হোম > সারা দেশ > বরিশাল

ঘন কুয়াশায় ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের সঙ্গে ট্রলির সংঘর্ষ, নিহত ২ 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও ইট বহনকারী ট্রলির সংঘর্ষ হয়েছে। এতে ট্রলিচালক সোহরাব হাওলাদার (২৭) ও হেলপার রুবেল হাওলাদার (২২) ঘটনাস্থলেই মারা যান। উজিরপুরের মুণ্ডপাশা এলাকায় আজ রোববার ভোরে এ দুর্ঘটনা ঘটে। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত সোহরাব হাওলাদার ও রুবেল হাওলাদারের বাড়ি বামরাইল ইউনিয়নের বরতা গ্রামে। এ ঘটনায় আহত হয়েছেন বাসের হেলপার, সুপারভাইজারসহ বেশ কয়েকজন যাত্রী। ধারণা করা হচ্ছে, কুয়াশায় পথ ঠিকভাবে দেখা না যাওয়ায় দুর্ঘটনার কবলে পড়ে গাড়ি দুটি। 

এলাকাবাসী ও পুলিশের তথ্যে জানা গেছে, বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস উজিরপুরের মুণণ্ডপাশা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইট বহনকারী ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ট্রলিটি সড়কে ছিটকে পড়ে। অন্যদিকে সড়কের পাশে রেইনট্রি গাছে ধাক্কা খেয়ে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় মহাসড়কে যান চলাচল বাধাগ্রস্ত হয়। বাসটির চালক পালিয়ে গেছেন। 

পুলিশ সূত্রে জানা যায়, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় নিহত ও আহতদের উদ্ধার করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। আহতদের বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। 

উজিরপুর মডেল থানার ওসি মো. জাফর উদ্দিন সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশায় বেপরোয়া গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

গড়িমসি করে সময়ক্ষেপণ নয়, জালিমদের বিচার দেখতে চাই: জামায়াতের আমির

ডাকাতির সময় ব্যবসায়ীকে হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন

জালিমদের ভয় দেখাতে, শাস্তি নিশ্চিত করতে হবে: জামায়াত আমির

ইউএনওর ফেসবুক পেজ হ্যাক করে পোস্ট, ‘করলাম না এই প্রশাসনের চাকরি’

মৃত আ.লীগ নেতার নামে বিএনপি নেতার মামলা

বরগুনায় মাজারে হামলা-অগ্নিসংযোগ, আহত ২০

বরগুনায় ধর্ষক ও হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

মৃত আ.লীগ নেতার নামে দশমিনা থানায় ভাঙচুর মামলা!

ধর্ষণ মামলার বাদীকে হত্যা: নিহতের স্ত্রী বললেন, ‘সন্তানদের নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছি’

বাবুগঞ্জে চুরির অভিযোগে দুই যুবককে হাত-পা বেঁধে নির্যাতন, আটক ১