দেহের সৌন্দর্যবর্ধন কিংবা জন্মগত ত্রুটি সারানোসহ নানা কারণেই প্লাস্টিক সার্জারি করা হয়। প্লাস্টিক সার্জারি একটি শল্য চিকিৎসা। প্লাস্টিক কথাটি এসেছে গ্রিক শব্দ প্লাস্টিকোস থেকে। এর মানে হলো পরিবর্তন করা। একটা জিনিস যেটা শরীরে আছে, সেটা পরিবর্তন করে অন্য জায়গায় ব্যবহার করা। কিন্তু এই সার্জারির নাম প্লাস্টিক কীভাবে হলো চলুন জানা যাক।
যুক্তরাষ্ট্রের ওহাইওভিত্তিক প্লাস্টিক সার্জন ডা. ব্রায়ান ডর্নারের মতে, তাঁর কাজের ক্ষেত্র সম্পর্কে একটি ভুল ধারণা প্রচলিত আছে। বিশেষ করে এর নাম ও চিকিৎসাপদ্ধতি নিয়ে। তিনি বলেন, ‘অনেকে মনে করেন আমরা এটিকে প্লাস্টিক সার্জারি বলি, কারণ স্তন ইমপ্লান্টগুলো প্লাস্টিক থেকে তৈরি। আসলে এটি সিলিকন ইমপ্লান্ট ব্যবহার করে তৈরি করা হয় এবং স্যালাইন অথবা সিলিকন জেল দিয়ে পূর্ণ করা হয়।’
প্লাস্টিক শব্দটি ল্যাটিন প্লাস্টিকাস ও গ্রিক প্লাস্টিকোস থেকে এসেছে। অভিধান অনুসারে যার অর্থ ‘নমনীয়, ছাঁচ নির্মাণের জন্য উপযুক্ত, বিভিন্ন আকার দিতে সক্ষম এমন’। ১৬ শতকের শেষ দিকে প্রথম ‘প্লাস্টিক’ শব্দটি প্রয়োগ করা হয়। অবশ্য, সে সময় প্লাস্টিক বলতে কাদামাটি বা মোম দিয়ে ছাঁচ নির্মাণ বা ভাস্কর্য শিল্পের কথা বলতেই এর প্রয়োগ করা হয়। প্লাস্টিক সার্জারি শব্দটির প্রথম লিখিত রেকর্ডটি মেডিকেল জার্নাল দ্য ল্যানসেটের ১৮৩৭ সালে, যেখানে এটিকে ‘সার্জারির একটি শাখা হিসেবে বর্ণনা করা হয়, যেটিতে সার্জন একজন প্রকৃত শিল্পী হয়ে ওঠেন।’