Ajker Patrika
হোম > প্রযুক্তি

বিশ্বজুড়ে চ্যাটজিপিটির পরিষেবায় বিঘ্ন

অনলাইন ডেস্ক

বিশ্বজুড়ে চ্যাটজিপিটির পরিষেবায় বিঘ্ন
ছবি: সংগৃহীত

আজ বৃহস্পতিবার বিশ্বের বিভিন্ন প্রান্তে চ্যাটজিপিটি-এর পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় এই প্ল্যাটফর্মের ব্যবহারকারীরা সমস্যার সম্মুখীন হয়েছেন। ওয়েবসাইট সমস্যা পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ‘ডাউনডিটেকটর’ জানিয়েছে, চ্যাটজিপিটি বন্ধের পর শুধু যুক্তরাজ্যেই ১০ হাজারের বেশি ব্যবহারকারী এই এইআই চ্যাটবট নিয়ে সমস্যার রিপোর্ট করেছেন।

ব্যবহারকারীরা জানিয়েছেন, তাঁরা চ্যাটজিপিটি ব্যবহার করতে গিয়ে ‘ওয়েব সার্ভার ব্যাড গেটওয়ে এরর রিপোর্ট’-এর একটি বার্তা পেয়েছেন। তবে চ্যাটজিপিটির মালিক প্রতিষ্ঠান ওপেনএআই এখনো আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।

বিবিসি জানিয়েছে, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীরা সমস্যাটি নিয়ে আলোচনা করছেন। কেউ কেউ রসিকতার ছলে পরিস্থিতিকে হালকা করারও চেষ্টা করছেন।

মুস্তাফা নামে একজন এক্স-এ লিখেছেন, ‘চ্যাটজিপিটি আবার ডাউন? এই কাজের মধ্যে? তাহলে কি এখন আমাকেই ভাবতে হবে?!’

দেখা গেছে, আজ বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে এই সমস্যাটি শুরু হয় এবং এই প্রতিবেদন লেখার সময়ও অনেক ব্যবহারকারী বাধার সম্মুখীন হচ্ছেন বলে জানিয়েছেন।

সেবা বিঘ্নের বিষয়ে চ্যাটজিপিটি-এর স্ট্যাটাস পেজে বলা হয়েছে, ‘অ্যাপটি বর্তমানে বাড়তি হারে ত্রুটির সম্মুখীন হচ্ছে এবং আমরা এটি তদন্ত করছি।’

চ্যাটজিপিটির বিনা মূল্যের সংস্করণটি ব্যাপক জনপ্রিয় হলেও ওপেনএআই মাসে সর্বোচ্চ ২০০ ডলার পর্যন্ত চার্জে তাদের পেইড সাবস্ক্রিপশনের অপশনও রেখেছে। সংস্থাটির সিইও স্যাম অল্টম্যান গত ডিসেম্বরে জানিয়েছিলেন, বর্তমানে সাপ্তাহিক ভিত্তিতে পৃথিবীর ৩০ কোটি মানুষ চ্যাটজিপিটি ব্যবহার করছেন।

চ্যাটজিপিটির সমস্যাটি এমন এক সময়ে ঘটল, যখন ওপেনএআই সহ অন্যান্য প্রযুক্তি সংস্থাগুলো যুক্তরাষ্ট্রে ট্রাম্পের প্রস্তাবিত এআই প্রকল্পে ৫০০ বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে।

মেটার গোপন তথ্য ফাঁস করায় ২০ কর্মী বরখাস্ত

হোয়াটসঅ্যাপে রমজানের স্টিকার পাঠাবেন যেভাবে

চ্যাটজিপিটির মতো অ্যাপ আনছে মেটা এআই

২০ বছর পর বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ

ভারতে কম্পিউটার গেমারদের ৪৪ শতাংশ নারী, ডেভেলপার মাত্র ১২ শতাংশ

৩০ দিন পর মুছে যাবে ফেসবুক লাইভের ভিডিও, করণীয় কী

দক্ষিণ কোরিয়ায় ২১ দিনে বিক্রি হলো ১০ লাখ গ্যালাক্সি এস২৫

স্মার্টফোন ক্যামেরায় একাধিক লেন্স কেন থাকে, কাজ করে কীভাবে

আবেগ বুঝতে পারে চ্যাটজিপিটি ৪.৫

হোয়াটসঅ্যাপে অনলাইনে থেকেও অফলাইনে দেখাবেন যেভাবে