নির্বাচন এলে রাজনীতিবিদেরা নানা প্রতিশ্রুতি দিয়ে থাকেন। ইশতেহার আকারে ছাপা হয় সেই সব প্রতিশ্রুতির ফিরিস্তি। এর কিছু সত্য হিসেবে বাস্তবায়িত হয়, কিছু থাকে ফাঁকা বুলি। এমনই এক ইশতেহার এখন ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে। প্রার্থীর নাম জয়করণ লাথওয়াল, তিনি ভারতের হরিয়ানার সিরসাধ গ্রামের সারপঞ্চ (গ্রামপ্রধান) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জনসাধারণের কাছে তিনি এমন সব প্রতিশ্রুতি দিয়েছেন, যা শুনে ভিরমি খাওয়ার জোগাড়।
এনডিটিভির খবরে জানা যায়, গত রোববার (৯ অক্টোবর) জয়করণের অভিনব ইশতেহারের একটি ছবি টুইটারে পোস্ট করেন এক পুলিশ কর্মকর্তা। মুহূর্তেই ভাইরাল সেই ইশতেহারের ছবি। মেকআপ কিট, ঘরে ঘরে বাইক থেকে শুরু করে একাধিক বিমানবন্দর নির্মাণের মতো প্রতিশ্রুতি রয়েছে জয়করণের ইশতেহারে। অভিনব এই ইশতেহার ছাপানোর পর তা দেয়ালে সেঁটে দেওয়া হয়েছে।
ইশতেহারে যা রয়েছে—
নির্বাচনে জয়করণ লাথওয়ালের ফলাফল সম্পর্কে না জানা গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে হাজার হাজার লাইক সংগ্রহ করেছেন তিনি। ইশতেহারের ছবিটি রিটুইট হয়েছে হাজারের বেশি। মন্তব্যের ঘরে পড়েছে মজার সব প্রতিক্রিয়া। কেউ কেউ তো মজা করে ওই গ্রামের বাসিন্দা হতে চাইছেন। কেউ আবার লিখেছেন তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে প্রার্থী করা হোক।