Ajker Patrika
হোম > ল–র–ব–য–হ

কোথায় আছে আপনার দেহের সবচেয়ে ছোট হাড়

ল-র-ব-য-হ ডেস্ক

কোথায় আছে আপনার দেহের সবচেয়ে ছোট হাড়

দেহটা হাড়ের খাঁচা। সে খাঁচায় আছে ২০৬টি হাড়। কিন্তু সবচেয়ে ছোট হাড় কোনটি, জানেন কি? 

অসসিকেলস! ভাবছেন, এটা আবার কী? তাহলে আরও তিনটি অদ্ভূত শব্দ শুনুন। স্টেপিস, ম্যালিয়াস ও ইনকাস। 

এই তিনটি শব্দ আপনার কানের সঙ্গে সম্পৃক্ত। শব্দ তিনটিকে একসঙ্গে বলা হয় ‘অসসিকেলস’। স্টেপিস, ম্যালিয়াস ও ইনকাস আপনার শরীরের তিনটি হাড়ের নাম এবং এদের অবস্থান আপনার কানের ভেতর। শুনে আরও আশ্চর্য হবেন, এই তিনটি হাড়ই আপনার শীরের সবচেয়ে ছোট তিনটি হাড়। আর এদের মধ্যে সবচেয়ে ছোটটির নাম স্টেপিস। 

তিনটি শব্দই এসেছে ল্যাটিন থেকে। 

হাড় তিনটি আপনার মধ্যকর্ণ, কানের পর্দা এবং অন্তঃকর্ণে রয়েছে। এদের কাজ শব্দকম্পন এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠিয়ে দেওয়া। প্রথমে শব্দকম্পন আপনার মধ্যকর্ণের ভেতর দিয়ে যায়। তারপর ক্লকিয়াতে আঘাত করে এবং নিউরাল সংকেতে রূপান্তরিত করে। আপনার মস্তিষ্ক সেই সংকেত শব্দ হিসেবে গ্রহণ করে। 

অন্যদিকে ফিমার হচ্ছে আপনার শরীরের সবচেয়ে বড় হাড়। এটি কোথায় থাকে, জানেন? আপনার ঊরুতে। ব্যক্তিভেদে ফিমারের আকার এদিক সেদিক হতে পারে। সাধারণত প্রাপ্ত বয়স্ক পুরুষের ফিমার হয় ১৯ ইঞ্চি। আর প্রাপ্ত বয়স্ক নারীর ফিমার হয় ১৭ থেকে ১৮ ইঞ্চি। 

সূত্র: মেন্টাল ফ্লস

ল–র–ব–য–হ সম্পর্কিত পড়ুন: 

একজনের সংগ্রহে ‘সর্বকালের সেরা’ চলচ্চিত্রের ৫০০ পোস্টার, উঠছে নিলামে

‘বাথটাবে’ ১০ দিন শুয়ে থেকে আয় করা যাবে সাড়ে ৬ লাখ টাকা

আরব আমিরাতে গাড়ির লাইসেন্স প্লেট ও মোবাইল নম্বরের অভিনব নিলাম

হোম অফিস গোছানোর দিন আজ

বিখ্যাত ব্র্যান্ডের এক পায়ের জিনস, দাম মাত্র ৫৩ হাজার টাকা!

৮৭ হাজার ৮৪০ ডলারে বিক্রি হলো চারিজার্ড পোকেমন আকৃতির চিটো

ডিমের বাজার চড়া, লেয়ার মুরগি ভাড়া নিচ্ছেন মার্কিনরা

বিটিএস তারকা জিনকে চুম্বন, তদন্তের মুখে জাপানি নারী

৯৬ লাখ ডলারের স্বর্ণের কমোড চুরি হয়ে গেল ৫ মিনিটে

এটিএম কার্ড চুরি করে কেনা লটারির টিকিটে জিতলেন ৫ লাখ ইউরো, ভাগ চান মালিক