Ajker Patrika
হোম > ল–র–ব–য–হ

কুকুরকে ফ্রিজ খোলা শিখিয়ে বিপাকে মালিক, ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক

কুকুরকে ফ্রিজ খোলা শিখিয়ে বিপাকে মালিক, ভিডিও ভাইরাল

বাড়িতে পোষা প্রাণী রাখতে কেবল যত্নই নয়, সেই সঙ্গে তাদের বিভিন্ন কসরত শেখানোরও প্রয়োজন হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অনেক ভিডিও চোখে পরে যেখানে দেখা যায় প্রশিক্ষণপ্রাপ্ত পোষা প্রাণী তাদের মালিককে ঘরের বিভিন্ন কাজে সাহায্য করছে। তবে এমন কাজ শিখিয়ে বিপাকেও পরেন কেউ কেউ। সম্প্রতি এমনই এক ভিডিও ইনস্টাগ্রামে ভাইরাল হওয়ার খবর পাওয়া গেছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এলি গোল্ডেন লাইফ নামের প্রোফাইলের মালিক একটি ভিডিও পোস্ট করেন, যেখানে দেখা যায়, তিনি তাঁর কুকুরকে ফ্রিজ খোলা শেখাচ্ছেন। ভিডিওর প্রথম অংশে লেখা ছিল, ‘আমার কুকুরকে ফ্রিজ খোলা শেখাচ্ছি...।’ কিন্তু ফ্রিজ খোলা শেখানোর পরেই ঘটে বিপত্তি। ভিডিওর পরের অংশে দেখা যায়, কুকুরটি একাই ফ্রিজ খুলে সেখান থেকে খাবার চুরি করে খাওয়া শুরু করে দিয়েছে!

‘আমার শিক্ষা হয়েছে’ ক্যাপশন লিখে ভিডিওটি পোস্ট করার পর তা প্রায় ২৭ লাখ ভিউ এবং দেড় লাখেরও বেশি লাইক পেয়ে ভাইরাল হয়। ভিডিওটি দেখে বেশ আনন্দই পেয়েছেন নেটিজেনরা।

এক ব্যবহারকারী ভিডিওতে মন্তব্য করেছেন, ‘কুকুরটি তো বেশ চালাক’।

অন্য আরেক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘চমৎকার কাজ। পরেরবার আমার জন্য ফ্রিজ থেকে একটা কোল্ড ড্রিংকস নিয়ে এসো।’

এলি গোল্ডেন লাইফ প্রোফাইলের মালিক কেভিন বুবলস তার গোল্ডেন রেট্রিভিয়ার জাতের কুকুরদের নিয়ে প্রায়ই এমন মজার মজার ভিডিও পোস্ট করেন। 

একজনের সংগ্রহে ‘সর্বকালের সেরা’ চলচ্চিত্রের ৫০০ পোস্টার, উঠছে নিলামে

‘বাথটাবে’ ১০ দিন শুয়ে থেকে আয় করা যাবে সাড়ে ৬ লাখ টাকা

আরব আমিরাতে গাড়ির লাইসেন্স প্লেট ও মোবাইল নম্বরের অভিনব নিলাম

হোম অফিস গোছানোর দিন আজ

বিখ্যাত ব্র্যান্ডের এক পায়ের জিনস, দাম মাত্র ৫৩ হাজার টাকা!

৮৭ হাজার ৮৪০ ডলারে বিক্রি হলো চারিজার্ড পোকেমন আকৃতির চিটো

ডিমের বাজার চড়া, লেয়ার মুরগি ভাড়া নিচ্ছেন মার্কিনরা

বিটিএস তারকা জিনকে চুম্বন, তদন্তের মুখে জাপানি নারী

৯৬ লাখ ডলারের স্বর্ণের কমোড চুরি হয়ে গেল ৫ মিনিটে

এটিএম কার্ড চুরি করে কেনা লটারির টিকিটে জিতলেন ৫ লাখ ইউরো, ভাগ চান মালিক