বাড়ির সবাই গিয়েছিলেন একটি বিয়ের দাওয়াতে। ফিরে এসে তাঁরা দেখেন, বিছানায় শুয়ে নাক ডাকছেন এক চোর। তাঁর পাশেই পড়ে ছিল বাড়িতে রাখা কয়েকটি ওয়াইনের বোতল। ঘরের জিনিসপত্রও ছিল এলোমেলো।
ভারতের লক্ষ্ণৌয়ের সেই পরিবারটি আরও আবিষ্কার করে, চোর ঘুমিয়ে থাকলেও বাড়ি থেকে হাওয়া হয়ে গেছে প্রায় আট লাখ টাকার মালামাল। এটা কীভাবে সম্ভব?
মঙ্গলবার ইন্ডিয়া টুডে এক খবরে জানায়, ঘুমিয়ে পড়া সেই চোরকে পুলিশের হাতে তুলে দেয় পরিবারটি। পরে পুলিশকে চোরটি জানান, তাঁর আরও এক সঙ্গী ছিল। ফাঁকা দেখে চুরির উদ্দেশে তাঁরা ওই বাড়িটিতেই ঢুকে পড়েছিলেন। কিন্তু বাড়ির ভেতরে থাকা কয়েক বোতল ওয়াইন দেখে নিজেকে আর সামলে রাখতে পারেননি ধরা পড়া ওই চোর। ঢক ঢক করে গিলতে শুরু করেন। এভাবে কয়েক বোতল খালি করে ফেললে বেসামাল হয়ে পড়েন তিনি। পরে তাঁকে রেখেই বাড়ির মূল্যবান সামগ্রী নিয়ে চলে যায় অন্যজন।
লক্ষ্ণৌয়ের কান্ত এলাকায় অবস্থিত ওই বাড়িটির মালিক ও সাবেক সেনা সদস্য সর্বানন্দ বলেন, ‘বিয়ে থেকে ফিরে আমিই বাড়ির তালা খুলি। ভেতরে ঢুকে দেখি ঘরের সব এলোমেলো। পরে শয়নকক্ষে গিয়ে দেখি, এক যুবক আরামে ঘুমাচ্ছেন আমার বিছানায়। আর তার পাশে পড়ে আছে ওয়াইনের কয়েকটি খালি বোতল।’
পরিবারটি দাবি করেছে, তাদের ঘর থেকে এক শ গ্রামের বেশি সোনা, দুই কেজি রুপার গয়না, ৪০টি শাড়ি এবং নগদ ৬ লাখ রুপি চুরি গেছে।
তারা আরও জানায়, বাড়ির ভেতর থেকে অনেক কিছু খোয়া গেলেও ঘুমিয়ে থাকা চোরটিকে ডেকে তোলেনি। কয়েক ঘণ্টা পর তাঁর ঘুম ভাঙলে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।