হোম > ল–র–ব–য–হ

সাপ ঢুকে পড়ায় বন্ধ করে দেওয়া হলো করোনা টিকাকেন্দ্র

অনলাইন ডেস্ক

একটি কোভিড টিকাকেন্দ্র অপ্রত্যাশিতভাবে সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়। কারণ দুটি সাপ। টিকাকেন্দ্রের ভবনের ভেতরে ঢুকে পড়েছিল ওগুলো। ঘটনাটি ওয়েলসের সেরডিওন নামের একটি গ্রামের। এদিকে পরিস্থিতি সামাল দিতে ভ্যাকসিন কেন্দ্রটির দায়িত্বে থাকা হাওয়েল ডডা হেলথ বোর্ড বন্যপ্রাণী বিশেষজ্ঞদের সাহায্য চেয়েছেন।

সাপ দুটির নাম রাখা হয় কুম এবং কু। এ দুটি সাপের মধ্যে কু আকারে বড় এবং ধারণা করা হচ্ছে সে একটি অ্যাডার সাপ। অন্যদিকে কুম একটি গ্রাস স্নেক বলে মনে করা হচ্ছে।

এসব তথ্য জানা যায় ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদনে।

অ্যাডারটি পরে দালানটি ছেড়ে চলে গেলেও অপর সাপটি সেখানেই অবস্থান করছিল। হাওয়েল ডডা হেলথ বোর্ড ওই সরীসৃপকে সরিয়ে নিতে বন্যপ্রাণী বিশেষজ্ঞদের পরামর্শ চেয়েছেন।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোভিড টিকাকেন্দ্র বন্ধ থাকবে বলেও জানায় তারা।

‘আমরা আশা করছি, যত তাড়াতাড়ি সম্ভব আবার টিকাকেন্দ্রটি খুলতে সক্ষম হব।’ স্বাস্থ্য বোর্ড ফেসবুকে একটি পোস্টে বলেছে।

ওয়াইল্ডলাইফ ট্রাস্টের মতে, গ্রাস সাপ ইংল্যান্ড ও ওয়েলসজুড়ে বিস্তৃত নিরীহ একটি সাপ। অ্যাডার হলো যুক্তরাজ্যের একমাত্র বিষাক্ত সাপ, তবে এর বিষ কিছুটা যন্ত্রণা হওয়া ছাড়া সাধারণত মানুষের জন্য বড় বিপদের কারণ হয় না। তবে শিশু, অসুস্থ বা বৃদ্ধদের জন্য এই বিষ বিপজ্জনক হতে পারে।

১২ ঘণ্টায় ১ হাজার পুরুষের সঙ্গে শয্যায় তরুণী, গড়লেন রেকর্ড

স্বপ্নে পাওয়া নম্বরে লটারি জিতলেন মার্কিন নারী

বিপৎসংকেত পেয়ে এক বাড়িতে হাজির হয়ে যা আবিষ্কার করলেন নিরাপত্তাকর্মীরা

৫ কিলোমিটারের গন্তব্যে ৩৮১৯৭ টাকা ভাড়া নিল উবার

এক ডিমের দাম ৩০ হাজার টাকা

একদিনে ১০১ পুরুষের সঙ্গে বিছানায় তরুণী, টার্গেট ১ হাজার

লাইব্রেরির দেয়ালে লুকানো ছিল ২০০ বছর পুরোনো শহরের প্রবেশদ্বার

এক জোড়া জুতার দাম ৩৩৫ কোটি টাকা!

বরের বয়স ১০০, কনের ১০২

দুর্গম দ্বীপটির জনসংখ্যা ২০, পাখি বাস করে ১০ লাখ

সেকশন