হোম > ল–র–ব–য–হ

প্রেসিডেন্ট নিক্সন অন্তত ৫টি বাদ্যযন্ত্র বাজাতে পারতেন

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের ৩৭তম প্রেসিডেন্ট ছিলেন রিচার্ড মিলহাউস নিক্সন। বিশ্বব্যাপী পরিচিত শুধু নিক্সন নামেই। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন তিনি। ওই সময়ের ভূমিকা নিয়ে আলোচিত ও সমালোচিত হন এখনো। 

এ ছাড়া বিরোধী দলের বিরুদ্ধে ষড়যন্ত্রের পরিকল্পনা যেটি ‘ওয়াটারগেট কেলেঙ্কারি’ নামে পৃথিবী বিখ্যাত—এটিরও মূল পরিকল্পক ছিলেন তিনি। 

রিপাবলিকান পার্টির এই প্রয়াত নেতা মূলত ‘কুখ্যাতি’ কুড়ালেও অনেকেই জানেন না, রাজনীতির পাশাপাশি ছিলেন একজন সংগীতশিল্পীও। 

রিচার্ড নিক্সন ছিলেন মূলত পিয়ানোবাদক। জীবনের লম্বা সময় ধরে অনেক বাদ্যযন্ত্র বাজানো শিখেছিলেন। পিয়ানোর পাশাপাশি তিনি স্যাক্সোফোন, ক্লারিনেট, বেহালা এবং অ্যাকর্ডিয়ানও বাজাতে পারতেন। 

সংগীতের প্রতি নিক্সনের আগ্রহ প্রথম লক্ষ করেছিলেন তাঁর মা। ১২ বছর বয়সী নিক্সনকে সংগীত শেখার জন্য খালার কাছে পাঠান মা। বাড়ি থেকে ২০০ মাইল দূরে খালার বাসায় ছয় মাস সংগীতের তালিম নেন নিক্সন। 

সংগীতের তাত্ত্বিক জ্ঞানে নিক্সন পারদর্শী না হলেও কানে শুনে অনেক সুর বাদ্যযন্ত্রে তুলে ফেলতে পারতেন। জ্যাক পার উপস্থাপনায় প্রচারিত টক শো ‘টুনাইট স্টারিং জ্যাক পার’-এ নিক্সন তাঁর বিখ্যাত কম্পোজিশন ‘পিয়ানো কনসার্টো নং ১’ বাজিয়েছিলেন। 

রিচার্ড মিলহাউস নিক্সন ১৯৯৪ সালের ২২ এপ্রিল ৮১ বছর বয়সে মারা যান।

১২ ঘণ্টায় ১ হাজার পুরুষের সঙ্গে শয্যায় তরুণী, গড়লেন রেকর্ড

স্বপ্নে পাওয়া নম্বরে লটারি জিতলেন মার্কিন নারী

বিপৎসংকেত পেয়ে এক বাড়িতে হাজির হয়ে যা আবিষ্কার করলেন নিরাপত্তাকর্মীরা

৫ কিলোমিটারের গন্তব্যে ৩৮১৯৭ টাকা ভাড়া নিল উবার

এক ডিমের দাম ৩০ হাজার টাকা

একদিনে ১০১ পুরুষের সঙ্গে বিছানায় তরুণী, টার্গেট ১ হাজার

লাইব্রেরির দেয়ালে লুকানো ছিল ২০০ বছর পুরোনো শহরের প্রবেশদ্বার

এক জোড়া জুতার দাম ৩৩৫ কোটি টাকা!

বরের বয়স ১০০, কনের ১০২

দুর্গম দ্বীপটির জনসংখ্যা ২০, পাখি বাস করে ১০ লাখ

সেকশন