বরিশালের আগৈলঝাড়ায় ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পূর্ব সুজনকাঠি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, পূর্ব সুজনকাঠি গ্রামের খলিল মোল্লার ছেলে মেহেদি মোল্লা, হুমায়ূন মোল্লার ছেলে আবির মোল্লা ও আজগর মোল্লার ছেলে সৌরভ মোল্লা।
জানা গেছে, আজ সকালে উপজেলার পূর্ব সুজনকাঠি সড়কে মোড় ঘোরার সময় মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনজন আহত হয়েছে। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে গুরুতর আহত মেহেদি মোল্লাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় চিকিৎসক।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আলামিন হোসাইন জানান, সড়ক দুর্ঘটনায় আহত তিনজনকে চিকিৎসা দিয়ে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।