Ajker Patrika

ভোলায় জমি নিয়ে বিরোধ, মীমাংসা করতে গিয়ে বিএনপি নেতা খুন

ভোলা সংবাদদাতা
আপডেট : ০২ এপ্রিল ২০২৫, ১১: ৪৬
ভোলা সদর মডেল থানা। ছবি: আজকের পত্রিকা
ভোলা সদর মডেল থানা। ছবি: আজকের পত্রিকা

ভোলায় জমি নিয়ে বিরোধের সালিস করতে গিয়ে ওয়ার্ড বিএনপির সভাপতি জামাল উদ্দিন খুন হয়েছেন। হামলায় আরও ১০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা সদরের ভেলুমিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত জামাল উদ্দিন উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।

নিহতের ছেলে লিটন বলেন, ‘ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইব্রাহীম ও আলম ব্যাপারীর মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। আমার বাবা সালিসদার হিসেবে সেই বিরোধ মীমাংসা করে বাড়ি আসেন। আপস-মীমাংসা পছন্দ না হওয়ায় ইব্রাহীম বাবাকে আবার ফোন দিয়ে ডেকে নেন। ২০ মিনিট পর আমরা শুনতে পাই, বাবা রাস্তার পাশে পড়ে আছেন। গিয়ে শুনি ইব্রাহীম, তাঁর ছেলে নয়ন, শিপনের ছেলের শাকিল এবং ভেলুনিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শহীদুল্লাহ হাওলাদারের ভাতিজা হানিফাসহ ১৫-২০ জন মিলে বাবাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে।’

আহতদের মধ্যে আলম ব্যাপারীর অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় হাবিব জমাদারের ছেলে রিয়াদকে আটক করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ আজকের পত্রিকাকে বলেন, জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে জামাল উদ্দিন নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত