হোম > প্রযুক্তি

ব্লুস্কাইয়ের বোর্ড থেকে পদত্যাগ করলেন টুইটারের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি

অনলাইন ডেস্ক

মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ‘ব্লুস্কাইয়ের’ পরিচালনা বোর্ড থেকে পদত্যাগ করলেন টুইটারের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি। তিনি এখন ব্লুস্কাইয়ের ব্যবহারকারীদের এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মটি ব্যবহারে উৎসাহ দিচ্ছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। 

এক্সের এক ব্যবহারকারীকে ডরসি বলেন, তিনি গত রোববার ব্লুস্কাই থেকে বের হয়ে গেছেন। ঘোষণাটি অপ্রত্যাশিত ছিল। কারণ গত রোববার সন্ধ্যা পর্যন্ত কোম্পানিটির বোর্ডের সদস্য তালিকায় তার নাম দেখা যাচ্ছিল। 

২০১৯ সালে ডরসি ব্লুস্কাই প্রতিষ্ঠা করেন। টুইটার যেন একটি ওপেন সোর্স কাঠামোতে পরিবর্তিত হতে পারে, তাই প্ল্যাটফর্মটির অভ্যন্তরীণ দল কাজ করছিল। তবে ২০২২ সাল নাগাদ এই লক্ষ পরিবর্তন হয় ও একটি স্বাধীন কোম্পানি হিসেবে সামনে আসে ব্লুস্কাই। 

ডরসি প্রাথমিকভাবে ব্লুস্কাইয়ের একজন সক্রিয় ব্যবহারকারী ছিলেন। মাস্ক টুইটার কেনার পরে প্ল্যাটফর্মটির অনেক ব্যবহারকারী ব্লুস্কাইয়ে অ্যাকাউন্ট খুলে। 

গত সেপ্টেম্বরে ব্লুস্কাইয়ে নিজের অ্যাকাউন্ট ডিলেট করে দেন ডরসি। গত শনিবার তিনি ক্রিপ্টো ভিত্তিক সামাজিক নেটওয়ার্ক ‘নস্ট্র’–তে ৫০ লাখ ডলার ও ‘স্টার্টস্মল’ দাতব্য সংস্থাকে ২ কোটি ১০ লাখ ডলার অনুদান দেওয়ার ঘোষণা দেন। 

এ ছাড়া তিনি এডওয়ার্ড স্নোডেন, উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ানের স্ত্রী স্টেলা অ্যাসাঞ্জ ও মাস্কের অ্যাকাউন্ট ছাড়া সবগুলো অ্যাকাউন্ট আনফলো করেন। 
এক টুইটে ডরসি বলেন, ‘নিজের অধিকার প্রতিষ্ঠা করার জন্য কোনো করপোরেশনের ওপর নির্ভর করবেন না। ডরসি টুইট স্বাধীন প্রযুক্তি ব্যবহার করে নিজেকে রক্ষা করুন।’ 

ডরসি যে সাইট প্রতিষ্ঠা করেছিলেন তা ভিন্ন মত প্রচার করলেও তিনি প্রকাশ্যে মাস্কের প্রশংসা করেন। ২০২২ সালে ডরসি বলেন, টুইটারের ভবিষ্যতের জন্য মাস্কই ‘একক সমাধান’। তবে ‘বেপরোয়া’ পদক্ষেপের জন্য তার এক বছর পরই মাস্কের সমালোচনা করেন ডরসি। 

টুইটার থেকে বের হয়ে যাওয়ার পর নিজের আরেক কোম্পানি ‘ব্লকের’ ওপর মনোযোগ দেন ডরসি।

২০৩০ সালের মধ্যে ৬০ লাখ আইটি পেশাদার তৈরি করবে সরকার

চলতি বছরে শক্তিশালী ব্যাটারি প্রযুক্তি নিয়ে আসবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ফুঁ দিয়ে গরম কফি ঠান্ডা করে দেবে এই বিড়াল রোবট

এক্সের অ্যালগরিদম সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

সরকারি কর্মকর্তাদের তথ্য হাতিয়ে নিতে রুশ হ্যাকারদের নয়া কৌশল

ফেসবুক প্রোফাইলে মিউজিক যুক্ত করবেন যেভাবে

স্যামসাংয়ের মিড রেঞ্জ ট্যাবের চিপসেট সম্পর্কে যা জানা গেল

সার্চ ইঞ্জিনের বাজারে আধিপত্য কমল গুগলের, মাইক্রোসফটের শেয়ার বাড়তি

ইউরোপীয় ইউনিয়নের ফ্যাক্টচেকিং আইন মানবে না গুগল

সেকশন