ওয়্যারলেস বা তারবিহীন চার্জিং সুবিধা ও ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা নিয়ে আজ শুক্রবার ভারতের বাজারে উন্মোচন হলো ইনফিনিক্স নোট ৪০ (৫ জি) স্মার্টফোন। এ ছাড়া ফোনটিতে ৫ হাজার এমএইচের ব্যাটারি রয়েছে। চিপসেট হিসেবে অক্টাকোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২০ ব্যবহার করা হয়েছে।
ফোনটিতে কৃত্রিম বুদ্ধিমত্তার বা এআই প্রযুক্তির ‘হেলো লাইটনিং’ ফিচার রয়েছে। এটি নোটিফিকেশনের ধরন, গেমিং মোড ও মিউজিকের ছন্দ অনুযায়ী বিভিন্ন রঙ দেখাবে। ফিচারটি কণ্ঠের মাধ্যমে চালু করা যায়। এটি পেছনের দিকে ক্যামেরার সঙ্গে থাকবে। ফোনকল বা মেসেজ এলেও এটি জ্বলবে।
ইনফিনিক্স নোট ৪০ (৫ জি) দাম ও রং
ইনফিনিক্স নোট ৪০ (৫ জি) এর ৮ জিবি ও ২৫৬ জিবি ইন্টারনাল সংস্করণের দাম ১৯ হাজার ৯৯৯ রুপি বা প্রায় ২৮ হাজার ১৬৬ টাকা। তবে ফোনটির ইন্টারনাল স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ফোনটি দুই রঙে পাওয়া যাবে—অবসেডিয়ান ব্ল্যাক (কালো) ও টাইটান গোল্ড (সোনালি)।
ফোনটিতে দুই বছর অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের আপডেট ও তিন বছর নিয়মিত সিকিউরিটি আপডেট দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে ইনফিনিক্স কোম্পানি।
ইনফিনিক্স নোট ৪০ (৫ জি) স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ফোনটির পেছনে তিনটি ক্যামেরা থাকবে। ১০৮ মেগাপিক্সেল সেন্সরের প্রধান ক্যামেরা। বাকি দুটি ক্যামেরার সম্পর্কে বিস্তারিত তথ্য বলেনি কোম্পানিটি। তবে বিভিন্ন প্রযুক্তি বিশ্লেষকদের মতে, বাকি দুটি ক্যামেরা ২ মেগাপিক্সেল। এর মধ্য একটিতে ডেপথ সেন্সর রয়েছে ও আরেকটিতে ম্যাক্রো সেন্সর।
সেলফি ক্যামেরা: ৩২ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৫জি
আয়তন: ১৬৪.২৭ x৭৪.৫ x ৮.০৯ এমএম
ওজন: ১৯৬ গ্রাম
সিম: ডুয়েল ন্যানো
ডিসপ্লে: ৬ দশমিক ৭৮ ফুল এইচডি অ্যামলেড স্ক্রিন
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
ব্রাইটনেস: ১৩০০ নিটস
টাচ স্যাম্পলিং রেট: ২৪০ হার্টজ
রেজল্যুশন: এফএইচডি +
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক এক্সওএস ১৪
চিপসেট: অক্টাকোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২০
মেমোরি: ৮ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি
স্পিকার: জেবিএলের সমর্থনসহ ডুয়েল স্পিকার
ব্লুটুথ: আছে
এনএফসি: আছে
জিপিএস: আছে
ইউএসবি: সি
ব্যাটারি: ৫০০০ এমএএইচ
চার্জিং: ওয়্যারড ক্যামেরা ৩৩ ওয়াট ও ১৫ ওয়াট ওয়্যারলেস সমর্থন
রঙ: অবসেডিয়ান ব্ল্যাক (কালো) ও টাইটান গোল্ড (সোনালি)।
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০