Ajker Patrika
হোম > প্রযুক্তি

অতিরিক্ত গরম হচ্ছে এনভিডিয়ার এআই চিপ, বিপাকে গ্রাহকেরা

অনলাইন ডেস্ক

অতিরিক্ত গরম হচ্ছে এনভিডিয়ার এআই চিপ, বিপাকে গ্রাহকেরা
গত মার্চ মাসে ব্ল্যাকওয়েল চিপ উন্মোচন করে এনভিডিয়া। ছবি: ফাইল ছবি

এনভিডিয়ার নতুন ব্ল্যাকওয়েল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপ যুক্ত সার্ভারগুলোতে অতিরিক্ত তাপ উৎপন্ন করেছে। এর ফলে নতুন ডেটা সেন্টার চালু করার জন্য যথেষ্ট সময় পাবে না বলে কিছু গ্রাহক উদ্বেগ প্রকাশ করেছে। গত রোববার দ্য ইনফরমেশনের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদন অনুযায়ী, ব্ল্যাকওয়েল গ্রাফিকস প্রসেসিং ইউনিটগুলো সার্ভার র‍্যাকগুলোর সঙ্গে সংযুক্ত হলে অতিরিক্ত তাপ উৎপন্ন করে। এই র‍্যাকগুলো ৭২টি চিপ ধারণ করার জন্য ডিজাইন করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এনভিডিয়ার কর্মী, গ্রাহক এবং সরবরাহকারীদের তথ্য অনুযায়ী, এনভিডিয়া তার সরবরাহকারীদের কয়েকবার র‍্যাকগুলোর ডিজাইন পরিবর্তন করতে বলেছে, যাতে তাপের সমস্যা সমাধান করা যায়।

এনভিডিয়ার মুখপাত্র সংবাদসংস্থা রয়টার্সকে বলেছেন, শীর্ষ ক্লাউড সেবা প্রদানকারীদের সঙ্গে কাজ করছে এনভিডিয়ার ইঞ্জিনিয়ারিং দল। ইঞ্জিনিয়ারিংয়ে যে পরিবর্তনগুলো হচ্ছে তা স্বাভাবিক।

গত মার্চ মাসে ব্ল্যাকওয়েল চিপ উন্মোচন করে এনভিডিয়া। এর আগে কোম্পানিটি জানিয়েছিল যে, সেগুলো দ্বিতীয় ত্রৈমাসিকে (এপ্রিল–জুন) গ্রাহকের কাছে সরবরাহ করা হবে। তবে পরে এটি দেরিতে সরবরাহ করা হয় যা ফেসবুকের মূল কোম্পানি মেটা, গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট ও মাইক্রোসফটের মতো বিভিন্ন গ্রাহকদের ওপর প্রভাব ফেলে।

এনভিডিয়ার ব্ল্যাকওয়েল চিপটি আগের চিপের তুলনায় আরও শক্তিশালী এবং দ্রুত কাজ করতে পারে। ব্ল্যাকওয়েল চিপটি এটি কাজের গতি বাড়ানোর জন্য দুটি সিলিকন টুকরো একত্রিত করে একটি নতুন চিপ তৈরি করেছে। এটি চ্যাটবট থেকে উত্তর প্রদান করার মতো কাজে ৩০ গুণ বেশি গতিশীল।

মাইক্রোসফট, অ্যালফাবেট এবং অন্যান্য বৃহত্তম কোম্পানির সঙ্গে প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে সবচেয়ে বড় বিজয়ী হয়ে উঠেছে এনভিডিয়া। কোম্পানিগুলো উন্নত এআই কম্পিউটিং ক্ষমতা তৈরি করতে এবং উদীয়মান প্রযুক্তিতে আধিপত্য প্রতিষ্ঠা করতে প্রতিযোগিতা করছে।

এনভিডিয়ার কোম্পানির শেয়ার তর গত বছরের নভেম্বরে ১২ শতাংশ বেড়েছে, এবং ২০২৪ সালে এখন পর্যন্ত এর মূল্য তিন গুণ বৃদ্ধি পেয়েছে।

ট্রাম্পের জয়ের পর এনভিডিয়ার বাজার মূল্য ৩ দশমিক ৬ ট্রিলিয়ন মূল্য ছাড়িয়েছে।

পানিরোধী স্মার্টফোন রিয়েলমি সি৭৫, কম দামে অনন্য ফিচার

যুক্তরাজ্যে এআই কপিরাইট আইনের প্রতিবাদে ১ হাজার শিল্পীর অ্যালবাম প্রকাশ

বিনা মূল্যে ব্যবহার করা যাবে মাইক্রোসফট অফিস

টানা ৮ বছর সফটওয়্যার আপডেট মিলবে অ্যান্ড্রয়েড ফোনে

গুগল মেসেজে পাঠানো যাবে এইচডি ছবি

জালিয়াতিতেও ব্যবহৃত হচ্ছে চ্যাটজিপিটি, অনেক অ্যাকাউন্ট নিষিদ্ধ করল ওপেনএআই

হোয়াটসঅ্যাপে লেখার সৌন্দর্য বাড়াবেন যেভাবে

রমজান মাসে প্রযুক্তির ব্যবহার

যে গ্রামের প্রায় সবাই ইউটিউবার

ভূমিকম্প প্রতিরোধে প্রযুক্তির ব্যবহার