হোম > প্রযুক্তি

ফেসবুক ও মেসেঞ্জার একত্রিত করে দক্ষতার ভিত্তিতে কর্মী ছাঁটাই করবে মেটা

ফেসবুক ও মেসেঞ্জার দল ছাড়াও মেটার জেনএআই টিমেও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে। ছবি: সংগৃহীত

ফেসবুক ও মেসেঞ্জারের কর্মীদের একত্রিত করে একটি একক ইউনিট গঠন করার পরিকল্পনা গ্রহণ করেছে মেটা। এর ফলে আগামী সপ্তাহে কর্মী ছাঁটাইয়ের উদ্যোগে নেওয়া হবে। মূলত যেসব কর্মী কাজের ক্ষেত্রে কম দক্ষতা দেখিয়েছেন তাঁরা এই সিদ্ধান্তের ফলে প্রভাবিত হবেন।

দি ইনফরমেশনের একটি প্রতিবেদন অনুযায়ী, এই পুনর্গঠনের মাধ্যমে মেসেঞ্জার বিভাগের প্রধান লোরেদানা ক্রিসানকে মেটার জেনারেটিভ এআই (জেনএআই) দলে স্থানান্তরিত করা হবে। আর বর্তমানে ফেসবুকের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা টম অ্যালিসন মেসেঞ্জার দলের কিছু অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করবেন।

শুধু ফেসবুক ও মেসেঞ্জার দল ছাড়াও মেটার জেনএআই (জেনারেটিভ এআই) টিমেও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, মেটার জেনএআই বিভাগের প্রধান প্রকৌশলী রায়ান কেয়ার্নস ও নিং লিও নতুন দায়িত্বে আসবেন। মূলত মেটার এআই প্রযুক্তিতে গুরুত্ব দেওয়ার জন্য এই পুনর্গঠন করা হচ্ছে।

এ বছরের শেষ নাগাদ মেটার ১০ শতাংশ ‘নন-রিগ্রেটেবল অ্যাট্রিশন’ অর্জনের পরিকল্পনা রয়েছে। এই পরিকল্পনার সঙ্গে ‍এমন কর্মী জড়িত থাকবেন, যাঁদের পারফরম্যান্স কম বা যাঁরা কিছু কিছু প্রত্যাশা পূরণ করেছেন। এই কর্মীদের মধ্যে যাদের পারফরম্যান্স সন্তোষজনক নয়, তাদের চাকরি ছাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হবে। এমনকি, কিছু কর্মী যাদের পারফরম্যান্স মোটামুটি ভালো, তাদেরও চাকরি ছাঁটাইয়ের আওতায় আনা হতে পারে।

মেটা গত বছর তার মোট কর্মীসংখ্যার ৫ শতাংশ কমিয়েছে এবং ২০২৫ সালেও আরও ৫ শতাংশ ছাঁটাইয়ের পরিকল্পনা রয়েছে। তবে, মেটার শীর্ষ নির্বাহীরা নতুন দায়িত্ব গ্রহণ করছেন, যা মেটা সিইও মার্ক জাকারবার্গের সাম্প্রতিক বক্তব্যের সঙ্গে সংগতিপূর্ণ।

তিনি বলেছেন, ‘আমাদের উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য রয়েছে। তাই আমাদের কর্মীদের এমনভাবে পরিচালনা করতে হবে, যাতে আমাদের সবচেয়ে বেশি প্রতিভাবানরা এখানে কাজ করে এবং কোম্পানির কাজের দ্রুততার সঙ্গে যারা মানিয়ে নিতে পারছে না, তাদের সঠিকভাবে পরিচালনা করার চেষ্টা করবে।’

এই পুনর্গঠন ও কর্মী ছাঁটাই মেটার দক্ষতা বাড়ানোর কৌশলের অংশ হিসেবে আসছে। কোম্পানি সম্প্রতি জানিয়েছে, এটি বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তি উদ্যোগে কিছুটা ছাড় দেবে। এ ছাড়া, মেটা তার তৃতীয় পক্ষের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম স্থগিত করেছে।

মেটা বলছে, ২০২৫ সালে যেসব পদ ছাঁটাই হবে, সেগুলোর জন্য পুনরায় নিয়োগ প্রক্রিয়া শুরু করবে।

দেশে প্রথম চালু হলো ‘ডট বাংলা’ ডোমেইনে ই-মেইল

উইকিপিডিয়ার ৬০ লাখের বেশি আর্টিকেল লেখা হয়েছে এআই বট দিয়ে

ফোল্ডারে কিছু নেই, তবে ডিলিট করতে মানা করছে মাইক্রোসফট

বৃহৎ শিল্প ও নজরদারিতে ব্যাপকভাবে ডিপসিক ব্যবহার করছে চীন

আসছে ডিসপ্লেবিহীন এআই ফোন, বিনিয়োগে স্টিভ জবসের স্ত্রী

আইফোন ১৭ প্রো মডেলের সম্ভাব্য ১২ ফিচার

মেটার বিরুদ্ধে অ্যান্টিট্রাস্ট মামলা, বিক্রি হতে পারে ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ

ফেসবুক গ্রুপের এনগেজমেন্ট বাড়ানোর ১৫ কৌশল

মানবিক চিকিৎসায় মানুষের চেয়ে ভালো করছে এআই, কারণ জানাল গবেষণা

নববর্ষ উদ্‌যাপনে সঙ্গী হোক ‘অপো রেনো ১৩ ৫জি’