হোম > প্রযুক্তি

সেরাদের সম্মাননা দিল বিডিঅ্যাপস

ফিচার ডেস্ক

মোবাইল অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম ‘বিডিঅ্যাপস’ তাদের সেরা ক্যাম্পাস অ্যাম্বাসেডর এবং শি স্কোয়াড লিডারদের সম্মাননা জানিয়েছে। রাজধানী ঢাকার একটি হোটেলে আয়োজিত ‘বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড নাইট ২০২৪’-এ বিজয়ীদের হাতে উপহার হিসেবে দেওয়া হয়েছে ল্যাপটপ, স্মার্টফোন এবং স্মার্টঘড়ি। এ ছাড়া আরও সাতজন ক্যাম্পাস অ্যাম্বাসেডর এবং শি স্কোয়াড লিডারকে বিভিন্ন প্রযুক্তিপণ্য উপহার এবং সম্মাননা সনদ দেওয়া হয়।

রবি আজিয়াটা পিএলসি এই আয়োজনের মধ্য দিয়ে দেশের ডিজিটাল খাতে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরতে চেয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবির ডিজিটাল ভিএএস ও নিউ বিজনেস বিভাগের ভারপ্রাপ্ত প্রধান শফিক শামসুর রাজ্জাক। তিনি বলেন, ‘এ ধরনের আয়োজন আমাদের তরুণসমাজের অসাধারণ প্রতিভাকে প্রকাশ্যে নিয়ে আসে। আশা করি ভবিষ্যতে আরও নতুন উদ্ভাবন আমরা দেখতে পাব।’

বিডিঅ্যাপস ক্যাম্পাস অ্যাম্বাসেডর কর্মসূচি ২০২১ সালে শুরু হয়। এখন পর্যন্ত ১২০টির বেশি বিশ্ববিদ্যালয়ে এটি চালু হয়েছে। এই কর্মসূচির মধ্য দিয়ে হাজার হাজার শিক্ষার্থী বিডিঅ্যাপসের সঙ্গে যুক্ত হয়ে ডেভেলপমেন্টে নিজেদের দক্ষতা বাড়াচ্ছেন।

এ ছাড়া নারী ডেভেলপারদের ক্ষমতায়ন এবং দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিডিঅ্যাপসের শি স্কোয়াড।

৬০ শি স্কোয়াড লিডার প্রায় ১ হাজার ৭৫০ জন নারী ডেভেলপারকে প্রশিক্ষণ দিয়েছেন। এটি নারী প্রযুক্তি উদ্ভাবকদের জন্য এক উল্লেখযোগ্য পদক্ষেপ।

দেশে প্রথম চালু হলো ‘ডট বাংলা’ ডোমেইনে ই-মেইল

উইকিপিডিয়ার ৬০ লাখের বেশি আর্টিকেল লেখা হয়েছে এআই বট দিয়ে

ফোল্ডারে কিছু নেই, তবে ডিলিট করতে মানা করছে মাইক্রোসফট

বৃহৎ শিল্প ও নজরদারিতে ব্যাপকভাবে ডিপসিক ব্যবহার করছে চীন

আসছে ডিসপ্লেবিহীন এআই ফোন, বিনিয়োগে স্টিভ জবসের স্ত্রী

আইফোন ১৭ প্রো মডেলের সম্ভাব্য ১২ ফিচার

মেটার বিরুদ্ধে অ্যান্টিট্রাস্ট মামলা, বিক্রি হতে পারে ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ

ফেসবুক গ্রুপের এনগেজমেন্ট বাড়ানোর ১৫ কৌশল

মানবিক চিকিৎসায় মানুষের চেয়ে ভালো করছে এআই, কারণ জানাল গবেষণা

নববর্ষ উদ্‌যাপনে সঙ্গী হোক ‘অপো রেনো ১৩ ৫জি’