Ajker Patrika

বিটিএস তারকা জিনকে চুম্বন, তদন্তের মুখে জাপানি নারী

অনলাইন ডেস্ক
বিটিএসের সদস্য কিম সক-জিন। ছবি: এএফপি
বিটিএসের সদস্য কিম সক-জিন। ছবি: এএফপি

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পপ ব্যান্ড বিটিএসের সদস্য জিনকে (কিম সক-জিন) জনসমক্ষে চুম্বন করে পুলিশি তদন্তের মুখে পড়েছেন এক জাপানি নারী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, গত বছরের জুনে সিউলে একটি ফ্যান ইভেন্টে এ ঘটনা ঘটে। সেখানে জিন বিটিএসের ১ হাজার ভক্তকে আলিঙ্গন করেন। তবে ওই জাপানি নারী আলিঙ্গনের সময় হঠাৎ তাঁর মুখে চুম্বন করেন, যা জিনকে অপ্রস্তুত করে তোলে এবং তিনি সঙ্গে সঙ্গেই মুখ ফিরিয়ে নেন।

এ ঘটনার পর ওই নারী তাঁর ব্লগে লিখেছিলেন, তিনি জিনের ‘গলায় চুম্বন করেছিলেন’ এবং ‘তাঁর ত্বক খুবই নরম ছিল’।

তবে ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভক্তদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এক ভক্ত ওই নারীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে মামলা করেন। এরপর পুলিশ তদন্ত শুরু করে।

দক্ষিণ কোরিয়ার পুলিশ জানিয়েছে, ওই নারীর পরিচয় নিশ্চিত করা হয়েছে। বর্তমানে তিনি জাপানে অবস্থান করছেন। তাঁকে তদন্তের জন্য দক্ষিণ কোরিয়ায় আসতে হবে। তবে এখনো তাঁর নাম প্রকাশ করা হয়নি। বিটিএসের এজেন্সি হাইবের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

২০২৪ সালের ১৩ জুন সেনাবাহিনী থেকে অব্যাহতির পর প্রথমবারের মতো জনসমক্ষে হাজির হন জিন। প্রায় ৩ হাজার ভক্তের সামনে গান পরিবেশন করেন তিনি এবং ১ হাজার ভক্তকে আলিঙ্গন করেন।

এরপর অক্টোবরে বিটিএসের আরেক সদস্য জে-হোপও সেনাবাহিনী থেকে অব্যাহতি পান। তবে ব্যান্ডের অন্য সদস্য ভিআরএম, জিমিন, জংকুক এবং সুগা এখনো সেনাবাহিনীতে কর্মরত। ধারণা করা হচ্ছে, ২০২৫ সালের জুনের আগে এই ব্যান্ডের সদস্যরা একসঙ্গে গাইবেন না।

প্রসঙ্গত, ভক্তদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জন্য পরিচিত কোরিয়ান পপতারকারা। বিশেষত, বিটিএস আর্মির সদস্যরা। বিভিন্ন যোগাযোগ মাধ্যম এবং অনুষ্ঠানের মাধ্যমে তাঁরা ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। সামাজিক মাধ্যম এবং সরাসরি অনুষ্ঠানে ভক্তদের সঙ্গে তাঁদের কথোপকথন এবং মিথস্ক্রিয়া খুবই সাধারণ ঘটনা। তবে, কিছু অতিউৎসাহী ভক্তের বাড়াবাড়ি এবং ‘সাসায়েং ফ্যান’দের (অতিরিক্ত অনুরাগী) দ্বারা শিল্পীদের হয়রানির ঘটনাও বাড়ছে, যা শিল্পী এবং এজেন্সি উভয়ের জন্যই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত