‘ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ, সাগর অতল।’ পাঠ্যবইয়ে পড়া এই নীতিবাক্যই যেন বাস্তবে রূপ দিলেন ভারতের তামিলনাড়ুর এক তরুণ। তামিলনাড়ুর সালেম এলাকার ওই তরুণের নাম ভি বুপাথি। তিন বছর ধরে এক রুপির কয়েন জমাচ্ছিলেন তিনি। সেই কয়েন দিয়েই কিনে ফেললেন স্বপ্নের বাইকটি। যার মূল্য ২ লাখ ৬০ হাজার রুপি।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, গত শনিবার ১ রুপির কয়েনের পাহাড় ভ্যানে বোঝাই করে বাইকের দোকানে যান ভি বুপাথি। যে দোকান থেকে বুপাথি তাঁর স্বপ্নের বাইকটি কেনেন, সেখানে এই বিপুলসংখ্যক কয়েন দেখে হতভম্ব হয়ে যান সবাই।
শোরুমের ম্যানেজার জানিয়েছেন, ‘বুপাথির তিন বছরের সঞ্চয় একটা একটা করে গুনতে প্রায় ১০ ঘণ্টা সময় লেগেছে। সবই ছিল ১ রুপির কয়েন।’ ম্যানেজার আরও জানান, ২ লাখ ৬০ হাজার কয়েন দিলে ব্যাংকে অতিরিক্ত অর্থ দিতে হবে। কিন্তু বুপাথিকে নিরাশ করতে চাননি তিনি। বাইকের প্রতি তরুণের ভালোবাসা মোহিত করেছিল তাঁকে।
এদিকে তামিলনাড়ুর ওই তরুণের বাইক কেনার গল্প শুনে বিস্মিত নেটিজেনরা। অনেকেই সাধুবাদ জানিয়েছেন বুপাথিকে।