Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

সেই এনামুলের বিরুদ্ধে এবার টাকা নিয়ে টিকা বিক্রির অভিযোগ

বরগুনা প্রতিনিধি

সেই এনামুলের বিরুদ্ধে এবার টাকা নিয়ে টিকা বিক্রির অভিযোগ

বরগুনা জেনারেল হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট এনামুল কবিরের বিরুদ্ধে টাকা নিয়ে টিকা দেওয়ার অভিযোগ উঠেছে। বিদেশগামী এক ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে তিনি ফাইজারের টিকা দিয়েছেন এমন অভিযোগ ওঠার পর টাকা ফেরতও দিয়েছেন। শনিবার রাত ৮টার দিকে তিনি টাকা ফেরত দিয়েছেন, ওই দিন সকালেই ফাইজারের টিকা প্রয়োগের বিনিময়ে এনামুল দুই হাজার টাকা নিয়েছিলেন।  

এর আগে গত বছরের ১৮ অক্টোবর জেনারেল হাসপাতালে টিকা দেওয়ার সময় মোবাইলে কথা বলার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ওই ঘটনায় ব্যাপক সমালোচিত হন তিনি।

বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের পাতাকাটা গ্রামের কামাল হোসেন জানান, গত বুধবার বরগুনা সদর হাসপাতালে করোনার টিকা দেওয়ার জন্য নিবন্ধন করেন এবং শনিবার টিকা দেওয়ার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে যান। জেনারেল হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট এনামুল কবির কামালকে ফাইজারের টিকা দেওয়ার প্রস্তাব দেন এবং এ জন্য দুই হাজার টাকা দাবি করেন। প্রস্তাবে রাজি হয়ে নগদ এক হাজার টাকা দিয়ে টিকা গ্রহণ করেন কামাল। বাকি টাকা পরে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি চলে যান। সন্ধ্যার পরে এনামুল বাকি এক হাজার টাকার জন্য ফোন করে পীড়াপীড়ি করতে থাকেন।

কামাল বলেন, ‘বিষয়টি আমি আমার মামা জেলা যুবলীগ নেতা সাহাবুদ্দিন সাবুকে জানালে তিনি এসে এনামুলের কাছ থেকে আমার টাকা ফেরত নেন।’ 

বরগুনা জেলা যুবলীগের সদ্য বিদায়ি সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু বলেন, ‘আমি জানার পর হাসপাতালে গিয়ে তত্ত্বাবধায়ক সোহরাব উদ্দীনকে বিষয়টি অবগত করি।  তিনি বিষয়টি শুনে এনামুল কবিরের কাছ থেকে টাকা ফেরত এনে দেন।’ 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মেডিকেল টেকনোলজিস্ট এনামুল বলেন, ‘আমি কোনো টাকার বিনিময়ে টিকা দিইনি। টাকা ফেরত দেওয়ার বিষয়টি ভিত্তিহীন।’ 

হাসপাতালের তত্ত্বাবধায়ক সোহরাব উদ্দীন বলেন, অভিযোগ পাওয়ার পর প্রাথমিকভাবে টাকা ফেরত দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

বরগুনার সিভিল সার্জন ডা. মুহাম্মদ ফজলুল হক বলেন, ‘টাকা নিয়ে টিকা দেওয়ার কোনো বিধান নেই। আমি বিষয়টি শুনেছি। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও হাসপাতালের তত্ত্বাবধায়ককে বিষয়টি খতিয়ে দেখতে বলেছি। অভিযোগের সত্যতা পেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

প্রবাসীর স্ত্রীর ঘরে ধরা পড়া সেই নেতাকে বহিষ্কার করল ছাত্রশিবির

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় সাবেক শিবির নেতা আটক

রোহিঙ্গা জনগোষ্ঠীকে ফেরানোর ব্যবস্থা করুন: জাতিসংঘ মহাসচিবকে ইসলামী আন্দোলনের আমির

২২-এর ঘটনা, ২৫-এর মামলা, ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

বাসের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে মামলার জেরে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ

পাথর না দিয়ে কেবল বালু-পিচে রাস্তা সংস্কার, রুখে দিল স্থানীয়রা

ধর্ষণ মামলার বাদীকে হত্যা, ৪ দিনেও শনাক্ত হয়নি খুনিরা

রাষ্ট্রকে গোছানো জায়গায় রেখে যেতে দোয়া চাইলেন উপদেষ্টা মাহফুজ

পোষা বিড়াল খুঁজে পেতে পোস্টারিং, পুরস্কার ঘোষণা

ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার