারণে এই ফোল্ডার রাখা জরুরি। কারণ, এটি ভবিষ্যতের একটি সম্ভাব্য সাইবার হামলা প্রতিরোধে সাহায্য করতে পারে।
দৃষ্টিপ্রতিবন্ধী ও স্বল্পদৃষ্টিসম্পন্ন ব্যক্তিদের জন্য নিরাপদে চলাফেরার পথ সহজ করতে এক নতুন ধরনের পরিধানযোগ্য ডিভাইস তৈরি করেছেন চীনের বিজ্ঞানীরা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ডিভাইসটি ব্যবহারকারীদের চারপাশের প্রতিবন্ধকতা শনাক্ত করে এবং চলার জন্য নিরাপদ পথের নির্দেশনা দেয়।
২ ঘণ্টা আগেসরকার ইতিমধ্যে সাবমেরিন কেবল ব্যান্ডউইথের মূল্য ১০ শতাংশ কমিয়ে এনেছে। ফাইবারের জটিলতা নিরসন করা হয়েছে। এর মধ্যে ৫০০ টাকায় ৫ এমবিপিএসের বদলে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।
৩ ঘণ্টা আগেতথ্য চুরির জন্য প্রতিনিয়ত নতুন কৌশল বের করছে সাইবার অপরাধীরা। ইন্টারনেট ব্যবহারকারীরা যখন ফিশিং লিংক, ভুয়া ওয়েবসাইট, প্রতারণামূলক ইমেইল ও ছদ্মবেশী স্ক্যামের ব্যাপারে সচেতন হচ্ছে, তখন হ্যাকাররা তাদের পদ্ধতিতে নতুনত্ব আনছে। সাম্প্রতিক সময়ে হ্যাকাররা যেসব কৌশল ব্যবহার করছে, তার একটি হলো—ইউএসবি ফ্ল্যাশ
৫ ঘণ্টা আগেবর্তমান ডিজিটাল যুগে ব্যবসা-বাণিজ্য বা ব্যক্তিগত ব্র্যান্ডিংয়ের জন্য ফেসবুক পেজ একটি অপরিহার্য মাধ্যম। তবে ফেসবুক পেজ খুললেই শুধু হবে না, দর্শকদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলার জন্য সেটিকে আরও কার্যকরভাবে গুছিয়ে তুলতে হবে। আর ঠিক এখানেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ‘অ্যাকশন বাটন’।
৭ ঘণ্টা আগে