ভোলায় ম্যাজিস্ট্রেট পরিচয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে জেলা গোয়েন্দা পুলিশ তাঁদের আটক করে।
জেলা পুলিশ সুপার (এসপি) মো. শরিফুল হক আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে ভোলার বোরহানউদ্দিন ও লালমোহন থানা এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের সদস্য আফরান শুভ (২২), আনসার সদস্য মো. হারুন অর রশিদ (৪৩) ও গাড়িচালক মো. বাবুল হাওলাদারকে (৩০) আটক করা হয়।
এসপি শরিফুল হক বলেন, আসামিদের হেফাজত থেকে ভুয়া পরিচয়পত্র, জরিমানা আদায়ের ভুয়া রেজিস্ট্রার, ভুয়া বাজার মনিটরিং অনুমতি পত্রসহ একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। প্রতারণা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।