Ajker Patrika
হোম > ল–র–ব–য–হ

মেকআপ থেকে বিমানবন্দর, সবই দেবেন ভোটে জিতলে! 

অনলাইন ডেস্ক

মেকআপ থেকে বিমানবন্দর, সবই দেবেন ভোটে জিতলে! 

নির্বাচন এলে রাজনীতিবিদেরা নানা প্রতিশ্রুতি দিয়ে থাকেন। ইশতেহার আকারে ছাপা হয় সেই সব প্রতিশ্রুতির ফিরিস্তি। এর কিছু সত্য হিসেবে বাস্তবায়িত হয়, কিছু থাকে ফাঁকা বুলি। এমনই এক ইশতেহার এখন ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে। প্রার্থীর নাম জয়করণ লাথওয়াল, তিনি ভারতের হরিয়ানার সিরসাধ গ্রামের সারপঞ্চ (গ্রামপ্রধান) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জনসাধারণের কাছে তিনি এমন সব প্রতিশ্রুতি দিয়েছেন, যা শুনে ভিরমি খাওয়ার জোগাড়। 

এনডিটিভির খবরে জানা যায়, গত রোববার (৯ অক্টোবর) জয়করণের অভিনব ইশতেহারের একটি ছবি টুইটারে পোস্ট করেন এক পুলিশ কর্মকর্তা। মুহূর্তেই ভাইরাল সেই ইশতেহারের ছবি। মেকআপ কিট, ঘরে ঘরে বাইক থেকে শুরু করে একাধিক বিমানবন্দর নির্মাণের মতো প্রতিশ্রুতি রয়েছে জয়করণের ইশতেহারে। অভিনব এই ইশতেহার ছাপানোর পর তা দেয়ালে সেঁটে দেওয়া হয়েছে। 

ইশতেহারে যা রয়েছে—

  • গ্রামে প্রতিদিন সারপঞ্চের ‘মন কি বাত’ প্রোগ্রামসিরসাধে তিনটি বিমানবন্দর নির্মাণ
  • জিএসটি বাতিলের সুবিধা
  • নারীদের জন্য বিনা মূল্যে মেকআপ কিট
  • পেট্রল প্রতি লিটার ২০ টাকা
  • গ্যাস সিলিন্ডারের দাম ১০০ টাকা
  • প্রতিটি পরিবারের জন্য একটি বাইক বিনা মূল্যে
  • সিরসাধ থেকে দিল্লি পর্যন্ত মেট্রো লাইন
  • ফ্রি ওয়াই-ফাই সুবিধা
  • যুবকদের জন্য সরকারি চাকরি
  • প্রতিদিন এক বোতল মদ
  • সিরসাধ থেকে গোহানা পর্যন্ত প্রতি পাঁচ মিনিট অন্তর হেলিকপ্টারের সুবিধা

নির্বাচনে জয়করণ লাথওয়ালের ফলাফল সম্পর্কে না জানা গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে হাজার হাজার লাইক সংগ্রহ করেছেন তিনি। ইশতেহারের ছবিটি রিটুইট হয়েছে হাজারের বেশি। মন্তব্যের ঘরে পড়েছে মজার সব প্রতিক্রিয়া। কেউ কেউ তো মজা করে ওই গ্রামের বাসিন্দা হতে চাইছেন। কেউ আবার লিখেছেন তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে প্রার্থী করা হোক। 

একজনের সংগ্রহে ‘সর্বকালের সেরা’ চলচ্চিত্রের ৫০০ পোস্টার, উঠছে নিলামে

‘বাথটাবে’ ১০ দিন শুয়ে থেকে আয় করা যাবে সাড়ে ৬ লাখ টাকা

আরব আমিরাতে গাড়ির লাইসেন্স প্লেট ও মোবাইল নম্বরের অভিনব নিলাম

হোম অফিস গোছানোর দিন আজ

বিখ্যাত ব্র্যান্ডের এক পায়ের জিনস, দাম মাত্র ৫৩ হাজার টাকা!

৮৭ হাজার ৮৪০ ডলারে বিক্রি হলো চারিজার্ড পোকেমন আকৃতির চিটো

ডিমের বাজার চড়া, লেয়ার মুরগি ভাড়া নিচ্ছেন মার্কিনরা

বিটিএস তারকা জিনকে চুম্বন, তদন্তের মুখে জাপানি নারী

৯৬ লাখ ডলারের স্বর্ণের কমোড চুরি হয়ে গেল ৫ মিনিটে

এটিএম কার্ড চুরি করে কেনা লটারির টিকিটে জিতলেন ৫ লাখ ইউরো, ভাগ চান মালিক