Ajker Patrika
হোম > ল–র–ব–য–হ

ল্যাপটপ চুরি করে ই–মেইলে ক্ষমা চাইলেন চোর

অনলাইন ডেস্ক

ল্যাপটপ চুরি করে ই–মেইলে ক্ষমা চাইলেন চোর

হুমায়ূন আহমেদের ‘চোর’ নাটকে একটি সংলাপ ছিল, যেখানে একজন চোর তাঁর চুরিবিদ্যার গুরুকে বলেন, ‘আপনে চোর হলেও মানুষ ভালো’। এমন ‘চোর হয়েও ভালো মানুষ’ হওয়ার ঘটনা সম্প্রতি ভাইরাল হয়েছে মাইক্রোব্লগিং সাইট টুইটারে। 

গড গুলুভা নামে এক ব্যক্তি সম্প্রতি তাঁর সঙ্গে ঘটে যাওয়া এই মজার ঘটনা টুইটারে শেয়ার করেছেন। তিনি লিখেছেন, তাঁর ল্যাপটপ চুরি হওয়ার পর স্বয়ং চোর মহাশয় ক্ষমা চেয়ে ই–মেইল করেছেন। ই–মেইলে লেখা ছিল, ‘কেমন আছেন ভাই? গতকাল আমি আপনার ল্যাপটপ চুরি করেছি। কারণ এই মুহূর্তে আমার টাকার খুব দরকার। তবে আমি ল্যাপটপ ঘেঁটে দেখলাম, গবেষণার কাজে আপনি বেশ ব্যস্ত ছিলেন। তাই সব গুরুত্বপূর্ণ ফাইল এই ই–মেইলের সঙ্গে পাঠিয়ে দিচ্ছি। আর যদি কোনো ফাইল প্রয়োজন হয়, আমাকে সোমবার দুপুর ১২টার মধ্যে জানাবেন। আমি ল্যাপটপ বিক্রির জন্য লোক খুঁজে পেয়েছি। আপনার সমস্যার জন্য আমি দুঃখিত।’ 

 এই ই–মেইলের স্ক্রিনশট টুইটারে পোস্ট করেছে গুলুভা। সেখানে তিনি লিখেছেন, ‘গতরাতে একজন চোর আমার ল্যাপটপ চুরি করার পর ই–মেইলে আমার কাছে ক্ষমা চেয়েছে। ব্যাপারটি নিয়ে মিশ্র অনুভূতি হচ্ছে আমার।’ 

এই ঘটনায় চোরের প্রতিই সহানুভূতি প্রকাশ করেছেন নেটিজেনরা। এক ব্যক্তি গুলুভাকে উদ্দেশ করে মন্তব্যের ঘরে লিখেছেন, ‘চোর যে মূল্যে ল্যাপটপ বিক্রি করতে চাচ্ছে, আপনি তাকে ওই টাকাটা দিয়ে ল্যাপটপ ছাড়িয়ে নিতে পারেন।’ আরেকজন লিখেছেন, ‘আপনাদের যদি কারও সামর্থ্য থাকে, তাহলে তাকে একটি কাজ খুঁজে দিন। যে মানুষ ল্যাপটপ চুরি করার পর সেখান থেকে গুরুত্বপূর্ণ ফাইল  মালিকের কাছে ফেরত পাঠাতে পারে, সে মন থেকে কখনো খারাপ হতে পারে না।’ 

অন্য এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘এই ব্যক্তি একজন সম্মানিত চোর!’

একজনের সংগ্রহে ‘সর্বকালের সেরা’ চলচ্চিত্রের ৫০০ পোস্টার, উঠছে নিলামে

‘বাথটাবে’ ১০ দিন শুয়ে থেকে আয় করা যাবে সাড়ে ৬ লাখ টাকা

আরব আমিরাতে গাড়ির লাইসেন্স প্লেট ও মোবাইল নম্বরের অভিনব নিলাম

হোম অফিস গোছানোর দিন আজ

বিখ্যাত ব্র্যান্ডের এক পায়ের জিনস, দাম মাত্র ৫৩ হাজার টাকা!

৮৭ হাজার ৮৪০ ডলারে বিক্রি হলো চারিজার্ড পোকেমন আকৃতির চিটো

ডিমের বাজার চড়া, লেয়ার মুরগি ভাড়া নিচ্ছেন মার্কিনরা

বিটিএস তারকা জিনকে চুম্বন, তদন্তের মুখে জাপানি নারী

৯৬ লাখ ডলারের স্বর্ণের কমোড চুরি হয়ে গেল ৫ মিনিটে

এটিএম কার্ড চুরি করে কেনা লটারির টিকিটে জিতলেন ৫ লাখ ইউরো, ভাগ চান মালিক