অনলাইন ডেস্ক
উইন্ডোজ ১০ ও উইন্ডোজ ১১ এর সঙ্গে অ্যান্ড্রয়েড স্মার্টফোন বা আইফোন যুক্ত করার সহজ উপায় হলো মাইক্রোসফটের ‘ফোন লিংক’ অ্যাপ ব্যবহার করা। বেশির ভাগ উইন্ডোজ ১১ কম্পিউটারে এটি ডিফল্টভাবে ইনস্টল থাকে। অ্যাপটি ব্যবহার করে ফোন লিংক করা হলে ফোনের যাবতীয় নোটিফিকেশন, মেসেজ কম্পিউটার স্ক্রিনেই দেখা যায়। এখন উইন্ডোজ ১১ স্টার্ট মেনু থেকে ফোন লিংকের ফিচারগুলো ব্যবহার করার সুযোগ দেবে মাইক্রোসফট।
এক পোস্টে গত শুক্রবার মাইক্রোসফট বলে, উইন্ডোজ ১১ এর স্টার্ট মেনুতে ফোন লিংক অ্যাপ পাওয়া যাবে। এর ফলে ফোনের স্ট্যাটাস, প্রধান প্রধান টুল ও অ্যাপের তালিকা সহজেই কম্পিউটারে দেখতে পারবেন।
বর্তমানে এসব অপশন দেখার জন্য ফোন লিংক অ্যাপ ম্যানুয়ালি চালু করতে হয়। তবে ফিচারটি চালু হলে সহজেই ফোনের টুলগুলো ব্যবহার করতে পারবেন। যেমন: ফোনের কোনো টেক্সট মেসেজের রিপ্লাই দেওয়ার জন্য ফোন লিংক অ্যাপ স্টার্ট মেনু থেকে দ্রুত চালু করতে পারবেন।
নতুন সুবিধার জন্য স্টার্ট মেনু থেকেই আপনার ফোনটি দেখতে পারবেন। ফোনে সম্প্রতি কী কী করা হয়েছে অর্থাৎ ‘রিসেন্ট অ্যাকটিভিটিস’ এর তালিকায় স্টার্ট মেনু থেকে দেখা যাবে।
ফোন লিংক অ্যাপের নতুন ফিচারগুলো তুলে ধরেছে মাইক্রোসফট। সেগুলো হলো—
১. উইন্ডোজ ১১ এর স্টার্ট মেনু থেকেই ফোনের ব্যাটারি ও কানেক্টিভিটি স্ট্যাটাস দেখা যাবে।
২. ফোনের মেসেজ, কল ও ছবি সরাসরি স্টার্ট মেনু থেকে দেখা যাবে। ফলে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন ব্যবহারকারীরা সহজে দেখতে পারবে।
৩. ফোনের সর্বশেষ অ্যাক্টিভিটিগুলো দেখা যাবে।
ফোনে চার্জে দেওয়ার সময় বা ফোন অন্য ঘরে থাকলে এই ফিচার অনেক সাহায্য করবে।
তথ্যসূত্র: নাইনটুফাইভ গুগল