হোম > ল–র–ব–য–হ

মদ্যপ চালকের কাণ্ড: পুলিশ দেখে কুকুরের সঙ্গে আসন বদলানোর চেষ্টা

অনলাইন ডেস্ক

অতিরিক্ত গতিতে গাড়ি চালানোয় যুক্তরাষ্ট্রের কলোরাডোতে এক যুবককে থামতে বলে পুলিশ। তবে গ্রেপ্তার এড়াতে ওই যুবক চালকের আসনে নিজের কুকুরকে বসিয়ে দেওয়ার চেষ্টা করেন। পরে অবশ্য গ্রেপ্তার হন ওই যুবক। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন অদ্ভুত ঘটনার কথা জানিয়েছে কলোরাডো পুলিশ। 

পুলিশ জানিয়েছে, নির্ধারিত সীমার অতিরিক্ত গতিতে গাড়ি চালাচ্ছিলেন এক যুবক। গাড়িটি থামিয়ে কাছে যাওয়ার পর দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা দেখতে পান, ওই যুবক চালকের আসন থেকে সরে গিয়ে সেখানে পোষ্য কুকুরকে বসাচ্ছেন। মূলত চালক তাঁর কুকুরের সঙ্গে আসন পরিবর্তন করার চেষ্টা করেন। এ সময় পুলিশ কর্মকর্তা গাড়ির কাছে যান এবং পুরো বিষয়টি দেখেন। 

কলোরাডো পুলিশ আরও জানিয়েছে, ধরা পড়ার পরও ওই যুবক দাবি করেন, গাড়িটি তিনি চালাচ্ছিলেন না। যখন তাঁকে জিজ্ঞেস করা হয়, মদ পান করেছেন কি না? তখন তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পালিয়ে কিছু দূর যাওয়ার পর ওই যুবককে ধরতে সক্ষম হন পুলিশ কর্মকর্তা। 

পরবর্তী সময় ওই যুবকের বিরুদ্ধে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, গ্রেপ্তারে বাধা এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ আনা হয়। কারাগারে পাঠানোর আগে তাঁকে হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ। আর কুকুরটিকে অপর একজনের জিম্মায় দেওয়া হয়েছে। মালিকের কারাদণ্ডের মেয়াদ শেষ হলে কুকুরটিকে আবার তাঁর কাছে ফিরিয়ে দেওয়া হবে। 

কলোরাডো পুলিশ বিষয়টি নিয়ে মজা করে বলেছে, ‘কুকুরটির বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি। তাকে শুধু সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।’

একজনের সংগ্রহে ‘সর্বকালের সেরা’ চলচ্চিত্রের ৫০০ পোস্টার, উঠছে নিলামে

‘বাথটাবে’ ১০ দিন শুয়ে থেকে আয় করা যাবে সাড়ে ৬ লাখ টাকা

আরব আমিরাতে গাড়ির লাইসেন্স প্লেট ও মোবাইল নম্বরের অভিনব নিলাম

হোম অফিস গোছানোর দিন আজ

বিখ্যাত ব্র্যান্ডের এক পায়ের জিনস, দাম মাত্র ৫৩ হাজার টাকা!

৮৭ হাজার ৮৪০ ডলারে বিক্রি হলো চারিজার্ড পোকেমন আকৃতির চিটো

ডিমের বাজার চড়া, লেয়ার মুরগি ভাড়া নিচ্ছেন মার্কিনরা

বিটিএস তারকা জিনকে চুম্বন, তদন্তের মুখে জাপানি নারী

৯৬ লাখ ডলারের স্বর্ণের কমোড চুরি হয়ে গেল ৫ মিনিটে

এটিএম কার্ড চুরি করে কেনা লটারির টিকিটে জিতলেন ৫ লাখ ইউরো, ভাগ চান মালিক